মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে হুমকি দিয়ে বলেছেন, দেশটি যদি অবিলম্বে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ‘বন্দি’ ও ‘মানসিক প্রতিষ্ঠান থেকে আসা লোকদের’ ফিরিয়ে না নেয়, তাহলে ভেনিজুয়েলাকে ভয়াবহ ‘পরিণতি ভোগ’ করতে হবে। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার (২০ সেপ্টেম্বর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “আমি চাই ভেনেজুয়েলা অবিলম্বে সব বন্দী ও মানসিক প্রতিষ্ঠান থেকে আসা লোকদের গ্রহণ করুক।” 

আরো পড়ুন:

রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দিলে ‘খারাপ কিছু’ ঘটবে: ট্রাম্প

ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলা ইচ্ছাকৃতভাবে এসব মানুষকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে এবং তাদের কারণে যুক্তরাষ্ট্রে ‘হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছে, এমনকি নিহতও হয়েছে।’ যদিও মার্কিন প্রেসিডেন্ট তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।

পোস্টে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, “এখনই তাদেরকে আমাদের দেশ থেকে ফিরিয়ে নিন, নইলে আপনাকে যে মূল্য দিতে হবে তা ভয়াবহ হবে!” 

ট্রাম্প ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে পারেন, তা নির্দিষ্ট না করেই এই হমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর ঠিক একদিন আগে তিনি ক্যারিবিয়ান সাগরে ভেভেজুয়েলার একটি কথিত মাদক পাচারকারী নৌকায় নতুন হামলার ঘোষণা দেন। সেই হামলায় তার ভাষায় তিনজন ‘মাদক সন্ত্রাসী’ নিহত হয়। ভেনিজুয়েলা এই পদক্ষেপকে ক্যারিবিয়ানে 'অঘোষিত যুদ্ধ' হিসেবে আখ্যায়িত করেছে এবং জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক তদন্তের আহ্বান জানিয়েছে।

চলতি সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের এ ধরনের অন্তত তিনটি হামলায় মোট ১৭ জন নিহত হয়েছে।

ওয়াশিংটন ইতোমধ্যেই ভেনিজুয়েলার উপকূলবর্তী আন্তর্জাতিক জলসীমায় সাতটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ-৩৫ স্টিলথ ফাইটার মোতায়েন করেছে। এটিকে ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌ মোতায়েন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প দাবি করেছেন, এই সামরিক অভিযান মাদকবিরোধী কার্যক্রমের অংশ। তবে তিনি এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি যে, যেসব নৌকাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, সেগুলো সত্যিই মাদক পরিবহন করছিল। 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। যদিও ট্রাম্প সম্প্রতি সরকার পরিবর্তনের আগ্রহ অস্বীকার করেছেন, তবুও গত মাসে ওয়াশিংটন মাদুরোর গ্রেপ্তারের পুরস্কার দ্বিগুণ করে ৫০ মিলিয়ন ডলার ঘোষণা করেছে। মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা হুমকি দিয়েছেন, চার মিলিয়নেরও বেশি মিলিশিয়া একত্রিত করবেন যুক্তরাষ্ট্রের হুমকির মোকাবিলায়।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

শেয়ার কিনেছেন বে লিজিংয়ের উদ্যোক্তা

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

গোল্ডেন হারভেস্টের নিরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ

সাপ্তাহিক দাম কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স কোম্পানি

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা রায়য়ান কবির। তিনি ১৫ লাখ শেয়ার কিনবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এর মধ্যে তনি ১৪ লাখ ৯৯ হাজার ৯৯০টি শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট থেকে তিনি উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করেছেন।

এর আগে, গত ২৮ আগস্ট উল্লেখিত পরিমাণ ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের এ উদ্যোক্তা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ