যুক্তরাজ্যের ক্যান্টারবুরির পরবর্তী আর্চবিশপ হিসেবে সারাহ মুলালিকে বেছে নিয়েছে চার্চ অব ইংল্যান্ড। এই প্রথম চার্চটির সর্বোচ্চ পদে কোনো নারীকে নিয়োগ দেওয়া হলো।

৬৩ বছর বয়সী সারাহ মুলালি সারা বিশ্বের সাড়ে ৮ কোটি অ্যাংলিকানের পরবর্তী আধ্যাত্মিক প্রধান হবেন। দায়িত্ব নেওয়ার পর পূর্বসূরিদের মতো সারাহ মুলালিকেও একাধিক বিষয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে গির্জায় নারীর ভূমিকা এবং সমকামী জুটিদের গ্রহণযোগ্যতার মতো বিষয় রয়েছে। এসব বিষয় নিয়ে সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভক্তি রয়েছে।

ভ্যাটিকান সারাহ মুলালিকে অভিনন্দন জানিয়েছে এবং তাঁর শুভকামনা করেছে। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস মুলালির মনোনয়ন অনুমোদন করেছেন এবং তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

নতুন আর্চবিশপ গতকাল শুক্রবার ক্যান্টারবুরির ক্যাথেড্রালে প্রথমবার ধর্মপ্রাণ ভক্তদের উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি অনিশ্চিত এ সময়েও বিশ্বে যে আশার আলো দেখছেন, তা নিয়ে কথা বলেন।

সারাহ বলেন, ‘আমরা এমন সব ঘৃণার সাক্ষী হচ্ছি, যা আমাদের নানা সম্প্রদায়ের ভেতরে থাকা ফাটল থেকে বেরিয়ে আসছে।’

তবে সারাহ মুলালি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেও আফ্রিকার রক্ষণশীল অ্যাংলিকান গির্জাগুলো আর্চবিশপ হিসেবে তাঁর নিয়োগের তীব্র সমালোচনা করেছে, বিশেষ করে তিনি একজন নারী বলে।

‘আমরা এমন সব ঘৃণার সাক্ষী হচ্ছি, যা আমাদের নানা সম্প্রদায়ের ভেতরে থাকা ফাটল থেকে বেরিয়ে আসছেসারাহ মুলালি, প্রথম নারী আর্চবিশপ

গ্লোবাল অ্যাংলিকান ফিউচার কনফারেন্স থেকে বলা হয়েছে, সারাহ মুলালির নিয়োগ গির্জাকে আরও বিভক্ত করবে। কারণ, তিনি বিয়ে ও যৌন নৈতিকতা বিষয়ে বাইবেলে উল্লেখিত শিক্ষার বিপরীতে গিয়ে নতুন ব্যাখ্যার পক্ষে প্রচার করেছেন। আফ্রিকার দেশ নাইজেরিয়া, রুয়ান্ডা ও উগান্ডার বিশপরা ওই সম্মেলনে উপস্থিত ছিলেন।

গ্রুপের পক্ষে থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘কিছু মানুষ ক্যান্টারবুরির প্রথম নারী আর্চবিশপ হিসেবে বিশপ মুলালির নিয়োগকে স্বাগত জানালেও অ্যাংলিকান কমিউনিয়নের বেশির ভাগ এখনো বিশ্বাস করেন, বাইবেলে বিশপ হওয়ার জন্য শুধু পুরুষদের কথা বলা আছে।’

আফ্রিকার রক্ষণশীল অ্যাংলিকান গির্জাগুলো আর্চবিশপ হিসেবে সারাহ মুলালির নিয়োগের তীব্র সমালোচনা করেছে, বিশেষ করে তিনি একজন নারী বলে।

২০১৮ সাল থেকে লন্ডনের বিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন সারাহ মুলালি। তিনি সমলিঙ্গ দম্পতিদের আশীর্বাদের পক্ষে সমর্থনকারী হিসেবে আগে থেকেই পরিচিত।

ভ্যাটিকান সারাহ মুলালিকে অভিনন্দন জানিয়ে তাঁর শুভকামনা করেছে। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস মুলালির মনোনয়ন অনুমোদন করেছেন এবং তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সারাহ ক্যান্টারবুরির আর্চবিশপ হিসেবে ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক য ন ট রব র র প রথম

এছাড়াও পড়ুন:

রমনা পার্কের লেক থেকে একজনের লাশ উদ্ধার

রাজধানীর রমনা পার্কের লেক থেকে আজ শুক্রবার বিকেলে মো. ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেল সোয়া ৫টার দিকে পুলিশ রমনা পার্কের লেক থেকে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, ওয়াসিমুলকে মৃত অবস্থায় আনা হয়েছে।

ওয়াসিমুলের মৃত্যুর কথা নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, দুপুরে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে রমনা পার্কের লেকে ওই ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখেন। এ সময় সেখানে কর্তব্যরত আনসার সদস্য ও পথচারীদের সহযোগিতায় ওয়াসিমুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়‌।

পারিবারিক সূত্র জানায়, ওয়াসিমুল হক মগবাজারের ১৯ ইস্কাটন গার্ডেনের স্থায়ী বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত মো. নাজমুল হক রেলপথ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

ওয়াসিমুলের মামাতো ভাই হেলাল খান প্রথম আলোকে বলেন, পুলিশ ওয়াসিমুলের লাশ উদ্ধার করে তাঁর পকেটে পাওয়া নম্বরে ফোন করে ঘটনাটি জানায়। তিনি বলেন, ওয়াসিমুল ১৫ বছর ধরেই মানসিক সমস্যায় আক্রান্ত। কখনো তাঁর অবস্থা ভালো হয়, কখনো মন্দ হয়ে যায়, আবার কখনো নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। আজ সকালে নাশতা করে বাসা থেকে বের হন। কিছু সময় পার্কে বসে ছিলেন বলে কয়েকজন জানিয়েছেন।

হেলাল খান আরও বলেন, ১৫-২০ বছর আগে ওয়াসিমুলের আপন ভাই রবিন বন্ধুদের সঙ্গে রমনা পার্কে সাঁতার কাটতে নেমে ডুবে মারা যান। ২০২০ সালে করোনাকালে ওয়াসিমুল বিয়ে করেছিলেন। বিয়ের কিছু দিনের মাথায় তাঁর স্ত্রী কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা যান।

সম্পর্কিত নিবন্ধ

  • একই দিনে ২ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মুহ্যমান চবি
  • ট্রাম্পের কাছে নেতানিয়াহু কি আসলেই বোঝা, কী বলছেন ইসরায়েলি বিশ্লেষক
  • সীতাকুণ্ডে হামলা করতে আসা সশস্ত্র ব্যক্তিদের ঘেরাও করে পিটুনি, একজনের মৃত্যু
  • সংবিধান বদলের অধিকার কারো নেই: সালাহউদ্দিন
  • রমনা পার্কের লেক থেকে একজনের লাশ উদ্ধার
  • পাল্টা শুল্কের বড় অংশ এখনো বহন করছে কোম্পানিগুলো: আইএমএফ
  • এনসিপিকে প্রতীক বাছাইয়ে সময় বেঁধে দিল ইসি
  • বাষট্টিতে নগরবাউল জেমস
  • প্লাস্টার খোলার পর গুরুত্ব ফিজিওথেরাপির