ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে। 

শনিবার (৪ অক্টোবর) বেলা দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অবরোধ তুলে নেয় পুলিশের অনুরোধে। এর আগে বেলা পৌনে ১২টার দিকে সহস্রাধিক কর্মকর্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানবন্ধন ও সড়ক অবরোধ করে। 

আন্দোলনকারীদের প্রতিনিধি সাইদুল ইসলাম ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত চার শতাধিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা চাকরি ফিরে পাওয়াসহ ৬ দফা দাবি আদায়ে শনিবার সাড়ে ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট এলাকায় মানবন্ধন কর্মসূচি পালন করে। এক পর্যায়ে পৌনে ১২টার দিকে সড়ক অবরোধ করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করার পাশাপাশি অবরোধ তুলে নিতে অনুরোধ করলে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/রেজাউল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ ত ল

এছাড়াও পড়ুন:

বগুড়ায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অবিস্ফোরিত ৩ ককটেল উদ্ধার

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে, কে বা কারা ককটেল রেখে গেছেন তা জানা যায়নি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি উপ-শাখার সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘‘উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনার পরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে।’’

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ