কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আরফিন (২৩) ও তার মা তাহমিনা বেগমের (৪৫) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুমিল্লার পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তবে জয়ের ব্যাপারে আশাবাদী: উমামা ফাতেমা

পরিস্থিতি খুবই ভালো: হামিম

আরো পড়ুন: কুবি শিক্ষার্থী ও তার মাকে পাশাপাশি দাফন

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার পুলিশ সুপার আশ্বস্ত করেছিলেন ১২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সেই সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তারা কোনো তথ্য পাননি। 

তারা জানান, যদি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মা নিজ বাসায় নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো পড়ুন: কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, “ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত চলছে, খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।”

গত রবিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার ‘নেলী কটেজ’ ভবনের দ্বিতীয় তলা থেকে সুমাইয়া আরফিন ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার হয়। নিহত সুমাইয়া কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের মেয়ে। 

ঢাকা/রুবেল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ