রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে দেশের স্বার্থে একটি জায়গায় আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, “আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি, এখানে বিভিন্ন রকম মত থাকবে—এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে।  আসুন, আমরা সেই ঝগড়া-ফ্যাসাদ থেকে কিছুটা হলেও সরে আসি।”

আরো পড়ুন:

রাজশাহী বিএনপির সদস্য সচিবের সঙ্গে আহ্বায়কের বিরোধ

গণভোট ও পিআরের দাবি জাতিকে বিভক্ত করছে: সালাহউদ্দিন

সোমবার (৬ অক্টোবর) বিকেলে পিরোজপুরের বয়োজ্যেষ্ঠ বিএনপিকর্মী মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমরা রাজনীতি করি। আমাদের মূল শক্তি বাংলাদেশের জনগণ। কাজেই জনগণই আমাদের অনুপ্রেরণা। এ দেশের মানুষ স্বাধীনভাবে যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা ততবারই বিএনপির পক্ষে রায় দিয়েছেন। যা প্রমাণ করে, বাংলাদেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক।’ 

দলের বয়োজ্যেষ্ঠ কর্মী মোতালেব আকনকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “তিনি একটি হুইল চেয়ারে বসে আছেন। এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, আপনারা জানেন তার এ অবস্থা কিভাবে হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের আঘাতে তার এই অবস্থা হয়েছে।” 

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমি বহুবছর যাবৎ প্রবাসে আছি, থাকতে বাধ্য হয়েছি বিভিন্ন কারণে। আমাদের দলেরসহ বহু মানুষ বিভিন্নভাবে গত ১৭ বছর, গত বছরের জুলাইয়ে এবং তারও আগে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য; সেটি ভোটের হোক, রাজনীতির হোক, অর্থনীতির স্বাধীনতার ক্ষেত্রেই হোক; বহু আন্দোলন হয়েছে দেশে, বহু সংগ্রাম হয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে। অনেক হয়েছে। আসুন, আমরা সবাই মিলে একটা জায়গায় আসি। মতভেদ-ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। আমরা কথা বলি।” 

তারেক রহমান বলেন, ‘আগামী দিনে আমরা মেধার ভিত্তিতে দেশ ও জাতিকে গড়ে তোলার কথা বলেছি। স্বাভাবিকভাবেই মেধা যেখানে থাকবে, প্রতিযোগিতাও সেখানে থাকবে। আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। মেধা একেকজনের একেক রকম হয়। সবাইকে এক জায়গায় আমরা দিতে পারব না। মেধার রেসে যে এগিয়ে থাকবে, সে-ই সেখানে যাবে। তবে, যারা যেতে পারবে না তাদের জন্যও আমাদের ব্যবস্থা করতে হবে। আগামী দিনে দেশের তরুণ যারা আছে, নারী-পুরুষ, প্রত্যেকে যাতে বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকতে পারে সেই ভাবে আমরা পরিকল্পনাগুলো গ্রহণ করছি। যাতে তারা ভবিষ্যতে নিজে সৎপথে উপার্জনের ব্যবস্থা করে নিতে পারে।”

দেশের স্বাস্থ্যসেবা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘লক্ষ লক্ষ মানুষ এ দেশের হাসপাতালের ফ্লোরে শুয়ে থাকে। ধীরে ধীরে যাতে এই চিত্রের পরিবর্তন করা যায়, মানুষের কাছে যাতে ভালো চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনা গ্রহণ করছি।”

‘আমরা বিএনপির পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবীর রিজভী, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য  অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক। 

ঢাকা/তাওহিদুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন ত র ক রহম ন ব এনপ র আম দ র ন বল ন র জন ত

এছাড়াও পড়ুন:

ওভাল অফিসে রোনালদোর সঙ্গে ফুটবল ‘খেললেন’ ট্রাম্প, ভিডিও প্রকাশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন আগে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। এর কিছুদিন পর গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ভেতর ওভাল অফিসে এ পর্তুগিজ তারকার সঙ্গে ফুটবল খেলার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–নির্ভর ভিডিও পোস্ট করেন তিনি।

রোনালদোকে ‘দারুণ’ মানুষ হিসেবে উল্লেখ করে ট্রাম্প নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। সেখানে তাঁকে দেখা যায় বল জাগলিং, হেডিং ও ড্রিবল করার মতো কৌশল দেখাতে।

ভিডিওতে দেখা যায়, ওভাল অফিসে দুজন বল পাস করছেন। একপর্যায়ে ট্রাম্প হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বল ধরে ফেলেন। এরপর সেটি দর্শকের দিকে কিক করেন।

ভিডিওর ক্যাপশনে ট্রাম্প লেখেন, ‘রোনালদো খুবই দারুণ একজন মানুষ। হোয়াইট হাউসে তাঁর সঙ্গে দেখা করে ভালো লেগেছে। তিনি সত্যি বুদ্ধিমান ও খুবই শান্ত!!!— প্রেসিডেন্ট ডি জে টি।’

ভিডিওতে দেখা যায়, ওভাল অফিসে দুজন বল পাস করছেন। একপর্যায়ে ট্রাম্প হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বল ধরে ফেলেন। এরপর সেটি দর্শকের দিকে কিক করেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটি প্রায় ৩ কোটি ৪০ লাখ (৩৪ মিলিয়ন) বার দেখা হয়েছে ও হাজারো মন্তব্য এসেছে। অনেকেই ভিডিওটির মজার দিক নিয়ে মন্তব্য করেছেন।

একজন লেখেন, ‘ট্রাম্প যেভাবে বল হেড করতে নিচু হন, সেটা আরও মজার লাগে।’ অন্য একজন লেখেন, ‘হেটাররা বলবে, এটা এআই।’

তৃতীয় একজন মন্তব্য করেন, ‘ভাই, আমি ভেবেছিলাম, এটা কোনো মিম পেজ। এ তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হা হা!’

‘ধন্যবাদ’

ট্রাম্পের এ ভিডিও ছাড়ার আগে রোনালদো তাঁর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে ট্রাম্পের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানান।

রোনালদো লেখেন, ‘আপনার আমন্ত্রণ এবং আমাকে ও আমার হবু স্ত্রী @georginagio–কে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আমাদের প্রত্যেকেরই দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কিছু আছে। সাহস, দায়িত্ববোধ ও স্থায়ী শান্তির ভিত্তিতে ভবিষ্যৎ গড়তে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার কাজ করতে আমি প্রস্তুত।’

এদিকে এক বক্তৃতায় ট্রাম্প রোনালদোর কথা উল্লেখ করে বলেন, তাঁর ছোট ছেলে ব্যারন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এ ফুটবলারের বড় ভক্ত।

ট্রাম্প আরও বলেন, ‘ব্যারন তাঁর (রোনালদো) সঙ্গে দেখা করেছে। আমি মনে করি, এখন সে তার বাবাকে একটু বেশি সম্মান করে, শুধু এ কারণে যে আমি তোমার (রোনালদো) সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি।’

রাষ্ট্রীয় ওই ভোজে রোনালদোকে ইস্ট রুমের সামনের দিকেই বসানো হয়েছিল। ঠিক কাছেই প্রেসিডেন্ট ট্রাম্প ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন।

আরও পড়ুনসৌদি যুবরাজের সম্মানে আয়োজিত ট্রাম্পের নৈশভোজে অতিথি ইলন মাস্ক, রোনালদো১৯ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ