নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ভোটের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে থেকেছে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।

আমরা আপনাদের অধিকার আদায়ের সংগ্রামে জীবন বাজি রেখেছি, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে নির্বাচিত করবেন এবং বাংলাদেশ মানুষের যেসকল অধিকার আছে সেগুলো আদায় করে নিবেন। 

শনিবার (২৬ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, গত ১৫ বছর ভোট কেন্দ্রে যেতে পারের নাই, গত ১৫ বছর স্বাধীন ভাবে ভোট দিতে পারেন নাই, দিনের ভোট রাতে হয়ে গেছে, ভোট দেওয়ার সুযোগও পান নাই, চিন্তা করেন প্রধানমন্ত্রীর একটা চেয়ারের লোভে কত মানুষ কে হত্যা করলো, দুই হাজার মানুষকে হত্যা করলো জুলাই মাসে, দুই হাজার মানুষকে হত্যা করলো কেন শুধু ঐ চেয়ারটা ঠিক রাখার জন্য। 

একটা নির্বাচন দিতো, মানুষতো তাকে ভোট দিতেও পারতো, বিশ^াস নাই মানুষের উপর, বিশ^াস ছিলোনা, কারন তিনি জানতেন যে ভোট হলে আমাকে মানুষ ভোট দিবেনা। এই কারনে মানুষের ভোটের কোন চিন্তা করতো না, মানুষের ভোট দেওয়ার দরকার নাই, মানুষের ভোট ছাড়াই আমি প্রধানমন্ত্রী থাকবো।

কিন্তুু এরজন্য কি দেশ স্বাধীন হয়েছিলো, এরজন্য দেশ স্বাধীন হয় নাই। মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে, মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে, মানুষ তাদের কথা বলার অধিকার প্রয়োগ করবে, মানুষ তাদের স্বাধীনমত প্রকাশের অধিকার প্রয়োগ করবে, এটার নাম গণতন্ত্র। গণতন্ত্র যদি ফিরে পেতে চান, গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের পরিচালানায় ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ ও দেলোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ বারী ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সামছুদ্দিন শেখ, গাজী মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক সদস্য আলাল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, থানা বিএনপির সাবেক সদস্য হারুন অর রশিদ, নজরুল ইসলাম মিন্না, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন ও ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমূখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ গণতন ত র স দ ধ রগঞ জ ব এনপ র স গণতন ত র সদস য

এছাড়াও পড়ুন:

মুছাপুর ইউনিয়ন বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর উপজেলা বিএনপির আওতাধীন মুছাপুর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল চারটায় মুছাপুর ইউনিয়নের হরিবাড়ি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে এবংনারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, সদস্য হুমায়ূন কবির। 
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, বিএনপি নেতা অনিক আহম্মেদ, মোশারফ হোসেন, খোরশেদ আলম, মাকসুদ হোসেন, নুর আলম, বিল্লাল হোসেন, পানা উল্লাহ, নিজাম হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানস, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে
  • আওয়ামী লীগকে লাথি মারবেন, না ঘরে আনবেন : টিপু  
  • বিদ্যানিকেতন হাই স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 
  • বিতর্কমুক্ত তত্ত্বাবধায়ক সরকারব‍্যবস্থা না হলে গণতন্ত্র আবার হুমকিতে পড়বে: এবি পার্টি
  • যাদের টাকা নিয়েছেন, তাদের ফেরত দেন : মাকসুদ চেয়ারম্যানকে সাখাওয়াত
  • প্রকাশিত সংবাদ নিয়ে যুবদল নেতা স্বপনের ভিন্নমত
  • মুছাপুর ইউনিয়ন বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 
  • মানুষ ঠিকমতো ইভিএম বোঝে না, পিআর বুঝবে কী করে: মির্জা ফখরুল
  • স্থানীয় শাসনব্যবস্থায় নাগরিকেরা কোথায়
  • রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না, এটা হতে পারে না: আমীর খসরু