উডের কর্মশালায় সালাউদ্দিন-হান্নানরা
Published: 12th, August 2025 GMT
তিন মাসের জন্য বাংলাদেশের ক্রিকেটের যোগ দিয়েছেন বিশ্বের প্রথম পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ইংলিশ পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উড বাংলাদেশ ক্রিকেটের কাছে অপরিচিত নন। এর আগে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সানরাইজার্সের কোচের দায়িত্ব পালন করেছেন। তবে এবারই প্রথম তিনি জাতীয় দলের সাথে কাজ করতে যাচ্ছেন।
এরই মধ্যে বাংলাদেশে এসে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। তবে ক্রিকেটারদের এখন স্কিল ট্রেনিং নেই। আগামী সপ্তাহ থেকে শুরু হবে ব্যাট-বলের অনুশীলন। উড মাঠে নামবেন তখনই।
তবে আগেভাগে তার ঢাকায় এসে কারণ ভিন্ন। মঙ্গলবার জাতীয় দল ও স্থানীয় কোচদের নিয়ে কর্মশালা আয়োজন করেছিল বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগ। যেখানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় কোচদের ভেতরে ওয়াহিদুল গনি, সোহেল ইসলাম, হান্নান সরকার, তারেক আজিজ, তালহা জুবায়ের, নাফিস ইকবালসহ আরো অনেকে এই কর্মশালায় যোগ দেন।
আরো পড়ুন:
ঘাটতির জায়গা স্পষ্ট দেখালেন ক্যালি
ক্রিকেটের উন্নতির দিকেই নয়, ভালো ক্রীড়াবিদ হওয়ার লড়াইয়ে বাংলাদেশ
শুধু পাওয়ার হিটিং নয়, আধিনুক ক্রিকেটে এগিয়ে যাওয়া এবং ব্যাটসম্যানদের অবারিত শট খেলা, রান পাওয়ার প্রবণতা এবং এর পেছনের কারণগুলো নিয়ে গভীর আলোচনা হয়েছে। ঘন্টাখানেকের লম্বা এই কর্মশালায় ইনপুট দিয়েছেন স্থানীয় কোচরাও।
ক্রিকেটে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত যেভাবে এগিয়েছে সেভাবে বাকি দলগুলো উন্নতি হয়নি। সামর্থ্য থাকা সত্ত্বেও পিছিয়ে গেছে দলগুলো। খেলার গতি প্রকৃতি, পরিস্থিতি, স্ট্রাইক নিয়ে কাজ করা সব কিছু মিলিয়ে বিশাল গ্যাপ দেখা যাচ্ছে। সেসব নিয়েই মূলত আলোচনা হয়েছে কর্মশালায়। ক্রিকেটের সঙ্গে বেসবলের হিটিং মেথড মিলিয়েছেন উড। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা পিএসএল, বিগ ব্যাশ, আইপিএল এবং বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএলে প্রথমে সিলেট সানরাইজার্সের এবং পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হয়েছেন। তার সঙ্গে নিবিড়ভাবে কাজের ফল পেয়েছেন স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন, পৃথ্বী শ’র মতো পাওয়ার হিটাররা।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চুমু খেয়ে প্রেম-বাগদানের গুঞ্জন উসকে দিলেন হুমা-রচিত
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
এরপর বাগদান নিয়ে জোর চর্চা শুরু হয়; তবে মুখে কুলুপ আঁটেন হুমা-রচিত। এর কিছুদিন পর বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে, পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে হুমা কুরেশি বলেন, “আমি কেন এই গুঞ্জন নিয়ে কথা বলব?” কেবল তাই নয়, এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
কঙ্কনার সঙ্গে বিচ্ছেদ ও সম্পর্ক নিয়ে মুখ খুললেন রণবীর
কৃত্রিম ব্রেস্ট অপসারণ: শার্লিন বললেন, প্রজাপতির মতো লাগছে
এর কিছুদিন পর একাধিক অনুষ্ঠানে হাতে হাত রেখে উপস্থিত হতে দেখা যায় হুমা কুরেশি ও রচিতকে। এবার পাবলিক প্লেসে হুমা কুরেশিকে চুমু খেয়ে প্রেম-বাগদানের গুঞ্জন উসকে দিলেন এই জুটি। এ মুহূর্তের ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল।
এ ভিডিওতে দেখা যায়, অনেক মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছেন হুমা কুরেশি ও রচিত। হুমার পরনে ডেনিমের পোশাক। রচিতের সঙ্গে কথা বলছেন, হাসছেন হুমা। একপর্যায়ে হুমাকে জড়িয়ে ধরেন এবং চুম্বন করেন রচিত। তাদের উচ্ছ্বাস ও আনন্দঘন মুহূর্ত দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। কেবল তাই নয়, দুইয়ে দুইয়ে চার মেলাতেও ভুল করছেন না তারা।
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের এমএমআরডিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘মাইগ্ল্যাম ফেস্ট-২০২৫’। এতে পারফর্ম করেন সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া। এই কনসার্টে যোগ দেন হুমা কুরেশি ও রচিত। সেখানে এ জুটিকে প্রেমে ডুবে থাকতে দেখা যায়। তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন—ফাতিমা সানা শেখ, মনোয়ার, সানিয়া মালহোত্রা প্রমুখ।
এর আগে বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাগদানের গুঞ্জন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হুমা কুরেশি। এ অভিনেত্রী বলেছিলেন, “এ বিষয়ে আমি কী বলতে পারি? মানুষের হাতে অনেক সময়। এটা নিশ্চিত, সঠিক সময় এলে আমি নিজের মুখেই ঘোষণা করব। কিন্তু আমি বলার আগেই মানুষ নিজেরাই ধরে নেয় এবং ঘোষণা করে ফেলে। যখন সেটা সত্যিই ঘটবে, তখন সবাই জেনে যাবে। আমি কেন গুঞ্জনের সমাপ্তি টানব? আমি তো এটা ছড়াইনি…। কেউ এটা পরিকল্পনা অনুযায়ী করেছে। আমার বিয়ে হলে সবাই জানবে।”
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। ‘রচিত সিং ওয়ার্কশপ’ নামে তার নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, আনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত