সুদানের উত্তর-পূর্বাঞ্চলে একটি প্রাচীন পদ্ধতির সোনার খনিতে আংশিক ধসের ঘটনায় ১১ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় খনিজ সম্পদ কোম্পানি এসএমআরসি।

এসএমআরসি জানায়, ‘কিরশ আল-ফিল’ নামে একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে। খনিটি ‘হাওয়েইদ’ নামে দুর্গম মরুভূমি অঞ্চলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আতবারা ও হাইয়া শহরের কাছে রেড সি প্রদেশে অবস্থিত। ঠিক কবে এ ধসের ঘটনা ঘটে, বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। এ সংঘাতে উভয় পক্ষই সোনা উত্তোলনের খাতকে প্রধান অর্থের উৎস হিসেবে ব্যবহার করছে।

সরকারি-বেসরকারি সূত্র জানায়, সুদানের উৎপাদিত প্রায় সব সোনাই সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে রপ্তানি হয়। আন্তর্জাতিক মহলে আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে অস্ত্র সরবরাহের অভিযোগও রয়েছে।

যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির মধ্যেও সুদানের সেনাসমর্থিত সরকার ২০২৪ সালে রেকর্ড ৬৪ টন সোনা উৎপাদনের কথা জানিয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারত ম্যাচে পোস্টের নিচে মিতুলেই আস্থা কাবরেরার

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে আগামীকাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচে বাংলাদেশের গোলপোস্টের নিচে থাকবেন মিতুল মারমাই। জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা আজ সংবাদ সম্মেলনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তা।

এশিয়ান কাপের বাছাইপর্বে চার ম্যাচেই পুরো সময় খেলেছেন মিতুল। তাঁর বিপক্ষে গোল হয়েছে সাতটি। সর্বশেষ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলেছেন তিনি। সেই ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে বাংলাদেশ ড্র করে। সমালোচনা হয়েছে মিতুলকে নিয়ে। অনেকেই ভেবেছিলেন ভারতের বিপক্ষে হয়তো পোস্টের নিচে বদল আসবে। আজ সংবাদ সম্মেলনে সে প্রশ্ন উঠতেই কাবরেরা শান্তভাবে উত্তর দিলেন, ‘না, মিতুলই খেলবে।’

ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাঁর বিপক্ষে গোল হয়েছিল দুটি। ম্যাচের চার দিন আগে বড় ভাইয়ের মৃত্যু সংবাদ পান মিতুল। সেই শোক নিয়েই মাঠে নামেন তিনি। ম্যাচ শেষে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে ফেসবুকে লিখেছিলেন, ‘ভাই হারানোর শোক নিয়েও আমি দেশকে সেরাটা দেওয়ার দিকে মনোনিবেশ করি। চেষ্টা করেছি ম্যাচে অবদান রাখার, কিন্তু পারিনি। এ জন্য দুঃখিত ও ক্ষমা চাচ্ছি। এটা আমার জন্য সত্যিই কঠিন সময় ছিল। ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। ব্যক্তিগত শোক ভুলে আবার মাঠে ফিরেছেন মিতুল। কোচও তাঁর ওপর আস্থা রাখছেন ধারাবাহিকভাবে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা

সম্পর্কিত নিবন্ধ