চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন
Published: 13th, August 2025 GMT
চট্টগ্রামের বাকলিয়ায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন নগরের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে ‘সর্বস্তরের চিকিৎসকবৃন্দ’ ও ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম, চট্টগ্রাম’–এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা হামলাকারীদের শাস্তি দাবি করেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মারধর করার অভিযোগ ওঠে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইকবাল হোসেন নামের ওই চিকিৎসকের সাহায্য চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও ধারণের সময় তাঁর মুখে রক্ত দেখা যায়।
৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে চিকিৎসককে বলতে শোনা যায়, ‘আমি ডাক্তার ইকবাল। বাকলিয়ায় পুরাতন চারতলায় আছি। আমাকে.
পুলিশ সূত্র জানায়, ভিডিওতে থাকা ওই ব্যক্তি চট্টগ্রাম নগরের ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ইকবাল হোসেন (৩৮)। ঘটনাটি ঘটেছে নগরের বাকলিয়া এলাকার পুরাতন চারতলা এলাকায়। ওই চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের সভাপতি এ টি এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক এরফান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাসের প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলেও ইকবাল হোসেন নির্যাতিত হয়েছেন। তাঁকে কারাগারে নিয়ে অত্যাচার করা হয়েছে। ফ্যাসিস্টের দোসররা এখনো এ দেশে থেকে গেছে। তারা অন্য একটি দলের নাম দিয়ে এখনো চাঁদাবাজি ও ফ্যাসিবাদী আচরণ চালিয়ে যাচ্ছে। নতুন মোড়কে এখনো চাঁদাবাজি চলছে।
আরও পড়ুনসন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও১৫ ঘণ্টা আগেবিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, একজন চিকিৎসকের বাসায় গিয়ে চাঁদাবাজেরা হামলা চালিয়েছে। সেখানে পুলিশ প্রশাসন ও সিডিএর পরিদর্শক উপস্থিত ছিলেন। তাঁদের সামনে একজন চিকিৎসকের ওপর হামলা হয়েছে। এটি চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। দোষী ব্যক্তিদের আইনের আওতায় না আনলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ক ৎসক র ব কল য় ইকব ল
এছাড়াও পড়ুন:
তুহিন হত্যার প্রতিবাদে নাঃগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটের মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেল ৪ টায় শহরের চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃশহীদুল্লাহ রাসেলের সভাপতিত্বে ও জেলা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ইমদাদুল হক মিলন,নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাব সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম আরজু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মাসুম।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, শুধু গাজীপুরের তুহিনই হত্যা হয়নি। এদেশে একের পর এক সাংবাদিক হত্যা হয়েছে। সাংবাদিকরা যখনই সত্য প্রকাশ করেছে তখনই তাদের টুটি চেপে ধরা হয়েছে।
করা হয়েছে একের পর এক গুম, খুন সহ হামলা মামলা দিয়ে হয়রানি। দেশের সবচেয়ে আলোচিত সাংবাদিক হত্যা সাগর- রুনি দম্পতি হত্যাকান্ড। তথ্যমন্ত্রী বলেছিলো তাদের হত্যার দ্রুত বিচার করা হবে।
কিন্তু আজ পর্যন্ত কোন বিচার পায়নি এই পরিবারটি। এখনো বলা হচ্ছে সাংবাদিক তুহিনের হত্যার বিচার করা হবে।আদৌ সাংবাদিক তুহিন হত্যার কতটা সুষ্ঠু বিচার করা হবে? নারায়ণগঞ্জের এক সাবেক এমপি আছে যে সত্য প্রকাশ করলে লোক দিয়ে মামলা করে করেন হয়রানি।
তাতে কি হয়েছে সাংবাদিকদের হয়রানি করতে গিয়ে আপনার জেলা এমনকি ছেলের পদ চলে গেছে। সাংবাদিকদের যতই সত্য প্রকাশে দমিয়ে রাখার চেষ্টা করেন না কেন পারবেন না।
সাংবাদিকরা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না সেই ব্যর্থ সরকারের তথ্য উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ চাই।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করবো সাংবাদিকদের নিরাপত্তার জন্য নিরাপত্তা আইন পাশ করা হোক। আপনেরা সাংবাদিকদের নিরাপত্তা দিতে না পারলে সাংবাদিকরা যদি একদিন জন্য কর্মবিরতি দেয় তাহলে এদেশে ধর্ষণ,গুম, খুন, চাঁদাবাজি বেড়ে যাবে।
এতে দেশে অপরাধীদের সন্ত্রাসী কর্মকান্ড কমে না বরং অপরাধ বেড়ে যাবে। তাই অতিবিলম্বে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করবো আপনেরা সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করেন।আজকে সাংবাদিকরা আছে বলেই অপরাধীরা অপরাধ করতে ভয় পাচ্ছে।
এ সময়ে আরও মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের সভাপতি জুয়েল, সোনারগাঁ প্রেস ক্লাবের সদস্য নজরুল ইসলাম সবুজ, এটিএন (এমসিএল) নারায়ণগঞ্জ, প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজ, অপরাধ দমনের স্টাফ রিপোর্টার শাহীন আলম,
তালাশ ডটকমের সম্পাদক জুয়েল আলী, দূর্নীতি চিত্র শাহীম আহমেদ, ইদ্রিস আলী দেওয়ান, নিউজ প্রতিদিন ডটনেট.কম আবুল কালাম, নারায়ণগঞ্জ মেইলের বার্তা সম্পাদক রাশেদুল ইসলাম, সান নারায়ণগঞ্জের সম্পাদক এড. রোকন, বিপি নিউজের মঞ্জুর মুরশেদ বকুল, সিএনএন বাংলা নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি মোঃকাওছার সহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।