বালুবাহী বাল্কহেডের ধাক্কায় সেতুর একাংশ ধসে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণ গেছে নির্মল চন্দ্র মণ্ডল (৬০) নামের এক ব্যক্তির। তিনি পেশায় সবজিবিক্রেতা। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলহাতা বাজারে অবস্থিত সেতুর নিচ দিয়ে শুক্রবার রাতে বালুবাহী একটি বাল্কহেড যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাল্কহেডটি সেতুটিতে ধাক্কা দেয়। এতে সেতুর কাঠের অংশ ধসে পড়ে। সেখানে নোঙর করা ইঞ্জিনচালিত ট্রলারটি ওই কাঠের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নির্মল চন্দ্র মণ্ডল মারা যান।

নিহত নির্মল চন্দ্র মণ্ডলের বাড়ি পাশের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদিয়া গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি ফুলহাতা বাজারসহ বিভিন্ন হাটে সবজি বিক্রি করে আসছিলেন। শুক্রবার ফুলহাতা বাজারে সবজি বিক্রি করতে এসেছিলেন। বাড়ি ফেরার জন্য রাতে ইঞ্জিনচালিত ট্রলারের জন্য অপেক্ষা করছিলেন নির্মল।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মতলবুর রহমান জানান, রাতেই স্থানীয় লোকজনের সহায়তায় ট্রলার ভেঙে নির্মল মণ্ডলের লাশ পুলিশ উদ্ধার করে। থানায় লাশ আনার পর স্বজনদের সংবাদ পাঠানো হয়। শনিবার পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ম র লগঞ জ ব গ রহ ট দ র ঘটন ফ লহ ত

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ