দুবার বিশ্বভ্রমণ করা এই তরুণের প্রিয় দেশের নাম জানলে অবাক হবেন
Published: 9th, August 2025 GMT
গড়পড়তা মানুষ সারা জীবনে কয়টা দেশই আর ভ্রমণ করতে পারেন। যাঁরা ভ্রমণের মধ্যেই জীবনের অর্থ খুঁজে পান, এমন ব্যক্তিরা হয়তো স্বপ্ন দেখেন বিশ্বের সব দেশে পা রাখার। কারও স্বপ্ন পূরণ হয়, কারও হয় না। তবে আলভারো রোহাসের মতো মানুষ পৃথিবীতেই বিরল। এই স্প্যানিশ মাত্র ৩৬ বছর বয়সে জাতিসংঘ স্বীকৃত সব দেশ ভ্রমণ করে ফেলেছেন, সেটাও একবার নয়, দুবার! ভূপর্যটকদের বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘নোম্যাড ম্যানিয়া’ বলছে, আলভারোসহ বিশ্বের মাত্র চারজন ব্যক্তির ১৯৩ দেশ দুবার সফরের কৃতিত্ব আছে। আলভারো তাঁদের মধ্যে সর্বকনিষ্ঠ।
২০১৯ সালের ৬ ডিসেম্বর কেপ ভার্দে ভ্রমণের মাধ্যমে প্রথমবার বিশ্বের সব দেশ ঘোরার মিশন সম্পন্ন করেন আলভারো রোহাস। ছয় বছরের ব্যবধানে গত ১৯ জুন মাল্টা ভ্রমণের মাধ্যমে একই কীর্তি গড়লেন দ্বিতীয়বারের মতো। লক্ষ্যে পৌঁছে আলভারো সেদিন ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে দীর্ঘ ক্যাপশনে নিজের অনুভূতি লিখেছেন। বলেছেন, ‘গত পাঁচ বছরে আমি যেন বহু জীবন দেখে ফেলেছি। আর একদম খোলাখুলি বললে, প্রথমবার যখন সব দেশ ঘুরছিলাম, সেটা আদতে নিজের জন্য ছিল না। ছিল অন্যদের জন্য। আমি তখন ছুটছিলাম অহংয়ের পেছনে, স্বীকৃতির পেছনে। কিছু প্রমাণ করার তাগিদে। কিন্তু এবার? একান্তই নিজের জন্য।’
প্রিয় দেশ আফগানিস্তানে আলভারো রোহাস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টাইমস স্কয়ারে ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান
নিউইয়র্কের টাইমস স্কয়ার সাজছে শারদীয় দুর্গাপূজার বর্ণিল আয়োজনে। সেই মঞ্চে এবার একসঙ্গে নাচবেন দুই বাংলার দুই তারকা— ঢালিউডের জায়েদ খান ও টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্তা।
আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত বেঙ্গলি ক্লাব ইউএসএ আয়োজিত পূজা উৎসবের শেষ দিনটিতে থাকবে বিশেষ চমক। সেখানে দুই বাংলার জনপ্রিয় গানগুলোর সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করবেন জায়েদ-ঋতুপর্ণা জুটি।
জায়েদ খান রাইজিংবিডিকে জানান, “প্রথমবার কোনও পূজা উৎসবে পারফর্ম করতে যাচ্ছি। তাও আবার টাইমস স্কয়ারের মতো বিশ্বখ্যাত ভেন্যুতে। পাশাপাশি ঋতুপর্ণার সঙ্গে প্রথমবার একই মঞ্চে উঠতে যাচ্ছি— এটাও আমার জন্য বিশেষ আনন্দের।”
গত প্রায় এক বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। শুধু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া নয়, স্থানীয় ঠিকানা টেলিভিশনে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে একটি সেলিব্রিটি শো সঞ্চালনা করে ইতোমধ্যেই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
ঢাকা/রাহাত