ভবিষ্যদ্বাণী করবে এআই, বিশেষজ্ঞদের চ্যালেঞ্জ ছুড়ে দিল ব্রিটিশ স্টার্টআপ
Published: 22nd, September 2025 GMT
জ্যোতিষীদের পাশাপাশি বিভিন্ন পেশায় সফল ব্যক্তিরা পৃথিবীতে ঘটতে যাওয়া নানা ঘটনা সম্পর্কে মাঝেমধ্যেই ভবিষ্যদ্বাণী করে থাকেন। এসব ভবিষ্যদ্বাণীর বেশ কয়েকটি সত্য হয়, কিছু হয় না। এবার ভবিষ্যৎ ঘটনার পূর্বাভাস জানতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে ব্রিটিশ স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) ম্যান্টিক এআই। সম্প্রতি প্রতিষ্ঠানটির উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম আন্তর্জাতিক এক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন ঘটনার ভবিষ্যদ্বাণী করে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে আয়োজিত ‘মেটাকিউলাস কাপ’–এ অষ্টম স্থান অর্জন করেছে ম্যান্টিক এআই। প্রতিযোগিতার আয়োজন করে পূর্বাভাস সংস্থা মেটাকিউলাস। মূলত বিনিয়োগ তহবিল ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতের ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে এ প্রতিযোগিতার আয়োজন করে সংস্থাটি। প্রতিযোগিতার প্রশ্নগুলো ছিল নানান ধরনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের প্রকাশ্য বিরোধ, কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে কেমি বেডেনকের অপসারণ, সামোয়ার সাধারণ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন পাবে কিংবা যুক্তরাষ্ট্রে দাবানলে কত একর জমি পুড়বে এসব বিষয়ের ভবিষ্যৎ অনুমান করতে বলা হয়।
ম্যান্টিক এআইয়ের কৌশল কিছুটা ভিন্ন। তারা একটি জটিল পূর্বাভাস সমস্যাকে বিভিন্ন ভাগে ভাগ করে ওপেনএআই, গুগল ও ডিপসিকের মতো প্রতিষ্ঠানের তৈরি মেশিন লার্নিং মডেলের মধ্যে বিতরণ করে। এ বিষয়ে ম্যান্টিকের সহপ্রতিষ্ঠাতা টবি শেভলেন বলেন, ‘আমাদের সিস্টেমের পূর্বাভাস অনেক সময় মানুষের গড় অনুমান থেকে ভিন্ন ছিল। মানুষ সাধারণত গড় ফলাফলের কাছাকাছি অবস্থান করে, কিন্তু এআই একেবারেই আলাদা অবস্থান নেয়।’
ম্যান্টিক এআই বিভিন্ন এআই এজেন্ট ব্যবহার করে চলমান ঘটনাবলি বিশ্লেষণ, অতীতের তথ্য অনুসন্ধান ও সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতের ফলাফল অনুমান করে থাকে। তবে ‘সুপারফোরকাস্টিং’ গ্রন্থের সহলেখক ফিলিপ টেটলকের গবেষণায় দেখা গেছে, গড়ে মানব বিশেষজ্ঞরা এখনো সেরা এআই সিস্টেমগুলোর চেয়ে বেশি নির্ভুলভাবে ভবিষ্যৎ অনুমান করতে সক্ষম হচ্ছেন। তবে এআই গবেষকদের ধারণা, ২০২৯ সালের মধ্যে এআইনির্ভর পূর্বাভাস মানুষের সমান বা তারও চেয়ে উন্নত হতে পারে।
সূত্র: নিউজ১৮
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম য ন ট ক এআই অন ম ন
এছাড়াও পড়ুন:
৩০০ এজেন্ট নিয়ে ইউএস-বাংলার ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’ অনুষ্ঠিত
বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ট্রাভেল এজেন্টদের নিয়ে মালদ্বীপে আয়োজন করেছে তিন দিনব্যাপী বিশেষ সম্মেলন পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫।
গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে অনুষ্ঠিত এই আয়োজন। অনুষ্ঠানে প্রথমবারের মতো কোনো নির্দিষ্ট দেশের একক এয়ারলাইন্স বিদেশে নিয়ে গেছে ৩০০-এর অধিক ট্রাভেল এজেন্ট। অংশগ্রহণকারীরা এসেছিলেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে।
গত ১৯ সেপ্টেম্বর ইউএস-বাংলার দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে তারা ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান। তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে সাই লেগুন কনভেনশন হলে অনুষ্ঠিত হয় বিশেষ পুরস্কার বিতরণী।
পারফরম্যান্সের ভিত্তিতে ৪০ জন ট্রাভেল এজেন্টকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
উপস্থিত ছিলেন দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও ইউএস-বাংলার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
এবারের সম্মেলনে পুরস্কৃতদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, দ্বিতীয় স্থান শেয়ার ট্রিপ লিমিটেড এবং তৃতীয় স্থান গোযায়ান লিমিটেড।
ঢাকা/এসবি