Prothomalo:
2025-11-11@14:02:50 GMT

দিন শেষে ক্যাচ ছাড়ার আফসোস

Published: 11th, November 2025 GMT

নাহিদ রানা কি নিজেকে দুর্ভাগা ভাবছেন? ভাবতেই পারেন। গতির জন্যই বিখ্যাত হয়ে গেছেন। গতির সঙ্গে ধারাবাহিকতার সংমিশ্রণে তিনি বারবার সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যান ঠিকই, কিন্তু ক্যাচগুলো ফিল্ডাররা ধরতে পারলে তো!

গল্পটা যে শুধু তাঁর, তা নয়। বাংলাদেশের বোলারদের প্রায় সবারই মুখোমুখি হতে হয় এমন অভিজ্ঞতার। আফসোসটা তাই ব্যক্তিগত তো বটেই, দলের জন্যও হয়ে ওঠে মাথাব্যথার কারণ।

আজ নাহিদ রানার পরপর দুই ওভারে দুই ক্যাচ তোলার পরও বেঁচে যাওয়া পল স্টার্লিং ফিফটি করেছেন। ফিফটি পেয়েছেন চতুর্থ ওভারে ক্যাচ তুলেও বাঁচা অভিষিক্ত কেইড কারমাইকেলও। সবই অবশ্য আজ প্রথম সেশনের কথা।  

একাধিক ক্যাচ মিস না হলে আরও বেশি উইকেট পেতেন নাহিদ রানা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মামুন হত্যার ঘটনা উল্লেখ করে নিম্ন আদালত এলাকার নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি

পুরান ঢাকায় নিম্ন আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে আজ মঙ্গলবার এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গতকাল সোমবার তারিক সাইফ মামুন হত্যার ঘটনা উল্লেখ করে এর মধ্য দিয়ে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা কতটা নাজুক, তা তুলে ধরা হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিতে ৩৭টি আদালত বিচার কার্যক্রম পরিচালনা করেন। এই আদালতগুলোয় অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা আমলে গ্রহণ ও বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা মহানগরের ৫০টি থানার বিভিন্ন ধরনের মামলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য আদালতের বিচারকদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিচারকেরা এজলাসে বিচারকার্য, খাস কামরায় বিভিন্ন মামলার আদেশ ও রায় লেখার কাজ করে থাকেন। এর ফলে তাঁদের বাসায় ফিরতে প্রতিদিন প্রায় সন্ধ্যা হয়। এই আদালত ভবন এলাকা ও রাস্তায় বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান ও যানবাহন যত্রতত্রভাবে পরিচালনা করা হয়। এটি আদালত–সংশ্লিষ্ট সবার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুনখুনের মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে খুন হন মামুন১০ নভেম্বর ২০২৫সিসিটিভির ফুটেজে দেখা যায়, তারিক সাইফ মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন (বাঁয়ে)। দুই ব্যক্তি খুব কাছে থেকে তাঁকে গুলি করছেন (ডানে)

সম্পর্কিত নিবন্ধ