বিপৎসীমার ওপরে পটুয়াখালীর নদ-নদীর পানি, ৬ গ্রাম প্লাবিত
Published: 28th, July 2025 GMT
অমাবস্যার কারণে সৃষ্ট জোয়ারের প্রভাবে পটুয়াখালীর সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত চারদিন ধরে প্রতিনিয়ত দুই দফা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বেড়িবাঁধের বাইরের সব নিম্নাঞ্চল।
এ জেলায় নতুন করে বেড়িবাঁধ ভেঙে সদর উপজেলার ইদ্রাকপুর, কাঁকড়াবুনিয়া এবং দমুকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া, উত্তর মুরাদিয়া, সন্তোষদি ও চরগরদি গ্রাম প্লাবিত হয়েছে।
এর আগে, ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে রাঙ্গাবালী উপজেলার অন্তত ১০টি ও বাউফল উপজেলার অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়।
আরো পড়ুন:
সেন্টমার্টিনে তিনদিন ধরে নৌযান চলাচল বন্ধ, খাদ্য সংকট
নিম্নচাপের প্রভাবে ভোলায় ৩০ গ্রাম প্লাবিত
স্থানীয়রা জানান, পানি প্রবেশ করেছে অনেকের বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। অনেক পাকা ও আধা পাক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর।
এদিকে, উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ের আঘাতে সৈকতের ঝাউ বাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেড়িবাঁধ থেকে সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে। জাতীয় উদ্যান সংলগ্ন হোসেনপাড়া এলাকার সড়কের প্রায় ৩০ মিটার ভেঙে ওই গ্রামে পানি প্রবেশ করেছে।
ডিসি পার্ক সংলগ্ন সৈকত সড়কে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানের অব্যাহত বালুক্ষয়ে মাটির স্তর বেড়িয়ে এসেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্সসহ অসংখ্য স্থাপনা।
বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের কৃষক সোহেল মিয়া বলেন, “তেঁতুলিয়া নদীর পানি প্রবেশ করে আমনের বীজতলা তলিয়ে গেছে। আমাদের বাড়ি ঘরেও পানি প্রবেশ করেছে। অনেক দুরাবস্থার মধ্যে আছি।”
সদর উপজেলার ইদ্রাকপুর গ্রামের হোসেন মিয়া বলেন, “বেড়িবাঁধ নতুন করে ভেঙেছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে অনেক স্থানে বেড়িবাঁধ উপচে আমাদের গ্রামে পানি প্রবেশ করেছে। প্রতিনিয়ত দুই দফা পানিতে প্লাবিত হচ্ছে এলাকা। এমনকি ঘরের মধ্যেও পানি প্রবেশ করেছে।”
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তরিকুর রহমান বলেন, “দুই দিন আগে কুয়াকাটা সৈকত সড়ক এলাকায় ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। ভাঙন রোধে স্থায়ী প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.
ঢাকা/ইমরান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নদ ব পৎস ম র নদ র প ন উপজ ল র
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।