ইসলামী ব্যাংকে কর্মরত চট্টগ্রামের প্রায় চার শতাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত ও চার হাজারের বেশি কর্মকর্তাকে ওএসডি করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানবন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করছেন কর্মকর্তারা। 

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামের ফৌজদার হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান ইসলামী ব্যাংকের শত শত কর্মকর্তা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। পৌনে ১২টার দিকে মানবন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা ফৌজদারহাটে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। 

আন্দোলনরত কর্মকর্তাদের প্রতিনিধি ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “আমাদের প্রায় ৪০০ জন কর্মকর্তাকে সম্পূর্ণ অন্যায় ও অমানবিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরো প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিস্ক্রিয় অবস্থায় রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের আর ধৈর্য ধারণের সুযোগ নেই।”

তিনি আরো বলেন, “চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল, ওএসডি প্রত্যাহারসহ মোট ছয় দফা দাবি আদায়ের লক্ষে আজ আমরা শান্তিপূর্ণভাবে মানবন্ধন কর্মসূচি পালন করছি। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের এই দুঃসহ পরিস্থিতি ও ন্যায্য দাবির কথা দেশের মানুষ ও সরকারের কাছে পৌঁছে দিতেই আমাদের মানববন্ধন।”

মানবন্ধনে অংশ নেওয়া নুর উদ্দিন নামের অপর এক কর্মকর্তা বলেন, “ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এরইমধ্যে আমাদের সেলারি অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। আমাদের অ্যাকাউন্টে থাকা বেতনের টাকাও আমরা তুলতে পারছি না। এছাড়া আইডি কার্ড ব্লক করার পাশাপাশি আমাদেরকে নানাভাবে হয়রানী করা হচ্ছে। চাকরি হারিয়ে আমরা এখন পথে বসে গেছি। বাসার বাজার খরচের টাকাও আমাদের হাতে নেই। আমাদের কোন অপরাধ নেই, আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। সরকারের প্রতি চাকরি ফিরে পাওয়ার দাবি জানাই।”

ঢাকা/রেজাউল/এসব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত ক চ কর চ য ত আম দ র ইসল ম

এছাড়াও পড়ুন:

চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ

ইসলামী ব্যাংকে কর্মরত চট্টগ্রামের প্রায় চার শতাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত ও চার হাজারের বেশি কর্মকর্তাকে ওএসডি করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানবন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করছেন কর্মকর্তারা। 

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামের ফৌজদার হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান ইসলামী ব্যাংকের শত শত কর্মকর্তা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। পৌনে ১২টার দিকে মানবন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা ফৌজদারহাটে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। 

আন্দোলনরত কর্মকর্তাদের প্রতিনিধি ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “আমাদের প্রায় ৪০০ জন কর্মকর্তাকে সম্পূর্ণ অন্যায় ও অমানবিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরো প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিস্ক্রিয় অবস্থায় রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের আর ধৈর্য ধারণের সুযোগ নেই।”

তিনি আরো বলেন, “চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল, ওএসডি প্রত্যাহারসহ মোট ছয় দফা দাবি আদায়ের লক্ষে আজ আমরা শান্তিপূর্ণভাবে মানবন্ধন কর্মসূচি পালন করছি। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের এই দুঃসহ পরিস্থিতি ও ন্যায্য দাবির কথা দেশের মানুষ ও সরকারের কাছে পৌঁছে দিতেই আমাদের মানববন্ধন।”

মানবন্ধনে অংশ নেওয়া নুর উদ্দিন নামের অপর এক কর্মকর্তা বলেন, “ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এরইমধ্যে আমাদের সেলারি অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। আমাদের অ্যাকাউন্টে থাকা বেতনের টাকাও আমরা তুলতে পারছি না। এছাড়া আইডি কার্ড ব্লক করার পাশাপাশি আমাদেরকে নানাভাবে হয়রানী করা হচ্ছে। চাকরি হারিয়ে আমরা এখন পথে বসে গেছি। বাসার বাজার খরচের টাকাও আমাদের হাতে নেই। আমাদের কোন অপরাধ নেই, আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। সরকারের প্রতি চাকরি ফিরে পাওয়ার দাবি জানাই।”

ঢাকা/রেজাউল/এসব

সম্পর্কিত নিবন্ধ