জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে বিজয় মিছিল, দোয়া মাহফিল
Published: 6th, August 2025 GMT
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে চরফ্যাশনে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা ও আনন্দমিছিল হয়েছে। এ ছাড়া জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়।
ছিদ্দিক উল্লাহ মিয়ার অনুসারী বিএনপি নেতা–কর্মীরা জানান, জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জুলাই শহীদদের স্মরণে দুলারহাট কেন্দ্রীয় জামে মসজিদ, নুরাবাদ হাফিজিয়া মাদ্রাসায় এবং আহম্মদপুর ইউনিয়নসহ বিভিন্ন অঞ্চলের মসজিদে কোরআন খতম ও দোয়ার ব্যবস্থা করা হয়। এরপর নুরাবাদ ইউনিয়নে শহীদ ওমর ফারুক ও আহম্মদপুর ইউনিয়নের শহীদ হাবীবুর রহমানের কবর জিয়ারত শেষে ফুল দিয়ে সম্মান জানানো হয়।
পরে বিকেলে চরফ্যাশন পৌরসভা, আহম্মদপুর, চৌমুহনী বাজার, হাজিরহাট, কলমি, নীলকমল, ঘোষের হাট বাংলাবাজার, আব্দুল্লাহপুর আঞ্জুরহাট বাজারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে নেতা–কর্মীরা মিছিল নিয়ে দুলারহাট বাজারে অবস্থিত কার্যালয়ের সামনে আসেন। সেখান থেকে সন্ধ্যায় বিজয় মিছিল ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ছিদ্দিক উল্লাহ মিয়া দুঃসময়ে বিএনপি নেতা–কর্মীদের পাশে ছিলেন। আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ছিদ্দিক উল্লাহ মিয়াকে বিএনপির অভিভাবক হিসেবে প্রত্যাশা করেন চরফ্যাশন ও মনপুরার মানুষ। ছিদ্দিক উল্লাহর নেতৃত্ব পেলে চরফ্যাশন ও মনপুরা দুর্নীতিমুক্ত থাকবে বলে মনে করেন তৃণমূলের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ দ দ ক উল ল হ ম য় ব এনপ
এছাড়াও পড়ুন:
দুবলারচরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের রাসপূজা ও পুণ্যস্নান শুরু হচ্ছে। এ উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট জেলার চাঁদপাই রেঞ্জ ও ঢাংমারী স্টেশন থেকে বন বিভাগের স্কট টিমের সঙ্গে পুণ্যার্থীদের যাত্রা শুরু হয়েছে। আজ সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।
বন বিভাগ জানিয়েছে, এ বছর শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং কোনো ধরনের মেলা আয়োজন করা হবে না। রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
আরো পড়ুন:
পালকি চড়ে পূজা এলেন, বরণ করলেন চঞ্চল-নিশো
১১০০ কোটি টাকা বাজেট: আইটেম কন্যা পূজার পারিশ্রমিক কত?
সুন্দরবনের পরিবেশ, বন্যপ্রাণী এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, পুলিশ, কোস্ট গার্ড ও বিজিবির যৌথ টহল দল বনে মোতায়েন রয়েছে। বিশেষ করে হরিণ শিকার ও অবৈধ প্রবেশ রোধে বনবিভাগ এবার কঠোর অবস্থানে রয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, “আজ সকাল ৮টায় চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে পুণ্যার্থীরা স্কট সহযোগে দুবলারচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এই প্রথমবার স্কট সহযোগে যাত্রা শুরু হলো। এর মূল উদ্দেশ্য হলো- পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কেউ যেন বনে ঢুকে হরিণ শিকারের সুযোগ না পায়।”
বন বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, তীর্থযাত্রীদের শুধুমাত্র দিনের বেলাতেই নৌযান চলাচল করতে হবে এবং নির্ধারিত চেকপোস্ট ছাড়া কোথাও নোঙর করা যাবে না। প্রতিটি নৌযানে লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক। তীর্থযাত্রীদের জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে আগাম অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে নির্ধারিত রুট ও সিলমোহর থাকতে হবে এবং প্রতিটি নৌযানকে আলোরকোল কন্ট্রোল রুমে রিপোর্ট করতে হবে।
প্রতিবছর রাসপূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো তীর্থযাত্রী দুবলারচরে সমবেত হন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে এবছরও বন বিভাগ কঠোর নজরদারি চালাচ্ছে।
ঢাকা/শহিদুল/মাসুদ