খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ প্রত্যাহার
Published: 4th, October 2025 GMT
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার স্থগিত করা অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে এ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় জুম্ম ছাত্র-জনতা।
বিবৃতিতে বলা হয় প্রশাসন তাদের দেওয়া ৮ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। তারা প্রশাসনের কাছে তাদের দাবিগুলো দ্রুত সময়ের জন্য বাস্তবায়নের জন্যও অনুরোধ করেন। প্রশাসনের সাথে দ্বিতীয় দফা বৈঠকের পর এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়ে বলে জানানো হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধ প্রত্যাহরের কারণে জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে, যানবাহন চলাচল করছে। দোকান-পাট খুলেছে, মানুষজন কেনা কাটা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে পুলিশী নিরপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, বিগত ২৩ সেপ্টেম্বর এক পাহাড়ি কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল-মিটিং, সমাবেশ ও অবরোধসহ বিভিন্নকর্মসূচি পালন করে আসছিল জুম্ম ছাত্র জনতা। পরে এ আন্দোলন থেকে খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে গুইমারায় তিন জন নিহত হন।
ঢাকা/রূপায়ন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ম ম ছ ত র জনত
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি।
শনিবার (৪ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৫৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ২৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের ২৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৪ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ২২ কোটি ৬ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৮ কোটি ১৪ লাখ টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৫৯ লাখ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ১২ কোটি ৩৫ লাখ টাকা, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ১২ কোটি ৩১ লাখ টাকা. সিমটেক্সের ১১ কোটি ৯৫ লাখ টাকা এবং কে অ্যান্ড কিউয়ের ১১ কোটি ৯৩ লাখ টাকা।
ঢাকা/এনটি/ইভা