বেকহাম পরিবারে কি সত্যিই ভাঙন ধরেছে?
ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ডেভিড বেকহাম ও তাঁর স্ত্রী সাবেক স্পাইস গার্লস তারকা ভিক্টোরিয়ার বড় ছেলে নাকি পরিবার থেকে দূরে সরে গেছেন। মা–বাবা, ভাইবোন—কারও সঙ্গেই নাকি তেমন যোগাযোগ নেই তাঁর। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে তাঁদের এই পারিবারিক দ্বন্দ্ব নিয়ে নানা কিছু লেখা হচ্ছে কয়েক মাস ধরে। অবশেষে এটা নিয়ে মুখ খুলেছেন বেকহাম-ভিক্টোরিয়ার বড় ছেলে ব্রুকলিন। তাঁর দাবি, এসব স্রেফ মিথ্যা কথা। পরিবার হিসেবে তাঁরা সুখেই আছেন।

আরও পড়ুনবেকহাম–ভিক্টোরিয়ার নৈশভোজের নিমন্ত্রণে মেসি–রোকুজ্জো১৪ আগস্ট ২০২৩

বেকহাম-পরিবারে এই কথিত দ্বন্দ্ব নিয়ে কানাঘুষা শুরু হয় গত মে মাসে, ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনে ব্রুকলিন অনুপস্থিত থাকায়। বেকহাম নিজে তো বিশ্বখ্যাত তারকা, পাশাপাশি তিনি মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিরও মালিক। যেখানে খেলেন আরেক মহাতারকা লিওনেল মেসি। ফলে এবার বেকহামের জন্মদিনে রীতিমতো তারার হাট বসেছিল। কিন্তু বিস্ময়করভাবে সেই অনুষ্ঠানে দেখা যায়নি বেকহামের বড় ছেলে ব্রুকলিন ও তাঁর স্ত্রী অভিনেত্রী নিকোলা পেল্টজকে। তবে সে পার্টিতে ছিলেন ব্রুকলিনের দুই ভাই রোমিও ও ক্রুজ এবং বোন হার্পার।

বেকহামের ৫০তম জন্মদিনে তাঁর পরিবারের সদস্যরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র কল ন পর ব র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ