চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন
Published: 13th, August 2025 GMT
চট্টগ্রামের বাকলিয়ায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন নগরের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে ‘সর্বস্তরের চিকিৎসকবৃন্দ’ ও ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম, চট্টগ্রাম’–এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা হামলাকারীদের শাস্তি দাবি করেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মারধর করার অভিযোগ ওঠে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইকবাল হোসেন নামের ওই চিকিৎসকের সাহায্য চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও ধারণের সময় তাঁর মুখে রক্ত দেখা যায়।
৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে চিকিৎসককে বলতে শোনা যায়, ‘আমি ডাক্তার ইকবাল। বাকলিয়ায় পুরাতন চারতলায় আছি। আমাকে.
পুলিশ সূত্র জানায়, ভিডিওতে থাকা ওই ব্যক্তি চট্টগ্রাম নগরের ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ইকবাল হোসেন (৩৮)। ঘটনাটি ঘটেছে নগরের বাকলিয়া এলাকার পুরাতন চারতলা এলাকায়। ওই চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের সভাপতি এ টি এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক এরফান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাসের প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলেও ইকবাল হোসেন নির্যাতিত হয়েছেন। তাঁকে কারাগারে নিয়ে অত্যাচার করা হয়েছে। ফ্যাসিস্টের দোসররা এখনো এ দেশে থেকে গেছে। তারা অন্য একটি দলের নাম দিয়ে এখনো চাঁদাবাজি ও ফ্যাসিবাদী আচরণ চালিয়ে যাচ্ছে। নতুন মোড়কে এখনো চাঁদাবাজি চলছে।
আরও পড়ুনসন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও১৫ ঘণ্টা আগেবিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, একজন চিকিৎসকের বাসায় গিয়ে চাঁদাবাজেরা হামলা চালিয়েছে। সেখানে পুলিশ প্রশাসন ও সিডিএর পরিদর্শক উপস্থিত ছিলেন। তাঁদের সামনে একজন চিকিৎসকের ওপর হামলা হয়েছে। এটি চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। দোষী ব্যক্তিদের আইনের আওতায় না আনলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ক ৎসক র ব কল য় ইকব ল
এছাড়াও পড়ুন:
মানববন্ধনে অংশগ্রহকারীরা স্বেচ্ছাসেবক দলের নয়, গিয়াসের লোক : রিপন
বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ডাচ্ বাংলা ব্যাংকের সামনে মানববন্ধন করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুসারীরা।
মানববন্ধনে একাধিক ব্যাানার নিয়ে বিভিন্ন অংঙ্গ সংগঠনের পরিচয়ে নেতাকর্মীরা অংশগ্রহন করেন তবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেনি সেচ্ছাসেবকদল, ওই কর্মসূচিতে ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা লোকজন সেচ্ছাসেবক দলের কেউ না বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেবের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীরা।
আজকে যারা থানা স্বেচ্ছাসেবক দলের নামে ব্যানার করে মানববন্ধন করেছেন তাদের সাথে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কোন সম্পর্ক নেই। উক্ত মানববন্ধনে আমাদের থানা স্বেচ্ছাসেবক দলের কোন নেতা কর্মী উপস্থিত ছিলনা। তারা সাবেক এমপি গিয়াসউদ্দিনের লোক, স্বেচ্ছাসেবকদলের কেউ না।
আরো পড়ুন
সিদ্ধিরগঞ্জে মান্নানের মনোনয়ন বাতিলের কর্মসূচিতে জাসাসের অংশগ্রহণ
ফতুল্লায় নাশকতার চেষ্টায় সক্রিয় হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা
বন্দরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
বন্দরে আওয়ামীলীগ নেতা কবির হোসেন গ্রেপ্তার
বন্দরে সড়ক দূর্ঘটনায় অটো চালক নিহত
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জিয়াউল গ্রেপ্তার
বন্দরে বখাটেদের হাতুড়ি পেটায় একই পরিবারের ৩জনসহ আহত ৪
বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে তালাকপ্রাপ্তা নারীকে ধর্ষণ
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম