Risingbd:
2025-09-17@23:56:59 GMT

এবার হোয়াইটওয়াশের হাতছানি

Published: 24th, July 2025 GMT

এবার হোয়াইটওয়াশের হাতছানি

কলম্বোতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল ঢাকায় তেমনটা নেই। সেবার ১-১ সমতায় ছিল তিন ম‌্যাচের সিরিজ। এবার বাংলাদেশ ২-০ ব‌্যবধানে এগিয়ে।

পরিস্থিতি, পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। শ্রীলঙ্কাকে শেষ ম‌্যাচে হারিয়ে সিরিজ জিতেছিল লিটনের দল। পাকিস্তানকে টানা দুই ম‌্যাচ হারিয়ে সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। এবার লড়াইটা হোয়াইটওয়াশের।

গত মে-জুনে পাকিস্তান সফরে লাহোরে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। হতশ্রী পারফরম‌্যান্সে ৩-০ ব‌্যবধানে সিরিজ হেরেছিল। লাহোরে নিজেদের সেই ভরাডুবি পেরিয়ে মাথা উচুঁ করে ঘরের মাঠে পারফর্ম করছে বাংলাদেশ। লাহোরের বদলা ঢাকাতে নিয়ে মুখিয়ে বাংলাদেশ।

এবারের সিরিজসহ বাংলাদেশ টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে ১৭টি। যার ৯টিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পেরেছে। যেখানে ১ ম‌্যাচের সিরিজও আছে। পাকিস্তানে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে হারাতে পারলে সংখ‌্যাটা দুই অঙ্কে নিয়ে যেতে পারবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ‌্যা ৬টায় এই মিশনেই মাঠে নামবে স্বাগতিকরা।

সামনেই এশিয়া কাপ। এর আগে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি ম‌্যাচ। লিটনের কাছে পরীক্ষা-নিরীক্ষা করার শেষ সুযোগ হতে যাচ্ছে এটি। যদিও সিরিজ শুরুর আগে তিনি জানিয়েছিলেন, জয়ের ধারাবাহিকতায় থাকা, টিম কম্বিনেশনে পরিবর্তন করার কাজ করবেন না। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে তানজিদের জায়গায় নাঈমকে সুযোগ দেওয়া হয়েছিল। বাঁহাতি ব‌্যাটসম‌্যান কাজে লাগাতে পারেননি। আজও তিনি সুযোগ পাবেন এমনটাই মনে হচ্ছে। এছাড়া পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম রাখতে পারে টিম ম‌্যানেজমেন্ট। এছাড়া খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। নিজেদের পরীক্ষা-নিরীক্ষার থেকে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার চ‌্যালেঞ্জটাই নিয়েছে দল।

দুই ম‌্যাচে তেমন রান হয়নি। প্রথম ম‌্যাচে আগে ব‌্যাটিং করে পাকিস্তান ১১০ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ম‌্যাচে বাংলাদেশ করে ১৩৩ রান। শেষ ম‌্যাচে রান হবে কী না সেটা বিরাট প্রশ্নের। তবে এখন পর্যন্ত এই সিরিজে যা করেছেন শুধুই বোলাররা। যদিও দুই ম‌্যাচে ম‌্যাচ সেরার পুরস্কার পেয়েছেন দুই ব‌্যাটসম‌্যান, পারভেজ হোসেন ইমন ও জাকের আলী। উইকেট বোলারদের জন‌্য দুহাত ভরে দিলেও ব‌্যাটসম‌্যানদের কঠিন পরীক্ষা নিচ্ছে।

পাকিস্তানের জন‌্য এই ম‌্যাচটা বেশ মর্যাদার। তারা যা হারানোর এরই মধ‌্যে হারিয়েছে। শেষ ম‌্যাচটিও যদি হেরে যায় ষোলোকলা পূর্ণ হবে। নিজের ইউটিউব চ‌্যানেলে রমিজ রাজা তাদের কড়া সমালোচনা করেছেন, ‘‘ম্যাচ ও সিরিজ—দুটিই পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে। বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। তারা আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল। কীভাবে কঠিন উইকেটে আপনার ব্যাটিং-বোলিং করা উচিত (সেটা শিখিয়েছে)।’’

বাংলাদেশের পারফরম্যান্সের বেশ প্রশংসাও করেছেন ৬২ বছর বয়সী রমিজ, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। মাঠে ভরপুর দর্শক ছিল, আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। পাশাপাশি ওদের ব্যাটিং তৃপ্তিদায়ক ছিল। বিশেষ করে জাকের আলী দারুণ ব্যাটিং করেছে। সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স খুবই সন্তোষজনক ছিল। পাকিস্তানকে এখন হার থেকে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে।’’

টেস্ট ও ওয়ানডেতে ব‌্যর্থতার ভরাডুবি টি-টোয়েন্টি দল ভুলিয়ে দিয়েছে অনেকটাই। পাকিস্তানকে শেষ ম‌্যাচে হোয়াইটওয়াশ করতে পারলে আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই আরো বাড়বে। মিরপুরে সেই প্রত‌্যাশাতেই থাকবে পুরো বাংলাদেশ।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ য় ইটওয় শ

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সময়সূচি ঘোষণা
  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা