ঘুরে দাঁড়ালেন দেনায় জর্জর রুহুল আমিন, এখন সফল উদ্যোক্তা
Published: 24th, July 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি শিক্ষা বিভাগের ছাত্র রুহুল আমিন। প্রথম পরিচয়ে হয়তো তাঁকে সাধারণ মনে হতে পারে, কিন্তু তাঁর জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে আছে এক অসাধারণ সংগ্রামের গল্প। একটি গল্প যেখানে অভাব, সীমাবদ্ধতা আর স্বপ্ন একসঙ্গে হাত ধরে এগিয়ে চলে প্রযুক্তির জগতের এক সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। এখন নিজে তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান দিয়েছেন। এই সফল উদ্যোক্তার উদ্যোগে কাজ করেন ১৫ জন।
রুহুল আমিনের গ্রাম কাজীশাল, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। বাবার নাম হাফেজ আবু দাউদ শিকদার, পেশায় একজন ইমাম, মা রাশিদা বেগম। তিন ভাইয়ের মধ্যে রুহুল আমিন দ্বিতীয়। এখন তিনি থাকেন ঢাকার সবুজবাগের মান্ডায়।
রুহুলের শিকড় মাদ্রাসাভিত্তিক শিক্ষাব্যবস্থায়, ইসলামপুর কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন ২০১৫ সালে। যেখানে তিনি এ প্লাসসহ চমৎকার ফল অর্জন করেন। ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তাঁর পরিবারকে নিতে হয় ঋণ, আর এখান থেকেই শুরু হয় এক নতুন জীবন সংগ্রাম। সব সময় মাথায় ঘুরত কীভাবে এই ঋণ শোধ করবেন। কীভাবে পরিবারের হাল ধরা যায়। বিশ্ববিদ্যালয়ে এসে টিউশনি করার আশা ছিল, কিন্তু বিষয় হিসেবে ইসলামি শিক্ষা হওয়ায় তেমন সুযোগ মিলছিল না। আর্থিক সংকট, সামাজিক চাপে খানিকটা গুটিয়ে থাকা স্বভাব—সব মিলিয়ে একধরনের অসহায়ত্ব এসে ঘিরে ধরে তাঁকে।
এর আগে ২০১৩ সালের দিকেই তাঁর প্রযুক্তিজগতে প্রথম পা রাখা। বড় ভাই ছিলেন একজন গ্রাফিক ডিজাইনার, আর তাঁর হাত ধরেই রুহুলের প্রথম পরিচয় হয় ডিজাইন ও কম্পিউটারের সঙ্গে। এরপর ধীরে ধীরে জড়ান ফ্রিল্যান্সিংয়ে, যদিও শুরুটা ছিল খুবই কষ্টকর। ল্যাপটপ কেনার জন্য বাড়ি থেকে ঋণ নিতে হয়। ১৬ হাজার টাকা দিয়ে একটা পুরোনো ল্যাপটপ কেনেন।
প্রথম দিকের কাজগুলোর মধ্যে ছিল ওয়ার্ড ফাইলে টাইপ করা, ই–মেইল পাঠানো, সেই কাজের পারশ্রমিক ছিল মাত্র ১ ডলার। কিন্তু ছোট ছোট এই কাজগুলোই রুহুলকে আত্মবিশ্বাস দেয়। রুহুল তখন কাজ করতেন ফ্রিল্যান্সার ডটকমে। তিনি উপলব্ধি করেন, শুধু কাজ পেলে হবে না, কাজ জানাও লাগবে। তাই সিদ্ধান্ত নেন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করার। যদিও খুব দ্রুত বুঝে যান যে নকশা করার মতো সৃজনশীলতা (ক্রিয়েটিভিটি) তাঁর মধ্যে নেই।
তবু দমে যাননি রুহুল আমিন। শুক্রবার ক্রিয়েটিভ আইটির একটি ফ্রি সেমিনারে গিয়ে তিনি খুঁজে পান কমিউনিটি, খুঁজে পান অনুপ্রেরণা। সেই প্রতিষ্ঠানেই একটি বৃত্তি পান, যেখানে তিনি ইউআই/ইউএক্স ডিজাইন, ব্যানার, পোস্টার, ওয়েব ডিজাইন শেখেন। এক শিক্ষক তাঁকে পরামর্শ দেন প্রোগ্রামিংয়ে যাওয়ার। এরপরই যেন রুহুল নিজের সত্যিকারের জায়গা খুঁজে পান।
রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমি যখন কাজ পাচ্ছিলাম না কোথাও। তখন আমি একটা পোর্টফোলিও তৈরি করা শুরু করলাম। আমার আশপাশে যাঁরা ছিলেন, তাঁদেরকে বলতাম, “ভাই, আপনার প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট দরকার, আপনি শুধু ডোমেইন হোস্টিং কেনেন। আমি ওয়েবসাইট বিনা মূল্যে বানিয়ে দেব। এভাবে করে অনেক ওয়েবসাইট তৈরি করে ফেললাম। এরপরই আমার কাজ অনেকে দেখে যোগাযোগ করতে থাকেন।’
প্রথম বড় কাজ ছিল একটি ব্লাড ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা, যার জন্য ৪০ হাজার টাকার প্রকল্পে তাঁকে ৫ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। কাজটি করতে গিয়ে আটকে গেলে তিনি সাহায্য নেন শিক্ষকের কাছ থেকে এবং কাজ সফলভাবে শেষ করেন। এরপর ধীরে ধীরে আসতে থাকে আরও কাজ, আসে পরিচিত ব্যক্তিদের প্রজেক্ট, ক্লায়েন্টদের আস্থা।
রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘২০১৯ সালে স্নাতক (সম্মান) শেষ করি, কিন্তু তখনো চাকরিতে না গিয়ে নিজের দক্ষতাকে আরও পোক্ত করার সিদ্ধান্ত নেই। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আমার কাজ দেখে বলে, “তুমি আইটি (তথ্যপ্রযুক্তি) প্রতিষ্ঠান দাও, আমরা বিনিয়োগ করব।” যেহেতু বড় ভাইয়েরা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে আছেন এবং নিজেদের ব্যবসাও আছে। আর আমারও ইচ্ছা একটা নিজের প্রতিষ্ঠানের স্বপ্ন, আমি রাজি হয়ে গেলাম। শুরু করলাম নিজের প্রতিষ্ঠান ইনোভা। আর আমি হলাম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকতা।’
বিশ্ববিদ্যালয়ের ভাইদের সহযোগিতায় গড়ে তোলেন একটি দল, বাসা ভাড়া করে শুরু করেন ঘরোয়া অফিস থেকে কাজ। ধীরে ধীরে সেই দল একটি পূর্ণাঙ্গ আইটি প্রতিষ্ঠানে রূপ নেয়, যার অফিস এখন ঢাকায়। রুহুল আমিনের প্রতিষ্ঠান ভিডিও প্রোডাকশন থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট মার্কেটিং—বহু সেবা দিচ্ছে এখন।
তাঁর প্রতিষ্ঠান আজ যে জায়গায় পৌঁছেছে, তা শুধু আয়ের দিক থেকে নয়, বরং সমাজে আত্মপ্রত্যয় ও উদ্যমের অনুপ্রেরণা হিসেবেও কাজ করছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে কাজ করছেন ১৫ জন। সামনে আরও বেশি কর্মসংস্থান করার উদ্যেগ রয়েছে রুহুল আমিনের।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র হ ল আম ন ক জ কর ড জ ইন প রথম
এছাড়াও পড়ুন:
প্রতিষ্ঠার দেড় যুগ পর ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নিয়ে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে শিক্ষার্থীদের। গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গেজেট প্রকাশ হয়ছে গঠনতন্ত্র।
এরই মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পর হতে যাচ্ছে কাঙিক্ষত কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ব্যাকসু নির্বাচন। তবে এর জন্য আমরণ অনশন থেকে শুরু করে সব ধরনের কর্মসুচিই পালন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরো পড়ুন:
‘আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চাই’
বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের মডেল প্রদর্শন
জুলাই অভ্যুত্থান পর গণরুম ও গেস্ট রুমের যে সাংস্কৃতি ছিল, তা এখন বন্ধ হয়েছে। কোনো রাজনৈতিক দলের কমকাণ্ডে সামিল হওয়াও বাধ্যতামুলক নয়।
তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে এ ছাত্র সংসদ। যাতে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে।
কেন্দ্রীয় ছাত্র সংসদ বেরোবির বিধিমালা অনুযায়ী, ১৩টি পদে সরাসরি নির্বাচন ও হল সংসদে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যাতে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সব ধরনের কথা তুলে ধরতে পারবেন।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শেখর রায় বলেন, “সুষ্ঠু নিরপেক্ষ ও লেজুরবিত্তিক রাজনীতি ব্যতীত একটি নির্বাচন হোক। যোগ্য, আদর্শ, উত্তম চরিত্র ও মনের প্রার্থী বিজয়ী হোক। নির্বাচিত হয়ে তারা হয়ে উঠুক বেরোবির একেকজন যোগ্য প্রতিনিধি। তারা ন্যায়ের পক্ষে থাকুক । তাদের হাত ধরেই এগিয়ে যাক বেরোবি।”
গণিত বিভাগের শিক্ষার্থী জাওয়াদ সাজিদ বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি, অধিকার ও স্বার্থ রক্ষার প্রধান মঞ্চ। এটি প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যাতে প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠ পৌঁছে যায় সিদ্ধান্ত গ্রহণের টেবিলে। কিন্তু এজন্য সংসদকে দলীয় প্রভাবমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। প্রকৃত অর্থে ছাত্র সংসদ তখনই সফল, যখন তা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের সমস্যার সমাধান ও কল্যাণে কাজ করে।”
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, “আমরা এমন ছাত্র সংসদ চাই, যেখানে যোগ্য নেতৃত্ব আসবে এবং সব শিক্ষার্থীর সমস্যা সমাধানের হাতিয়ার হয়ে কাজ করবে। সবমিলিয়ে সবার বিশ্বস্ত জায়গা হবে এই ছাত্র সংসদ।”
ঢাকা/সাজ্জাদ/মেহেদী