নোয়াখালীতে মেঝেতে পড়ে ছিল বৃদ্ধের রক্তাক্ত লাশ
Published: 9th, August 2025 GMT
নিখোঁজের দুদিন পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আবদুর রহিম ভান্ডারী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতিসংলগ্ন একটি ব্যক্তিগত কার্যালয় থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত আবদুর রহিম ভান্ডারী উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মহুরী বাড়ির বাসিন্দা। তিনি পেশায় পল্লী বিদ্যুতের ঠিকাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রহিম ভান্ডারী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। আজ বেলা তিনটার দিকে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহিমের কার্যালয়ের পাশের এক দোকানি ভারী কিছু পড়ার আওয়াজ শুনতে পান। ওই দোকানি কার্যালয়ের সাঁটার খুলে দেখেন, গলায় গামছা প্যাঁচানো রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন রহিম ভান্ডারী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেগমগঞ্জ থানার পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ওসি লিটন দেওয়ান জানান, তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দিয়েছেন। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তা ছাড়া লাশ উদ্ধার করে আগামীকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: রহ ম ভ ন ড র
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে প্রশিক্ষণের গাড়ি পুকুরে পড়ে তরুণের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি প্রশিক্ষণের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম রাজীব হোসেন (২০)। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী-মাইজদী মহাসড়কের কাজী নগর সরদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত রাজীব হোসেন উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের বাদশা মিয়া বাড়ির আবদুর রাজ্জাকের ছেলে। পরিবারের লোকজন তাঁর লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজীনগর গ্রামের মো. ইব্রাহীম প্রশিক্ষণের জন্য একটি প্রাইভেট কার কিনে এলাকায় ড্রাইভিং শেখান। রাজীব ওই গাড়ির সহকারী হিসেবে কাজ করতেন। আজ সকালে তিনি গাড়িটি পরিষ্কার করে নিজেই চালিয়ে সড়কে বের হন। একপর্যায়ে চৌমুহনী-মাইজদী মহাসড়কের কাজীনগর গ্রামের সরদার বাড়ির সামনে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়ির ভেতর থেকে রাজীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন। প্রথম আলোকে তিনি বলেন, রাজীব নিজেই অন্য একজনের গাড়ি চালিয়ে রাস্তায় বের হন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে পুকুরে পড়ে গেলে রাজীব ভেতরে আটকা পড়েন। পরে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।