বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ট্রাভেল এজেন্টদের নিয়ে মালদ্বীপে আয়োজন করেছে তিন দিনব্যাপী বিশেষ সম্মেলন পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫।

গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে অনুষ্ঠিত এই আয়োজন। অনুষ্ঠানে প্রথমবারের মতো কোনো নির্দিষ্ট দেশের একক এয়ারলাইন্স বিদেশে নিয়ে গেছে ৩০০-এর অধিক ট্রাভেল এজেন্ট। অংশগ্রহণকারীরা এসেছিলেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে।

গত ১৯ সেপ্টেম্বর ইউএস-বাংলার দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে তারা ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান। তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে সাই লেগুন কনভেনশন হলে অনুষ্ঠিত হয় বিশেষ পুরস্কার বিতরণী।

পারফরম্যান্সের ভিত্তিতে ৪০ জন ট্রাভেল এজেন্টকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

উপস্থিত ছিলেন দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও ইউএস-বাংলার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো.

কামরুল ইসলাম।

এবারের সম্মেলনে পুরস্কৃতদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, দ্বিতীয় স্থান শেয়ার ট্রিপ লিমিটেড এবং তৃতীয় স্থান গোযায়ান লিমিটেড। 

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউএস ব অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

পদ্মা অয়েলের ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১৬ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন:

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিশেষ বিবেচনা করতে পারে সরকার

ডিএসইতে ৭৫ শতাংশ শেয়ার-মিউচুয়াল ফান্ডের দরপতন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৭.৩০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪১.৫৯ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৪.৮৬ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বোর্ডের দ্বাদশের ইটিসি-বিটিসি-বিষয়-গ্রুপ-ছবি পরিবর্তন, সময় বৃদ্ধি ৩০ নভেম্বর পর্যন্ত
  • আজ টিভিতে যা দেখবেন (৮ নভেম্বর ২০২৫)
  • ফিফা দ্য বেস্ট ২০২৫: বছরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন ঘোষণা
  • এক ঝলক (৭ নভেম্বর ২০২৫)
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
  • প্রশ্ন: গুণিতক ও গুণনীয়ক কাকে বলে?
  • আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)
  • ফায়ার সার্ভিসে ১০টি পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না এটলাস বাংলাদেশ
  • পদ্মা অয়েলের ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা