নোয়াখালীর হাতিয়া উপজেলায় পিটিয়ে চৌকিদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতার বিরুদ্ধে। আহত চৌকিদারকে বয়ারচর পুলিশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
শনিবার দুপুরে উপজেলার ১নং হরণী ইউনিয়নের দিদার বাজারে এ ঘটনা ঘটে।
আহত চৌকিদারের নাম মো. এরশাদ হোসেন। তিনি হরণী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও একই ওয়ার্ডের গ্রাম চৌকিদার।
স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্টের পর ইউপি চেয়ারম্যান গা ঢাকা দেন। ইউপি সদস্যদের তৎপরতাও কমে যায়। চেয়ারম্যান-মেম্বারদের গা ঢাকা দেওয়ায় দায়িত্ব পালন করছেন ইউনিয়ন পরিষদ সচিব ও তাদের নির্দেশে গ্রাম চৌকিদাররা। সংশ্লিষ্ট ওয়ার্ডে সরকারি বিভিন্ন অনুদান বিতরণকে কেন্দ্র করে চৌকিদারের ওপর ক্ষিপ্ত ছিল অনেকে। এর রেশ ধরে এ হামলার ঘটনা ঘটে।
গ্রাম চৌকিদার এরশাদ হোসেন জানান, মসজিদের জায়গায় ঘাস কাটাকে কেন্দ্র করে তারা আমার ওপর হামলা করেন। এ সময় লাঠি দিয়ে পিটিয়ে আমার বাম হাত ভেঙে দেন তারা। আমার ভাই জাফর আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। হামলার ঘটনাটি হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
শ্রমিকদল নেতা আনোয়ার হোসেনকে মোবাইল ফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গ্রাম চৌকিদারের সঙ্গে মসজিদের জায়গা নিয়ে অন্যদের বাগবিতণ্ডা হয়েছে। আমার সঙ্গে কিছু হয়নি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে নিখোঁজে ৩ দিন পর মৃতদেহ উদ্ধার
খাগড়াছড়ির মহালছড়ি মনাটেক গ্রামের বিন্দু চাকমা (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজের তিন পর তার মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তিনি মনাটেক গ্রামের গোপাল চাকমার ছেলে।
বুধবার (১৩ আগস্ট) সকালে মনাটেক গ্রামের বিলের কাপ্তাই হৃদের পানি থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।
মনাটেক গ্রামের বিমল চাকমা ও সুনীল চাকমা জানান, গত সোমবার (১১ আগস্ট) রাতে গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে নৌকায় করে ফেরার পথে নিখোঁজ হন বিন্দু চাকমা। এলাকাবাসীর ধারণা, ফেরার পথে কাপ্তাই হৃদের পানিতে পড়ে ডুবে যান তিনি। সেই সময় থেকে খোঁজাখুঁজি চলছিল। বুধবার সকালে মনাটেক গ্রামের বিল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।
এ বিষয়ে মহালছড়ি থানার উপ পরিদর্শক (এস আই) মো. শফিকুল ইসলাম বলেন, “মনাটেক গ্রামের একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন সেটা জানি। তবে তাকে পাওয়া গেছে কিনা সে বিষয়ে কোন তথ্য পাইনি।”
ঢাকা/রূপায়ন/এস