শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। ৩২ দলের প্রতিযোগিতা এখন নেমে এসেছে ১৬ দলে। গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোর লড়াইয়ে যাওয়ার পথে দেখা মিলেছে বেশ কিছু অঘটন এবং চমকেরও। তবে প্রথম পর্বে সবচেয়ে বড় চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর কাছে পিএসজি ও চেলসির হার।

এ ছাড়া ইউরোপিয়ান দলগুলোর মধ্যে বিদায় নিয়েছে আতলেতিকো মাদ্রিদ, পোর্তো এবং সালজবুর্গ। ব্রাজিল থেকে আসা চারটি ক্লাবের প্রতিটি শেষ ষোলো নিশ্চিত করলেও আর্জেন্টিনার দুটি শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। কারা শেষ ষোলো নিশ্চিত করেছে এবং শেষ ষোলোয় কে কার মুখোমুখি—একনজরে দেখে নেওয়া যাক।

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর দলগুলোপালমেইরাস, ইন্টার মায়ামি, পিএসজি, বোতাফোগো, বেনফিকা, বায়ার্ন মিউনিখ, ফ্ল্যামেঙ্গো, চেলসি, ইন্টার মিলান, মন্তেরই, বরুসিয়া ডর্টমুন্ড, ফ্লুমিনেন্স, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল।শেষ ষোলোয় কে কার মুখোমুখি

পালমেইরাস–বোতাফোগো
২৮ জুন, শনিবার, রাত ১০টা
লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া

বেনফিকা–চেলসি
২৮ জুন, শনিবার, রাত ২টা
ব্যাংক অব আমেরিকা, শার্লট

পিএসজি–ইন্টার মায়ামি
২৯ জুন, রোববার, রাত ১০টা
মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা

ফ্ল্যামেঙ্গো–বায়ার্ন মিউনিখ
২৯ জুন, রোববার, রাত ২টা
হার্ডরক স্টেডিয়াম, মায়ামি

ইন্টার মিলান–ফ্লুমিনেন্স
৩০ জুন, সোমবার, রাত ১টা
ব্যাংক অব আমেরিকা, শার্লট

ম্যানচেস্টার সিটি–আল হিলাল
১ জুলাই, মঙ্গলবার, সকাল ৭টা
ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডো

রিয়াল মাদ্রিদ–জুভেন্টাস
১ জুলাই, মঙ্গলবার, রাত ১টা
হার্ডরক স্টেডিয়াম, মায়ামি

বরুসিয়া ডর্টমুন্ড–মন্তেরই
২ জুলাই, বুধবার, সকাল ৭টা
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন ট র ম

এছাড়াও পড়ুন:

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব 

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে। এসব ব্যক্তির হিসাবের যাবতীয় তথ্য জানাতে দেশের সব তফসিলি ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ।

বুধবার (১৩ আগস্ট) বিএফআইইউর একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে সাবেক ৩ গভর্নর ও ৬ জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। হিসাবের যাবতীয় তথ্য পাওয়ার পর এসব ব্যক্তির হিসাবে অস্বাভাবিক কোনো লেনদেন হয়েছে কিনা সে বিষয়ে জানা যাবে।

আরো পড়ুন:

১২ দিনে দেশে রেমিট্যান্স এল ১০৫ কোটি ডলার

১০০ টাকার নতুন নোট বাজারে, আসল-নকল চেনার উপায়

যাদের হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার।

ব্যাংক হিসাব তলবের তালিকায় থাকা সাবেক ডেপুটি গভর্নররা হলেন এস কে সুর চৌধুরী, মো. মাসুদ বিশ্বাস, আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের। এদের মধ্যে এস কে সুর চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাবন্দি। মো. মাসুদ বিশ্বাস বিএফআইইউর প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হন। আবু হেনা মো. রাজী হাসান দীর্ঘদিন বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকগুলোকে পাঠানো বিএফআইইউ চিঠিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিস্তারিত বিবরণ, কেওয়াইসি ফরমসহ সব তথ্য আগামী ৩ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। যদি কোনো হিসাব বন্ধ হয়ে থাকে, সেটির তথ্যও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/নাজমুল/সাইফ

সম্পর্কিত নিবন্ধ