৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি, অপহরণের পর মিলল শিক্ষার্থীর মরদেহ
Published: 11th, November 2025 GMT
রাজধানীর ভাটারা এলাকা থেকে এক কলেজছাত্রকে অপহণের পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম সুদীপ্ত রায়। সে ভাটারার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
গতকাল তুরাগের দিয়াবাড়িতে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, গত ৭ নভেম্বর ভাটারার শহীদ আব্দুল আজিজ সড়কে অবস্থিত কলেজ হোস্টেল থেকে তাকে অপহরণ করা হয়। ওইদিন রাতেই সুদীপ্তের পরিবারকে ফোন দিকে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন ৮ নভেম্বর এ ঘটনায় ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহতের বাবা হিমাংশু কুমার রায়।
পরবর্তীতে এ ঘটনায় ময়মনসিংহ থেকে অভিযুক্ত যোবায়ের ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের একজন সুদীপ্তের এলাকার আরেকজনের বাড়ি নেত্রকোনায়। একটি আইফোন ছিনিয়ে নিতে সুদীপ্তকে অপহরণ করে তারা। আইফোন না দেওয়ায় ঘটনার দিন রাতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার দুজনই পরিকল্পনা করে সুদীপ্তকে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। গতকাল এ ঘটনায় ভাটারা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
জানা গেছে, সুদীপ্তের বাড়ি দিনাজপুরে। গ্রেপ্তার দুজনই ভাটারা এলাকায় থাকতো এবং সুদীপ্তের পূব পরিচিত ছিল।
নিহতের বাবা হিমাংশু কুমার রায় অভিযোগ করেন, ভাটারার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুর শাখায় একাদশ শ্রেণিতে পড়তো সুদীপ্ত। শহীদ আব্দুল আজিজ সড়কে কলেজের হোস্টেলে থাকতো। ৭ নভেম্বর বিকাল ৫টার দিকে মাকে ফোন করে বাইরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হেস্টেল থেকে বের হয় সুদীপ্ত। রাত ১০টার দিকে সুদীপ্ত তার মাকে ফোনে জানায়, সে মিরপুরে আছে এবং রাতেই হোস্টেলে ফিরবে। রাতে অজ্ঞাতনামা একজন সুদীপ্তের ফোন থেকে তার মাকে ফোন দেয়। অজ্ঞাত ব্যক্তি জানায়, সুদীপ্ত তাদের জিম্মায় রয়েছে এবং ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই টাকা ৮ নভেম্বর বিকেল ২টার মধ্যে তাদের নির্ধারিত স্থানে পৌঁছে দিতে হবে। টাকা নিয়ে না আসলে সুদীপ্ততে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।
এ বিষয়ে পুলিশসহ অন্যান্য যে কাউকে জানানো যাবে না বলেও হুমকি দেয়। কারো সঙ্গে যোগাযোগ করলে সুদীপ্তকে মেরে ফেলবে বলে ফোনটি কেটে দেয়। এরপর থেকে সুদীপ্তের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ৮ নভেম্বর সকালে অজ্ঞাত এক ব্যক্তি আমাকে ফোন দেয় এবং সুদীপ্তের সঙ্গে কথা বলিয়ে দেয়। সুদীপ্তকে আমি পুরো ঘটনা ও মুক্তিপণের কথা জানাই। কিন্তু আমার ছেলে এসব অস্বীকার করে এবং বলে, সে হোস্টেলে যাচ্ছে। এরপর থেকে সেই নম্বরটিও বন্ধ পাই। বেলা আড়াইটার দিকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিয়ে মুক্তিপণের টাকার জন্য চাপ দিতে থাকে এবং টাকা রেডি রাখার কথা জানিয়ে আবার ১ ঘণ্টা পর ফোন দিবে বলে। এরপর সেটিও বন্ধ পাই।
নিহতের ভগ্নিপতি অনিল সেন বলেন, গ্রেপ্তার আব্দুল্লাহ ও যোবায়ের সুদীপ্তকে অপহরণ করে দিয়াবাড়ির একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। ঘটনার দিন রাতেই তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার পর আইফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। না দেওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করে টয়লেটের মধ্যে ফেলে রাখে। পরবর্তীতে তারা আইফোনটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদেরকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।
বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) এইচ এম শফিকুর রহমান বলেন, “সুদীপ্তকে অপহরণের পর মিরপুরের শাহ আলী এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতেই দিয়াবাড়িতে নিয়ে যায় অপহরণকারীরা। সেখানেই সুদীপ্ততে হত্যা করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।”
ঢাকা/এমআর/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এ ঘটন য় আইফ ন
এছাড়াও পড়ুন:
চ্যাটজিপিটির নতুন সংস্করণ চালু করবে ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ল্যাঙ্গুয়েজ মডেলের নতুন সংস্করণ চালুর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। শিগগিরই চালু হবে পরবর্তী প্রজন্মের ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি ৫.১। এই সিরিজে থাকবে তিনটি সংস্করণ—জিপিটি ৫.১ বেস, জিপিটি ৫.১ রিজনিং ও জিপিটি ৫.১ প্রো। জিপিটি ৫.১ প্রো মাসে ২০০ ডলার ফির বিনিময়ে পাওয়া যাবে।
জানা গেছে, নতুন মডেল এরই মধ্যে মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। খুব শিগগির জিপিটি ৫.১ প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ওপেনএআই সাধারণত তিন থেকে চার মাস বিরতিতে নতুন সংস্করণ প্রকাশ করে। গত ৭ আগস্ট সর্বশেষ জিপিটি ৫ উন্মুক্ত হয়। নতুন জিপিটি ৫.১ সংস্করণে বড় কোনো পরিবর্তন আসছে না বলে জানা গেছে। নতুন সংস্করণে স্বাস্থ্যসংক্রান্ত নিরাপত্তাব্যবস্থায় উন্নতি, মডেলের গতি ও কাজে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে জানা গেছে।
ওপেনএআই সম্প্রতি কোড লেখার সহায়ক জনপ্রিয় মডেল কোডেক্সের নতুন সংস্করণ উন্মোচন করেছে। নতুন সংস্করণটির নাম জিপিটি ৫ কোডেক্স মিনি। এটি তুলনামূলক কম খরচে ব্যবহারযোগ্য হলেও কার্যকারিতায় প্রায় কোডেক্স হাইয়ের সমমানের। একই সঙ্গে এই সংস্করণে ব্যবহারকারীরা পাবেন ৫০ শতাংশ বেশি রেট লিমিট–সুবিধা। ওপেনএআই জানিয়েছে, জিপিটি ৫ কোডেক্স মিনি মূলত সহজ বা স্বল্প জটিলতার কাজের জন্য তৈরি করা হয়েছে। ব্যবহারকারীরা যখন নির্ধারিত সীমার প্রায় ৯০ শতাংশ ব্যবহার করে ফেলবেন, তখন কোডেক্স স্বয়ংক্রিয়ভাবে মিনি সংস্করণ ব্যবহারের পরামর্শ দেবে, যেন কাজের গতি ব্যাহত না হয়।
ওপেনএআই বলছে, জিপিটি ৫ কোডেক্স মিনিতে প্রায় চার গুণ বেশি ব্যবহারসীমা থাকবে। যদিও এটি তুলনামূলক ছোট মডেল হওয়ায় সক্ষমতায় সামান্য পার্থক্য রয়েছে। নতুন আপডেটের ফলে চ্যাটজিপিটি প্লাস, বিজনেস ও এডু ব্যবহারকারীরা আগের তুলনায় ৫০ শতাংশ বেশি রেট লিমিট–সুবিধা পাবেন। অন্যদিকে প্রো ও এন্টারপ্রাইজ গ্রাহকেরা পাবেন অগ্রাধিকারভিত্তিক দ্রুত প্রতিক্রিয়ার সুবিধা। সব মিলিয়ে আসন্ন জিপিটি ৫.১ প্রকাশের পর কোডেক্স মডেলের কার্যক্ষমতা ও পারফরম্যান্সের সীমা আরও বৃদ্ধি পেতে পারে।
নতুন মডেল উন্নয়নের প্রতিযোগিতায় ওপেনএআই ছাড়া গুগল জেমিনি ৩ প্রো মডেলের পরীক্ষামূলক সংস্করণ চালাচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি অ্যানথ্রোপিকও তাদের পরবর্তী প্রজন্মের ক্লড মডেল উন্নয়নে কাজ করছে।
সূত্র: ব্লিপিংকম্পিউটার