ভারতের ইন্দোরে সম্প্রতি চমকপ্রদ সোনার থিমযুক্ত এক প্রাসাদ ঘুরে এসেছেন কনটেন্ট ক্রিয়েটর প্রিয়ম সরস্বত। এ প্রাসাদের আসবাব থেকে শুরু করে বৈদ্যুতিক সকেট পর্যন্ত সবকিছু তৈরিতে ব্যবহার করা হয়েছে খাঁটি সোনা! সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যতিক্রম বাড়ির ভিডিও শেয়ার করার পর থেকেই তা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, প্রাসাদের ভেতরটা ঘুরে দেখছেন প্রিয়ম। বাড়ির মালিকের অনুমতি নিয়ে তিনি দর্শকদের বাড়ির ভেতরের নানা অংশ ঘুরে দেখান। বাড়ির ভেতরে বিলাসবহুল গাড়ির একটি সংগ্রহশালাও রয়েছে। সেখানে শোভা পাচ্ছে ১৯৩৬ সালের বিরল একটি মার্সিডিজ গাড়ি। ঘরের অলংকরণে সবচেয়ে চোখে পড়ে যেটা তা হলো, সোনার থিমে মোড়ানো সবকিছু। এমনকি বৈদ্যুতিক সকেটও মোড়ানো ২৪ ক্যারেট সোনা দিয়ে!

বাড়ির মালিক দম্পতি জানান, এই সোনায় মোড়া প্রাসাদে ১০টি শয়নকক্ষ ও একটি নিজস্ব গোশালা রয়েছে। আলাপচারিতায় উঠে আসে মালিকের অনুপ্রেরণাদায়ী জীবনের গল্প। তিনি জানান, কীভাবে কঠিন বাস্তবতা থেকে উঠে এসে আজ এক সফল সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি।

স্মৃতি হাতড়ে মালিক বলেন, ‘২৫ জনের পরিবারের কাছে ছিল মাত্র একটি পেট্রলপাম্প। তখনই বুঝেছিলাম, এ অবস্থায় টিকে থাকা সহজ হবে না। তাই ঝুঁকি নিয়ে পা রাখি সরকারি ঠিকাদারির জগতে। আজ আমরা সরকারকে সড়ক, সেতু আর ভবন নির্মাণ করে দিচ্ছি। এখন তৈরি করছি ৩০০ কক্ষের একটি বিলাসবহুল হোটেল। এটাই আমার বেড়ে ওঠার গল্প।’

ইনস্টাগ্রামে এই ব্যতিক্রমী প্রাসাদের ভিডিওর শিরোনাম ছিল, ‘ভারতের ইন্দোরে সোনায় সাজানো বাড়ি’।

ভিডিওটি প্রকাশের পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। কেউ কেউ বলেন, বাড়িটি যেন সরাসরি কোনো সিনেমার সেট থেকে উঠে এসেছে। কেউবা মজা করে বলেন, ‘এমনকি সকেটও সোনার তৈরি!’ তবে এতটা জাঁকজমক দেখে নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনিক। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ