জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘‘ভারতের আশির্বাদপুষ্ট হয়ে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। সেই সঙ্গে আগামীর নতুন বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।’’

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জে শহীদ জগৎজ্যোতি দাস পাঠাগারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

আরো পড়ুন:

ডিমের বদলে ডিম, নিউইয়র্কের জের শরীয়তপুরে

আ.

লীগের বিচারের দাবিতে এনসিপির মিছিল

সারজিস আলম বলেন, ‘‘নিউইয়র্ক প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের দুর্বলতা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে এখানে। এরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। সরকার চাইলে এসবের বিচার করতে পারে।’’

এনসিপি ও গণঅধিকার পরিষদের জোটের বিষয়ে তিনি বলেন, ‘‘গণঅধিকার পরিষদ কোটা বিরোধী আন্দোলন থেকে বেরিয়ে আসা একটি সংগঠন। আমাদের চিন্তা ও আদর্শ এক। তাদের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা চলছে। তবে, এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করি, আমরা সম্মানজনক সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’’

শাপলা প্রতীক নিয়ে সারজিস আলম বলেন, ‘‘এনসিপি সব নিয়ম মেনে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। প্রতীক হিসেবে চেয়েছে শাপলা। হঠাৎ করে নির্বাচন কমিশন বলছেন, নির্বাচন কমিশনের তালিকায় শাপলা প্রতীক নেই। যেহেতু শাপলা একটা প্রতীক নয়, প্রতীকের অংশ। সেখানে ধানের শীষ আছে, তারকা আছে। সামগ্রিকভাবে প্রতীকের একটা অংশ যদি অন্যান্য রাজনৈতিক দল পায়, তাহলে এনসিপিকেও দিতে হবে। আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হলে রাজপথে নামতে বাধ্য হবো।’’

তিনি আরো বলেন, ‘‘এনসিপি নির্বাচনের পক্ষে। তবে, সেটা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং গণপরিষদ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা এসে সংবিধান সংশোধন করবে।’’

সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম।

ঢাকা/মনোয়ার/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট এনস প র

এছাড়াও পড়ুন:

নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়ার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

আজ মঙ্গলবার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কে পৌঁছান। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে লক্ষ্য করে যুবলীগ কর্মী মিজানুর রহমান ডিম ছোড়েন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা ছিলেন।

আরও পড়ুনএনসিপি নেতা আখতারকে নিউইয়র্কে ডিম নিক্ষেপ করল আওয়ামী লীগ নেতা–কর্মীরা৫ ঘণ্টা আগে

ডাকসুর বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর জুলাই গণহত্যা পরিচালনাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় ডাকসু গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ঘটনার ডাকসু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেনের ওপর সংগঠিত এই হামলা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয়, বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য সতর্কবার্তাও বটে। আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচারপ্রক্রিয়াসহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এমন ন্যক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে।

এই ধরনের ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে ডাকসুর বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, ডাকসু মনে করে, এই ধরনের বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।

আরও পড়ুনআখতারকে ডিম ছোড়ার পর যুবলীগ কর্মী মিজানুর আটক, বিএনপি কর্মীকে মারার অভিযোগ৪ ঘণ্টা আগে

ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ডাকসু। বিবৃতিতে বলা হয়, একই সঙ্গে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি ডাকসু এই আহ্বান জানাচ্ছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

ডাকসু গণতন্ত্রকামী জনগণ ও ভিন্নমতের প্রতি সহনশীলতার লড়াইয়ে সব সময় দৃঢ় অবস্থানে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুনহাসিনার গুলির সামনে ভয় পাই নাই, ছোড়া ডিমে কিছু যায় আসে না: আখতার হোসেন২০ মিনিট আগে

সম্পর্কিত নিবন্ধ

  • নিউইয়র্কে নেতাদের হেনস্তা: সমস্যার সূত্রপাত যেভাবে
  • প্রধান উপদেষ্টার সফর ঘিরে নিউইয়র্কে বাংলাদেশিদের উত্তেজনার দুই দিন
  • নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপ: নিন্দা অন্তর্বর্তী সরকারের
  • নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনায় সরকারের গভীর দুঃখ প্রকাশ
  • প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রানি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • আখতারের ওপর হামলা: শাস্তির দাবি এনসিপির
  • নিউইয়র্কের বিমানবন্দরের ঘটনা নিয়ে ফেসবুকে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া
  • এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়: তাসনিম জারা
  • নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়ার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা