রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের লোহা বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, এক ব্যক্তি গ্রেপ্তার
Published: 6th, October 2025 GMT
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের পুরোনো লোহা বিক্রির নামে দেড় কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর নাম মো. সেলিম শেখ (৪৫)।
গতকাল রোববার খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সিআইডি বলছে, সেলিম শেখ ও তাঁর সহযোগীরা ‘পাওয়ার মেক্স লিমিটেড’ নামে একটি কাল্পনিক প্রতিষ্ঠানের মাধ্যমে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের পুরোনো ও অব্যবহৃত লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নেন। প্রতারণার অংশ হিসেবে তাঁরা ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করে এবং ভাড়া করা অফিস সাজিয়ে নিজেদের বৈধ ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করেন।
এ ঘটনায় গত বছরের ৮ মার্চ ঢাকার শ্যামপুর থানায় মামলা হয়। পরে মামলার তদন্তের দায়িত্ব নেয় সিআইডি।
এ মামলায় এর আগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, তাদের মধ্যে হুমায়ুন কবীরের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে সেলিম শেখের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর পর থেকেই সেলিম গা ঢাকা দিয়েছিলেন। তবে তিনি বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করছিলেন। পরে গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সেলিম শেখের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, তাঁকে ঢাকায় আদালতে হাজির করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর স আইড
এছাড়াও পড়ুন:
ফেসবুক পোস্টের মন্তব্যে ধর্মীয় অবমাননার অভিযোগে ময়মনসিংহে সংস্কৃতিকর্মী আটক
ময়মনসিংহে ফেসবুক পোস্টে ‘ধর্ম নিয়ে অবমাননাকর’ মন্তব্য (কমেন্ট) করার অভিযোগ ওঠার পর সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে (৩৮) হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার সাড়ে নয়টার দিকে নগরের আমলাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শামীম আশরাফ অবমাননাকর কথাবার্তা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননা করায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। সমাজের ধর্মভীরু ও সচেতন লোকজনের মধ্যে নানা প্রশ্ন জেগেছে। আমাদের কাছে অভিযোগও রয়েছে, তাঁকে আমরা হেফাজতে নিয়েছি। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে শামীম চৌধুরী নামের একজনের একটি কমেন্টের পাল্টা জবাবে ‘অবমাননাকর’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ফেসবুকের ওই স্ট্যাটাসটি সোমবার দুপুরে ভাইরাল হলে শামীম আশরাফের গ্রেপ্তার ও বিচার দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন অনেকে।
পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত কর্মসূচি থেকে সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়