সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির ও তাহসিনা রুশদীর লুনার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত পৌর শহরের বাসিয়া ব্রিজে এলাকায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি এবং আটক নেই। 

আরো পড়ুন:

মাদারীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

সালথায় ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে পৌর শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনার অনুসারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামে ছিল হুমায়ূন কবিরের পূর্ব নির্ধারিত মতবিনিময় সভা। দুপুর থেকেই নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনার পক্ষে নানা স্লোগান দিয়ে বিশ্বনাথ পৌর শহর মুখরিত করে রেখেছিল তার সমর্থক নেতাকর্মীরা। পরে তারা বাসিয়া ব্রিজের ওপর পথ সভায় মিলিত হন। পথসভাশেষে কিছু নেতাকর্মী সেখানে অবস্থান করেন।  

বিকেল ৪টার দিকে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজ অতিক্রমের সময় স্লোগান দিয়ে হুমায়ুন কবিরের গাড়িবহর আটকানোর চেষ্টা চালায় লুনার অনুসারীরা। তখন বিএনপির কয়েকজন সিনিয়র নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পথিমধ্যে হাবড়াবাজার এলাকায় হুমায়ুন কবিরের গাড়ি বহর বাধার মুখে পড়ে।  

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত ৮টার দিকে হুমায়ুন কবিরের গাড়ি বহর বিশ্বনাথ থানা অতিক্রমকালে ফের লুনার অনুসারীদের বাধার মুখে পড়ে। হুমায়ুনের অনুসারীরা এ সময় তাদের ধাওয়া দিয়ে নতুন বাজারের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর লুনার অনুসারীরা হুমায়ুনের অনুসারীদের সঙ্গে বাসিয়া ব্রিজে এলাকায় সংঘর্ষে জড়ান। দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। রাত ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে। 

বিশ্বনাথ-ওসমানীনগর সার্কেলের এএসপি আশরাফ উজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর ভূমিকার কারণে বড় ধরণের সংঘাত এড়ানো গেছে। 

 

ঢাকা/নূর/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ব এনপ আহত ল ন র অন স র অন স র দ র ব শ বন থ প র শহর ব এনপ র স ঘর ষ

এছাড়াও পড়ুন:

প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ বিএনপির

প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় বাড়ানো এবং জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমেও নিবন্ধনের সুযোগ করে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানায়। সিইসির সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।

ভোট দিতে প্রবাসীদের আগে ইসির পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে হবে। ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশকে আটটি অঞ্চলে ভাগ করেছে ইসি। অঞ্চলভেদে নিবন্ধনের সময়সীমা ভিন্ন ভিন্ন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, অনেক দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা অনেক বেশি, অনেকেই বসবাস করেন দূরবর্তী অঞ্চলে, যেখানে নিবন্ধন করা কঠিন। তাই তাঁরা এসব দেশে নিবন্ধনের সময়সীমা বাড়াতে অনুরোধ জানিয়েছেন। জবাবে নির্বাচন কমিশন নিবন্ধনের মূল যে সময়সীমা, এর মধ্যে যাঁরা করতে পারবেন না, পরে তাঁদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, প্রবাসীদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। বাস্তব কারণে বেশির ভাগই এনআইডি করতে পারেননি। এ ছাড়া সব দেশে নতুন এনআইডি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়নি। তাই তাঁরা বাংলাদেশি পাসপোর্টকেও পরিচয়পত্র হিসেবে ধরে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুনপ্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন, ‘নতুন অধ্যায়’ বললেন সিইসি১৮ নভেম্বর ২০২৫

বিএনপির প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া।

১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’র উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এই অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

সেদিন সিইসি বলেছিলেন, বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি বিদেশে বসবাস করছেন। বিভিন্ন পেশায় কর্মরত আছেন।

আগ্রহী ব্যক্তিরা ‘গুগল প্লে স্টোর’ অথবা ‘অ্যাপল স্টোর’-এ গিয়ে পোস্টাল ভোট বিডি লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। মোট সাতটি ধাপে আগ্রহীরা নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। সব মিলিয়ে ৪০ দিনে ১৪৩টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুনগণভোটে ব্যালট পেপার হবে রঙিন, থাকবে পোস্টাল ভোটের সুযোগ২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ