পাশাপাশি তিন শিশুর কবর, কাঁদাচ্ছে সবাইকে
Published: 26th, July 2025 GMT
ছোট্ট আরিয়ান, ওমাইর আর বাপ্পির কবর পাশাপাশি। পাশ দিয়ে যাওয়ার সময় এই তিন শিশুর এক নারী আত্মীয় আরেকজনের কাছে জানতে চাইলেন, মাঝেরটা কি বাপ্পির কবর?
আরিয়ানের দাদি রাবেয়া খাতুন লাঠিতে ভর দিয়ে এসে কবরগুলোর কাছে দাঁড়ালেন। চোখ মুছলেন। একা একাই বললেন, ‘আল্লাহ আমারে না নিয়া এই তিন অবুঝ শিশুরে কেন নিল? ওদের তো যাওয়ার বয়স হয় নাই।’
আরিয়ান, ওমাইর আর বাপ্পি নিকটাত্মীয়। একসঙ্গে হেসেখেলে বড় হচ্ছিল তারা। পড়ত মাইলস্টোন স্কুলে। গত সোমবার স্কুলটিতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর বিভিন্ন সময়ে হাসপাতালে মারা যায় তারা। গভীর রাত পর্যন্ত একজনের পর একজনের লাশ এলাকায় আসতে থাকে, আর হাহাকার বাড়তে থাকে।
বুধবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছেই তারারটেক মসজিদ এলাকায় বিকেলে গিয়ে দেখা যায়, পারিবারিক কবরস্থানে দাফন করা কবরগুলোর পাশেই এই তিন শিশুর বাসা। আত্মীয় নন—এমন মানুষও কবরগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় চোখের পানি ফেলছেন।
আরিয়ান, ওমাইর আর বাপ্পি নিকটাত্মীয়। একসঙ্গে হেসেখেলে বড় হচ্ছিল তারা। পড়ত মাইলস্টোন স্কুলে। গত সোমবার স্কুলটিতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর বিভিন্ন সময়ে হাসপাতালে মারা যায় তারা। গভীর রাত পর্যন্ত একজনের পর একজনের লাশ এলাকায় আসতে থাকে, আর হাহাকার বাড়তে থাকে।‘আম্মু, আমার নাকটা কি আছে’বোরহান উদ্দিন বাপ্পি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘একজন শিল্পীকে ভীষণভাবে অসম্মানিত করা হচ্ছে’
দুই দশক আগে ‘হাজার বছর ধরে’ দিয়ে বড় পর্দায় অভিষেক। সিনেমায় নিজের পছন্দসই চরিত্রে সুযোগ না পেয়ে পরে ছোট পর্দায় মনোনিবেশ করেন শারমিন জোহা শশী। নাটকে নিয়মিত অভিনয় করে দর্শকপ্রিয়তা ও প্রশংসা—দুটোই অর্জন করেন। অভিনয় অঙ্গনে গড়ে তোলেন নিজের অবস্থান। সেই অভিজ্ঞ ও পরীক্ষিত অভিনেত্রী কেন ফেসবুকে লিখলেন ‘একজন শিল্পীকে ভীষণভাবে অসম্মানিত করা হচ্ছে।’
যোগাযোগ করা হলে শশী অভিযোগ করেন, প্রায়ই এমন চরিত্রে তাঁকে কাস্ট করা হয়, যা তাঁর সঙ্গে মানানসই নয়। এ জন্য নাট্যাঙ্গনের সহকর্মীদের অনুরোধ জানিয়ে বলেন, ‘অনুগ্রহ করে আমাকে ভুল বা অনুপযুক্ত কাস্টিংয়ের জন্য ডাকবেন না। আমার নাম শুনে কিংবা ছবি দেখে কাস্টিং করার আগে আমার কাজ সম্পর্কে জানা উচিত।’
অভিনেত্রী আরও বলেন, ‘একজন শিল্পীর পরিচয় তার কাজ দিয়ে নির্ধারিত হয়। দুই দশকের বেশি সময় ধরে নাটক, শর্টফিল্ম, বিজ্ঞাপন ও ডাবিংয়ে গুরুত্বপূর্ণ চরিত্র করেছি। তাই আমাকে কাস্ট করার আগে আমার কাজের প্রতি সম্মান দেখানো উচিত। আমি নতুন করে নায়িকা হওয়ার চেষ্টা করছি না, অনুগ্রহ করে ভুল ধারণা করবেন না।’
শারমিন জোহা শশী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে