সুমুদ ফ্লোটিলা থেকে আটক ৪ অধিকারকর্মীকে ফেরত পাঠাল ইসরায়েল
Published: 3rd, October 2025 GMT
অবরোধ ভেঙে গাজায় যাওয়ার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ইতালির চারজন অধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের ৪০টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশে রওনা হয়েছিল। এসব নৌযানে প্রায় ৫০০ লোক ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ বিশ্বের ৪০টির বেশি দেশের অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন।
কিছু নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে এতে বিভিন্ন দেশ থেকে আসা অন্য নৌযানগুলো যুক্ত হয়।
গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই নৌবহর বা ফ্লোটিলাতে হানা দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিনই কিছু নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। পরের দিন একটি ছাড়া অন্য সব নৌযান জব্দ ও আরোহীদের আটক করা হয়। আজ শুক্রবার সর্বশেষে নৌযান ম্যারিনেটও আটক করে ইসরায়েলি বাহিনী।
আজ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্লোটিলা থেকে আটক ‘অন্যদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে’। এর আগে ইসরায়েলের পুলিশ জানিয়েছিল, ফ্লোটিলার ‘৪৭০-এর বেশি অংশগ্রহণকারীকে সামরিক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এরপর কারাগার প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুনগাজা অভিমুখী ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজেরও নিয়ন্ত্রণ নিল ইসরায়েল৫ ঘণ্টা আগেইসরায়েল এর আগে দাবি করেছিল, ফ্লোটিলার কোনো নৌযান গাজার জলসীমায় প্রবেশ করতে পারেনি। কিন্তু ফ্লোটিলার আয়োজকেরা জানিয়েছিলেন, একটি নৌযান গাজার জলসীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা টেলিগ্রামে জানিয়েছেন, ‘ম্যারিনেটকে’ আজ স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে জব্দ করা হয়েছে। এ সময় নৌযানটি গাজা থেকে প্রায় ৪২ দশমিক ৫ নটিক্যাল বা ৪৮ দশমিক ৯ মাইল দূরে ছিল।
আয়োজকেরা আরও জানিয়েছেন, ‘ইসরায়েলি নৌবাহিনী আমাদের ৪২টি নৌযানই অবৈধভাবে আটক করেছে। প্রতিটি নৌযানে মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবক ছিল। গাজার ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙাই ছিল এই নৌবহরের সংকল্প।’
আরও পড়ুনগাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ, দেখুন লাইভ ট্র্যাকারে৩ ঘণ্টা আগেসাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) তথ্যমতে, ফ্লোটিলা থেকে আটক ব্যক্তিদের মধ্যে ২০ জনের বেশি সাংবাদিক রয়েছেন। স্পেনের এল পেইস, কাতারের আল–জাজিরা এবং ইতালির সরকারি সম্প্রচারমাধ্যম আরএআইয়ের সাংবাদিকেরাও এতে রয়েছেন।
আরএসএফের ক্রাইসিস ডেস্কের প্রধান মার্টিন রাউক্স বলেন, সাংবাদিকদের আটক করা এবং তাঁদের কাজে বাধা দেওয়া তথ্য জানানোর অধিকারের গুরুতর লঙ্ঘন।
বিশ্বজুড়ে বিক্ষোভসুমুদ গ্লোবাল ফ্লোটিলাকে গাজায় যেতে বাধা, নৌযান জব্দ ও অংশগ্রহণকারীদের আটকের প্রতিবাদে আজ ইতালিজুড়ে সাধারণ ধর্মঘট চলছে। এতে দেশটিতে রেল চলাচল ও বন্দরের কার্যক্রম বিঘ্নিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনায় প্রায় ১৫ হাজার মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা ‘গাজা, তুমি একা নও’, ‘ইসরায়েলকে বর্জন করো’, ‘ফিলিস্তিনকে স্বাধীন করো’ ইত্যাদি স্লোগান দেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চাকরির ইন্টারভিউ প্রস্তুতিতে এবার ভিআর প্রযুক্তি
চাকরির সাক্ষাৎকার নিয়ে তরুণ-তরুণীদের বড় চিন্তা থাকে—কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, কীভাবে প্রশ্নের উত্তর দেবেন, আর সেই চাপ সামলাবেন কেমন করে। এবার সেই প্রস্তুতিতে যোগ হলো ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তি।
যুক্তরাজ্যের বার্কশায়ারের স্লাউ শহরে অবস্থিত সলথিল ডিজিটাল নামের একটি প্রতিষ্ঠান তরুণদের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে। ১৮ থেকে ২৫ বছর বয়সী ৩৫ জনকে বিনা খরচে এই প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। ভিআর হেডসেটের মাধ্যমে অংশগ্রহণকারীরা মক ইন্টারভিউর অভিজ্ঞতা নিতে পারবেন, যেন তাঁরা বাস্তবেই একটি সাক্ষাৎকার কক্ষে বসে আছেন।
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা২২ ঘণ্টা আগেসলথিল ডিজিটালের পরিচালক বেন মিচেল বলেন, ‘আমরা চাই তরুণেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আত্মবিশ্বাসী হোক। কৃত্রিম বুদ্ধিমত্তা আর ভিআর দিয়ে আমরা মক ইন্টারভিউ নেব, কভার লেটার ও সিভি লেখায় সহায়তা করব। এতে যেকোনো তরুণ চাকরির জন্য প্রস্তুত হতে পারবে।’
বাস্তবের মতো অভিজ্ঞতা
প্রশিক্ষণে ৩৬০ ডিগ্রি ক্যামেরায় পুরো মক ইন্টারভিউ ধারণ করা হবে। পরবর্তী সময়ে সেই ভিডিও ভিআর হেডসেটে চালানো হবে। ফলে অংশগ্রহণকারীরা আবারও পুরো প্রক্রিয়া দেখে নিজের ভুলগুলো খুঁজে নিতে পারবেন। মিচেল বলেন, ‘এভাবে যাঁরা অংশ নেবেন, তাঁরা মনে করবেন আসলেই সাক্ষাৎকার দিচ্ছেন। এতে ভয় বা নার্ভাসনেস অনেকটাই কমে যাবে।’
আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ঝালকাঠিতে নিয়োগ, পদ ৪৫২৯ সেপ্টেম্বর ২০২৫ভিআর হেডসেটের মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সুযোগ তৈরি হলে বাড়িতে বসেই দেওয়া যাবে চাকরির পরীক্ষা