ভবিষ্যদ্বাণী করবে এআই, বিশেষজ্ঞদের চ্যালেঞ্জ ছুড়ে দিল ব্রিটিশ স্টার্টআপ
Published: 22nd, September 2025 GMT
জ্যোতিষীদের পাশাপাশি বিভিন্ন পেশায় সফল ব্যক্তিরা পৃথিবীতে ঘটতে যাওয়া নানা ঘটনা সম্পর্কে মাঝেমধ্যেই ভবিষ্যদ্বাণী করে থাকেন। এসব ভবিষ্যদ্বাণীর বেশ কয়েকটি সত্য হয়, কিছু হয় না। এবার ভবিষ্যৎ ঘটনার পূর্বাভাস জানতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে ব্রিটিশ স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) ম্যান্টিক এআই। সম্প্রতি প্রতিষ্ঠানটির উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম আন্তর্জাতিক এক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন ঘটনার ভবিষ্যদ্বাণী করে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে আয়োজিত ‘মেটাকিউলাস কাপ’–এ অষ্টম স্থান অর্জন করেছে ম্যান্টিক এআই। প্রতিযোগিতার আয়োজন করে পূর্বাভাস সংস্থা মেটাকিউলাস। মূলত বিনিয়োগ তহবিল ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতের ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে এ প্রতিযোগিতার আয়োজন করে সংস্থাটি। প্রতিযোগিতার প্রশ্নগুলো ছিল নানান ধরনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের প্রকাশ্য বিরোধ, কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে কেমি বেডেনকের অপসারণ, সামোয়ার সাধারণ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন পাবে কিংবা যুক্তরাষ্ট্রে দাবানলে কত একর জমি পুড়বে এসব বিষয়ের ভবিষ্যৎ অনুমান করতে বলা হয়।
ম্যান্টিক এআইয়ের কৌশল কিছুটা ভিন্ন। তারা একটি জটিল পূর্বাভাস সমস্যাকে বিভিন্ন ভাগে ভাগ করে ওপেনএআই, গুগল ও ডিপসিকের মতো প্রতিষ্ঠানের তৈরি মেশিন লার্নিং মডেলের মধ্যে বিতরণ করে। এ বিষয়ে ম্যান্টিকের সহপ্রতিষ্ঠাতা টবি শেভলেন বলেন, ‘আমাদের সিস্টেমের পূর্বাভাস অনেক সময় মানুষের গড় অনুমান থেকে ভিন্ন ছিল। মানুষ সাধারণত গড় ফলাফলের কাছাকাছি অবস্থান করে, কিন্তু এআই একেবারেই আলাদা অবস্থান নেয়।’
ম্যান্টিক এআই বিভিন্ন এআই এজেন্ট ব্যবহার করে চলমান ঘটনাবলি বিশ্লেষণ, অতীতের তথ্য অনুসন্ধান ও সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতের ফলাফল অনুমান করে থাকে। তবে ‘সুপারফোরকাস্টিং’ গ্রন্থের সহলেখক ফিলিপ টেটলকের গবেষণায় দেখা গেছে, গড়ে মানব বিশেষজ্ঞরা এখনো সেরা এআই সিস্টেমগুলোর চেয়ে বেশি নির্ভুলভাবে ভবিষ্যৎ অনুমান করতে সক্ষম হচ্ছেন। তবে এআই গবেষকদের ধারণা, ২০২৯ সালের মধ্যে এআইনির্ভর পূর্বাভাস মানুষের সমান বা তারও চেয়ে উন্নত হতে পারে।
সূত্র: নিউজ১৮
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম য ন ট ক এআই অন ম ন
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে মো. তাকরিম (৩) ও মো. আদনান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. তাকরিম (৩) সরাইল উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে ও একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)।
আরো পড়ুন:
‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসার শিক্ষার্থীসহ আহত ৮
আদনান কিছু দিন আগে উত্তর কুট্টপাড়া এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে তার মামাত ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পুকুরের পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্বজনরা শিশুদের বাড়ির পাশে না দেখে খোঁজাখুঁজি করে কোথাও তাদের সন্ধান পায়নি।
দুপুরে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে দুই শিশুটিকে ভাসতে দেখেন। পরে তাদের পুকুর থেকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা/পলাশ/বকুল