রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে রাতে সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক টিম আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ‘এই হাসপাতালের (জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট) সঙ্গে এমওইউ (সমঝোতা স্মারক) আছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, হাসপাতাল থেকে তাদের কেস রিপোর্ট পাঠানো হয়েছে। তাদের একজন সিনিয়র কনসালট্যান্ট ও দুজন নার্স আজ রাতে এসে পৌঁছাবেন। আমরা আশা করি, তাঁরা আগামীকাল থেকেই এই (চিকিৎসক) টিমে জয়েন করতে পারবেন।’

আইএসপিআরের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাশের সংখ্যা না মেলা নিয়ে এক প্রশ্নের জবাবে সায়েদুর রহমান বলেন, ‘এখানে আসার আগে আমরা আইএসপিআরের সঙ্গে কথা বলেছি, আইএসপিআরের তথ্যে একটি হাসপাতাল অন্তর্ভুক্ত হয়েছে, সেটি হচ্ছে লুবানা। যে হাসপাতালের তথ্য সম্পর্কে আমরা এখানে আসার আগমুহূর্তে যোগাযোগ করেছি। তাদের ওখানে রেজিস্ট্রিতে কোথাও কোনো ডেথ (মৃত্যু) নেই। কিন্তু ওনারা মুখে বলছে, দুজনকে মৃত অবস্থায় তাদের অভিভাবকেরা নিয়ে এসেছিলেন। ওই দুজনের নাম পরে কোনো হাসপাতালে আসেনি। তাই কোনো হাসপাতাল ব্যবস্থাপনায় ওই দুজনের রেকর্ড পাওয়া যাচ্ছে না। আমরা আপনাদের মাধ্যমে ওই দুই শিশুর অভিভাবকদের অনুরোধ করব, যেন ওনারা এই নামগুলোকে অন্তত তালিকাভুক্ত করতে সাহায্য করেন।’

সায়েদুর রহমান আরও বলেন, ‘এ ছাড়া একটি পার্থক্য হয়েছে, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজনের মরদেহ সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে। ওই সংখ্যা নিয়ে আমাদের সঙ্গে তথ্যের পার্থক্য হয়েছে। আমরা বলেছি ১৫ জন। আমরা আসার আগে নিশ্চিত হয়েছি, সিএমএইচে ১৫ জনেরই মরদেহ আছে। যদিও আইএসপিআরের তথ্যে সেখানে ১৬ জন বলা আছে। তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে।’

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যে দুজনকে কেবিনে শিফট করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ এই সহকারী। তিনি বলেন, ‘এটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি। এ ছাড়া আমাদের এইচডিইউয়ে থাকা অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ৩০ জন মোটামুটি গুরুতর। আমাদের দেশের সর্বোচ্চ বিশেষজ্ঞদের এটার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বিশেষ করে শিশু–বিশেষজ্ঞদের সব ব্রাঞ্চ এখন এই টিমের সঙ্গে যুক্ত। যেহেতু এখানে প্রধানত রোগীরা শিশু।’ হাসপাতালে ওই স্কুলের দুই শিক্ষক এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন বলে জানান তিনি।

সায়েদুর রহমান বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় ১০ থেকে ৮০ ধরনের ওষুধ সরঞ্জামাদির প্রয়োজন, যেগুলো মজুত করা আছে এবং আগামী ৭২ ঘণ্টার জন্য প্রস্তুতি আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স য় দ র রহম ন

এছাড়াও পড়ুন:

মানুষকে জড়িয়ে ধরল হস্তীশাবক

একটি মাঠে বসে আছেন দুজন নারী–পুরুষ। হঠাৎ পেছন থেকে একটি হস্তীশাবক শুঁড় দিয়ে তাঁদের জড়িয়ে ধরে, যেন বহুদিন পর বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা! এ ঘটনার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে (ভাইরাল) হয়েছে।

গত রোববার অ্যামেইজিং নেচার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাদের ভেরিফায়েড অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে। মুহূর্তে সেটি ভাইরাল হয়। গতকাল সোমবার পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ হস্তীশাবকের আদুরে ওই কাণ্ডের ভিডিওটি দেখেছেন।

তবে ঘটনাটি কোথায় ঘটেছে, ভিডিওতে বা পোস্টে তার উল্লেখ করা হয়নি। ভিডিওতে দেখা যায়, ওই নারী ও পুরুষ একটি মাঠে বসে আছেন, পাশে আছেন আরও কয়েকজন। একটি হস্তীশাবক এক পর্যায়ে পুরুষ লোকটির কাঁধের ওপর তার সামনের দুই পা তুলে দেয়, যেন তাঁর কাঁধে চড়তে চাইছে। ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‘হস্তীশাবকেরা ভাবে, মানুষেরা খুব কিউট, তাই তাদের জড়িয়ে ধরতে চায়!’

হস্তীশাবকের এই কাণ্ডে ওই পুরুষ বা নারী একটুও বিচলিত হননি। বরং তাদের মন খুলে হাসতে দেখা যায়। হস্তীশাবকের জড়িয়ে ধরার বিষয়টি তাঁরা উপভোগ করেন।

ভিডিওটির নিচে অনেক মানুষ মজার মজার নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘হস্তীশাবকেরা মনে করে মানুষ খুবই আদুরে এবং আমাদের জড়িয়ে ধরতে চায়।’ আরেকজন ব্যবহারকারীর মন্তব্য, ‘হস্তীশাবকটি নিজেই জানে না সে কতটা বড়, এটা সত্যিই খুব মিষ্টি।’ অন্য একজন লিখেছেন, ‘হস্তীশাবকেরা কি বুঝতে পারে তারা কত বিশাল?’ আরেক ব্যক্তির মন্তব্য, ‘আজকের দিনটা ভীষণ বিরক্তিকর মনে হচ্ছিল, তখনই এই ভিডিও এসে আমার মন ভালো করে দিল।’

সম্পর্কিত নিবন্ধ

  • রাঙামাটিতে ইউপিডিএফের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার: আইএসপিআর
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতেন না: নাহিদ
  • কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস
  • নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে যা জানা গেলো
  • রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, একে৪৭সহ অস্ত্র–গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর
  • পাঁচ দ্বীপে বাড়ি কিনলেই পাবেন পাসপোর্ট, দেড় শতাধিক দেশে ভিসামুক্ত প্রবেশ সুবিধা
  • রাঙামাটির পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান
  • মানুষকে জড়িয়ে ধরল হস্তীশাবক