১০ বছরে ‘পাঠাও’: একসঙ্গে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তের সঙ্গী
Published: 9th, October 2025 GMT
চলতি অক্টোবর মাসে পাঠাও পাড় করছে ১০ বছর। ২০১৫ সালে এক সাহসী স্বপ্ন থেকে শুরু হওয়া এই যাত্রা আজ পরিণত হয়েছে দেশের প্রথম সুপার অ্যাপে। যা লাখো মানুষকে কানেক্ট করেছে। হাজারো মানুষকে স্বাবলম্বী করেছে। এবং আমাদের যাতায়াত, খাওয়া, ডেলিভারি ও পেমেন্টের অভিজ্ঞতাকে বদলে দিয়েছে। এক দশক পেরিয়ে পাঠাও এখন শুধু আপনার জীবনের অংশ নয়, হয়ে উঠেছে আপনার প্রতিদিনের লাইফস্টাইল।
এক দশকের অর্জন ও সাফল্য
স্বপ্ন থেকে শুরু করে আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পাঠাও’-এর পথচলা এক দৃঢ়তা, অগ্রযাত্রা ও কৃতজ্ঞতার গল্প। গত দশকে পাঠাও ৩ লক্ষাধিক পাঠাও রাইডারস, ক্যাপ্টেনস, ফুডম্যান ও ডেলিভারি এজেন্টসকে ক্ষমতায়ন করেছে। ২ লাখ ব্যবসায়ীর সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছে। এবং ১ কোটি ইউজারকে আরও সহজ, দ্রুত ও স্মার্ট জীবনের সঙ্গে কানেক্ট করেছে। ৫ লাখের বেশি উপার্জনের সুযোগ সৃষ্টি তৈরি করে পাঠাও বাংলাদেশের ডিজিটাল উন্নয়নের মূল কেন্দ্র হিসেবে কাজ করছে। মানুষকে এগিয়ে যেতে, উপার্জন করতে এবং একসঙ্গে বেড়ে উঠতে সহায়তা করছে।
এই অর্জন দেশ পেরিয়ে পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও। ২০২৫ সালে ‘সুপার অ্যাপ’ বিভাগে ‘সুপারব্র্যান্ড’ উপাধি পেয়েছে পাঠাও। এই সম্মান অর্জিত হয়েছে প্রত্যেক রাইডার, ড্রাইভার ও ব্যবহারকারীর আস্থার জন্য, যাঁরা এই যাত্রাকে সম্ভব করেছেন।
এ ছাড়া পাঠাও স্থান পেয়েছে ফোর্বসের ‘টপ হান্ড্রেড টু ওয়াচ ইন এশিয়া’ তালিকায়, যা বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রাকে তুলে ধরেছে বিশ্বমঞ্চে।
এক মাসব্যাপী অফার, গেম ও গিভঅ্যাওয়ে
অপেক্ষার দিন শেষ, সব অ্যানিভার্সারি অফার এখন লাইভ। ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত পাঠাও-এর ‘টেন ইয়ারস অব গ্রোয়িং উইথ ইউ’ সেলিব্রেশনে থাকছে দারুণ সব ডিসকাউন্ট, গেম ও বিশাল গিভঅ্যাওয়ে। পাঠাও বাইক, কার, ফুড ও ইন্টারসিটিতে আছে মোট ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আর ‘পাঠাও পে’তে এক্সট্রা ৩০০ টাকা ক্যাশব্যাক।
ট্রেজার হান্ট: অ্যাপে আর শহরজুড়ে জমজমাট খেলা
‘ট্রেজার হান্ট’ এখন পাঠাও অ্যাপে লাইভ। টানা ২৮ দিনে প্রতিদিন থাকছে নতুন হিন্ট, লুকানো ট্রেজার আর ফোন দুইবার শেক করে ২০০ পাঠাও পয়েন্টস জেতার সুযোগ। প্রতি সপ্তাহে ১০ জন বিজয়ী পাবেন ‘ওরাইমো বাংলাদেশ’-এর সৌজন্যে মোট ৫ লাখ টাকার পুরস্কার। সাপ্তাহিক পুরস্কার, গ্র্যান্ড সারপ্রাইজ আর চূড়ান্ত ট্রেজার হান্ট চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অপেক্ষা করছে আপনার জন্য। যত বেশি খেলবেন, থাকবে তত বেশি জেতার সুযোগ।
দশে ১০ কুইজ: জানুন, খেলুন, জিতুন
পাঠাও আর বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা থাকলে এখনই আপনার সুযোগ ১ লাখ টাকার রিওয়ার্ড জেতার। অংশগ্রহণ করুন ‘দশে ১০’ কুইজে। যা পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়া, ইন-অ্যাপ কার্ড ও অন-গ্রাউন্ড জোনে। কিউআর কোড স্ক্যান করে প্রতিদিনের প্রশ্নের উত্তর দিন, আর লিডারবোর্ডে টপ করে পেয়ে যান এক্সাইটিং রিওয়ার্ড।
উইথ পাঠাও: স্বপ্ন হবে সত্যি
সবার প্রিয় ‘মেক আ উইশ’ ফিরে এসেছে ‘উইশ পাঠাও’ হিসেবে। এবার পাঠাও পূরণ করবে ১০ জন ইউজার ও ১০ জন পাঠাও হিরোর স্বপ্ন। সোশ্যাল মিডিয়া, কুরিয়ার হাব বা ইন-অ্যাপ কার্ডের মাধ্যমে শেয়ার করুন আপনার উইশ। আর নির্বাচিত হলে সেটা পূরণ হবে বিশেষ ‘উইশ ফুলফিলমেন্ট’ অনুষ্ঠানে। কারণ,পাঠাও-এ স্বপ্ন শুধু স্বপ্ন থাকে না, রূপ নেয় বাস্তবেও।
উদযাপনে সবার অংশগ্রহণ
এই সেলিব্রেশন পুরো পাঠাও পরিবারের জন্য। পাঠাও ফুড-এর প্রিয় রেস্টুরেন্ট থেকে শুরু করে পার্টনার ব্র্যান্ড—সবাই জয়েন করছে এই উৎসবে। থাকছে বিশেষ গিভঅ্যাওয়ে আর শহরজুড়ে এক্সাইটিং অ্যাক্টিভেশন। আর হ্যাঁ, এই মাসে প্রতিটি রাইড বা অর্ডারেই আছে আইফোন-১৭ প্রো ম্যাক্স জেতার সুযোগ।
আগামীর পথে
এই অর্জন নিয়ে পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, ‘১০ বছর ধরে পাঠাও বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। যাত্রায়, উপার্জনে ও গ্রো করতে সাহায্য করছে। এই সাফল্য পাঠাও-এর প্রতিটি ইউজার, রাইডার, মার্চেন্ট ও পার্টনারের। সুপারব্র্যান্ড ও ফোবর্সের টপ হান্ড্রেড টু ওয়াচ ইন এশিয়াতে স্থান পাওয়া আমাদের সবার জন্য গর্বের একটি মুহূর্ত। আমরা যেমন গত ১০ বছর একসাথে গ্রো করেছি, তেমনি আগামী বছরগুলোতেও বাংলাদেশকে সঙ্গে নিয়ে আরও এগিয়ে যেতে চাই।’
পাঠাও সম্পর্কে
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে, যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে। পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩ লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে কার্যক্রম পরিচালনায় আছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫ লাখের বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১০ বছর জ বন র র জন য আপন র
এছাড়াও পড়ুন:
দীপাবলিতে মুক্তি পাবে চার সিনেমা
আলোর উৎসব দীপাবলি। বাহারি আলোকছটায় রঙিন হয়ে ওঠে এ রাত। ভারতসহ বিশ্বের বেশ কটি দেশে পালিত হয় উৎসবটি। জমকালো আয়োজনে এ উৎসব উদযাপন করেন ভারতীয় তারকারা। ফলে বেশ আগে থেকেই শোবিজ অঙ্গনের তারকারাও নানা প্রস্তুতি নিয়ে থাকেন। এ উপলক্ষে প্রতি বছর মুক্তি পেয়ে থাকে ভারতীয় সিনেমা। দীপাবলিতে উপলক্ষে তেলেগু ভাষার চারটি সিনেমা মুক্তি পাবে। এই চার সিনেমা নিয়েই এই প্রতিবেদন—
তেলুসু কাডা
নীরজা কোনা নির্মিত তেলেগু ভাষার সিনেমা ‘তেলেসু কাডা’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন—সিদ্ধু, রাশি খান্না, শ্রীনিধি শেঠি, হর্ষ চেমুদু, রবি মারিয়া। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমার গল্পে একজন পুরুষ একসঙ্গে দুজন নারীর প্রেমে পড়েন। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে নীরজার অভিষেক হতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
আরো পড়ুন:
সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে বিজয়ের গাড়ি
করুর ট্র্যাজেডির পর বিজয়কে নিয়ে যা বললেন কাজল
কে-র্যাম্প
রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘কে-র্যাম্প’ সিনেমা নির্মাণ করেছেন জেইনস নানি। সিনেমাটির গল্পে একজন অ্যাথলেট তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। ফলে মানসিক ও ব্যক্তিগত সমস্যার সঙ্গে তাকে লড়াই করতে হয়। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন—কিরন আবাভারাম, যুক্তি থারেজা। প্রেম-অ্যাকশন এবং স্পোর্টস-ড্রামার সংমিশ্রণে নির্মিত সিনেমাটি আগামী ১৮ অক্টোবর মুক্তি পাবে।
মাস জাতারা
ভানু বোগাভারাপু নির্মিত তেলেগু ভাষার সিনেমা ‘মাস জাতারা’। সিনেমাটিতে রবি তেজা ও শ্রীলীলার মতো তারকা শিল্পীরা অভিনয় করেছেন। সিনেমাটির গল্পে, রবি তেজা রেলওয়ে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন; যে ভয়ঙ্কর অপরাধী চক্র ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়াই করেন। এতে রবি তেজার সঙ্গে হাঁটুর বয়সি শ্রীলীলাকে রোমান্স করতে দেখা যাবে। চার বছর পর একসঙ্গে অভিনয় করেছেন তারা। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
ভ্রুশাভা
মালায়ালাম ও তেলেগু ভাষার ‘ভ্রুশাভা’ সিনেমা নির্মাণ করেছেন নন্দা কিশোর। সিনেমাটিতে প্রথমবার রাজার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মোহন লাল। গল্পে পিতা-পুত্রের জন্মান্তরের শত্রুতা ও পুনর্জন্মে তাদের সম্পর্কের রূপান্তর দেখানো হয়েছে। এতে এক মহাকাব্যিক ও আবেগঘন কাহিনি তুলে ধরেছেন পরিচালক। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সমরজিৎ লঙ্কেশ, রাগিনী দ্বিবেদী, নায়ন সারিকা, অজয়, আলী, নেহা সাক্সেনা, সিদ্দিক প্রমুখ। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
ঢাকা/শান্ত