দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন খাতের উন্নয়নের লক্ষ্যে গঠিত ১১টি সংস্কার কমিশনের মধ্যে প্রতিটি তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে। এসব প্রতিবেদনে উঠে আসা ১২১টি বাস্তবায়নযোগ্য সুপারিশের মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে, আর ৮৫টি সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “১১টি সংস্কার কমিশনের রিপোর্ট থেকে আইন উপদেষ্টা আশু বাস্তবায়নযোগ্য হিসেবে ১২১টি সুপারিশ চিহ্নিত করেছেন। এর মধ্যে ১৬টি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। ৮৫টি বাস্তবায়নের কাজ চলছে। ১০টি সুপারিশ আংশিক বাস্তবায়িত হয়েছে এবং বাকি ১০টি সুপারিশ বাস্তবায়নযোগ্য কি না তা এখনো বিবেচনাধীন রয়েছে।”

আরো পড়ুন:

সচিবালয়ে প্রধান উপদেষ্টা, নজিরবিহীন নিরাপত্তা

শহীদ ও আহতদের স্মরণে সচিবালয়ে দোয়া

এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়, যা দুপুরের দিকে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদে সচিবালয়ে এটি উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক।

বৈঠক উপলক্ষে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ের ১ নম্বর গেট ছাড়া সব গেট বন্ধ রাখা হয় এবং সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একাধিক সংস্কার কমিশন গঠন করে। দুর্নীতি দমন, জনপ্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকারসহ নানা বিষয়ে এসব কমিশন কাজ করে সুপারিশ প্রণয়ন করেছে।

ঢাকা/এএএম/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট সরক র

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে মো. তাকরিম (৩) ও মো. আদনান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. তাকরিম (৩)  সরাইল উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে ও একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)।

আরো পড়ুন:

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসার শিক্ষার্থীসহ আহত ৮

আদনান কিছু দিন আগে উত্তর কুট্টপাড়া এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে তার মামাত ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পুকুরের পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্বজনরা শিশুদের বাড়ির পাশে না দেখে খোঁজাখুঁজি করে কোথাও তাদের সন্ধান পায়নি।

দুপুরে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে দুই শিশুটিকে ভাসতে দেখেন। পরে তাদের পুকুর থেকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ঢাকা/পলাশ/বকুল

সম্পর্কিত নিবন্ধ