পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ড. কাজী মঈনুদ্দিন মাহমুদ।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান হিসেবে ড.

কাজী মঈনুদ্দিন মাহমুদকে নির্বাচন করেছে। এখন থেকে তিনি কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মুন্সি শফিউল হক।

ইউনিয়ন ক্যাপিটাল পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৭ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩টি। সর্বশেষ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৮.৯৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮.৩৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২.৬৮ শতাংশ শেয়ার রয়েছে।

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ

সোনা সব সময়ই দামি ধাতু। তবে বৈশ্বিক অস্থিরতার সুযোগে ধাতুটির মূল্য অস্বাভাবিক দ্রুতগতিতে বাড়ছে। তাতে প্রায় ২৬ মাসের ব্যবধানে সোনার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এখন প্রতি ভরির দাম দুই লাখ টাকার বেশি। সোনার দাম এখানে থামবে, এমন কোনো লক্ষণ নেই। উল্টো দাম আরও বাড়ার ইঙ্গিত মিলছে।

সম্পর্কিত নিবন্ধ