নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ভোটের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে থেকেছে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।

আমরা আপনাদের অধিকার আদায়ের সংগ্রামে জীবন বাজি রেখেছি, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে নির্বাচিত করবেন এবং বাংলাদেশ মানুষের যেসকল অধিকার আছে সেগুলো আদায় করে নিবেন। 

শনিবার (২৬ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, গত ১৫ বছর ভোট কেন্দ্রে যেতে পারের নাই, গত ১৫ বছর স্বাধীন ভাবে ভোট দিতে পারেন নাই, দিনের ভোট রাতে হয়ে গেছে, ভোট দেওয়ার সুযোগও পান নাই, চিন্তা করেন প্রধানমন্ত্রীর একটা চেয়ারের লোভে কত মানুষ কে হত্যা করলো, দুই হাজার মানুষকে হত্যা করলো জুলাই মাসে, দুই হাজার মানুষকে হত্যা করলো কেন শুধু ঐ চেয়ারটা ঠিক রাখার জন্য। 

একটা নির্বাচন দিতো, মানুষতো তাকে ভোট দিতেও পারতো, বিশ^াস নাই মানুষের উপর, বিশ^াস ছিলোনা, কারন তিনি জানতেন যে ভোট হলে আমাকে মানুষ ভোট দিবেনা। এই কারনে মানুষের ভোটের কোন চিন্তা করতো না, মানুষের ভোট দেওয়ার দরকার নাই, মানুষের ভোট ছাড়াই আমি প্রধানমন্ত্রী থাকবো।

কিন্তুু এরজন্য কি দেশ স্বাধীন হয়েছিলো, এরজন্য দেশ স্বাধীন হয় নাই। মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে, মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে, মানুষ তাদের কথা বলার অধিকার প্রয়োগ করবে, মানুষ তাদের স্বাধীনমত প্রকাশের অধিকার প্রয়োগ করবে, এটার নাম গণতন্ত্র। গণতন্ত্র যদি ফিরে পেতে চান, গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের পরিচালানায় ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ ও দেলোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ বারী ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সামছুদ্দিন শেখ, গাজী মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক সদস্য আলাল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, থানা বিএনপির সাবেক সদস্য হারুন অর রশিদ, নজরুল ইসলাম মিন্না, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন ও ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমূখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ গণতন ত র স দ ধ রগঞ জ ব এনপ র স গণতন ত র সদস য

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ‘বেলী ফুড’ নামে একটি কারখানার কার্যক্রম অবৈধভাবে পরিচালনার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার বুধবার (১৭ সেপ্টেম্বর) এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানকালে ‘বেলী ফুড’ নামের প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্র দেখাতে ব্যর্থ হয়। পরিবেশ দূষণ রোধে এবং আইন মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পরিবেশ সুরক্ষায় এবং আইন মেনে চলতে সকল প্রতিষ্ঠানকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরিবেশ আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • আমেরিকানদের হাতে সময় আছে মাত্র ৪০০ দিন
  • হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেন
  • বাংলাদেশ পরিবর্তনের মধ্যে রয়েছে: আইরিন খান
  • কেমন সংবিধান চান, জানালেন এনসিপি নেতা আখতার হোসেন
  • বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ইইউ