মানিকগঞ্জে ভিন্ন ভিন্ন ঘটনায় নিহত পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) বিভিন্ন উপজেলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানান, দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার ভাড়াবাসা থেকে দরজা ভেঙে আবু হানিফ (২৮) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন:
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা
জিসান হত্যা: আদালতে জবানবন্দি দিলেন ৩ আসামি
এছাড়া সদর উপজেলার জয়রা এলাকার মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন মধ্যবয়স্ক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল বসরের ছেলে। তিনি বিদেশে লোক পাঠানোর কাজ করতেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, নিহত হানিফের সাবেক স্ত্রী জরুরী সেবায় ফোনের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ ও বাড়ির মালিকসহ আশপাশের মানুষের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘিওর থানা পুলিশ জানান, সকালে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ এলাকায় সোনা মিয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সোনা মিয়া ঘিওরের সিংজুরী ইউনিয়নের বেড়াভাঙ্গা এলাকার বাসিন্দা।
ঘিওর থানার ওসি কোহিনুর ইসলাম জানান, সোনা মিয়া তার বোনের জামাইয়ের বাড়িতে বেড়াতে যান এবং রবিবার (১২ অক্টোবর) রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। এরপর সকালে বোনের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত সোনা মিয়ার স্ত্রী জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত হন বলেও ওসি জানান।
সকালে সিংগাইর উপজেলায় বিষপানে নিহত গৃহবধূ রোজিনা আক্তারের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রোজিনা সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলি এলাকার আয়নাল মিয়ার স্ত্রী।
সিংগাইর থানার ওসি তৌফিক আজম জানান, রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে রোজিনা আক্তার বিষপান করেন এবং গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এছাড়া, সাটুরিয়ায় উপজেলায় একটি কারখানায় কাজ করার সময় ড্রামের চাপায় রাসেল মাহমুদ (৩৫) এক শ্রমিক নিহত হয়েছে।
নিহত রাসেল মাহমুদ জামালপুরের সদর উপজেলার রুহুল্লী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি ইনসেপ্টা ফার্মিসিউক্যাল কারখানায় শ্রমিকের কাজ করতেন।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, ইনসেপ্টা ফার্মিসিউক্যাল কারখানায় কাজ করার সময় শ্রমিক রাসেল মাহমুদের উপর ছাদ থেকে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে এবং রাসেল মাহমুদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/চন্দন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য উদ ধ র আইনগত ব যবস থ অবস থ য় উপজ ল র ক জ কর এল ক র ঘটন য় তদন ত
এছাড়াও পড়ুন:
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে কারা
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ দল। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপসঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও নবাগত ইতালি।
কাল আইসিসি গ্রুপিং ও সূচি চূড়ান্ত করেছে, যেখানে অনুমিতভাবেই ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে রেখেছে আইসিসি। গ্রুপ ‘এ’–তে ভারত ও পাকিস্তানের সঙ্গী যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস।
৭ ফেব্রুয়ারি শুরু বিশ্বকাপের প্রথম দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুনটি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি১৩ ঘণ্টা আগেইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরের দুটি ম্যাচও কলকাতায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে এরপর বাংলাদেশ যাবে মুম্বাইয়ে।
গ্রুপসুপার এইট পর্বে উঠতে হলে গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হবে। সুপার এইটে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।
এরপর শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল। ৮ মার্চ ফাইনাল। পাকিস্তান ফাইনালে উঠলে কলম্বোতে হবে সেটি। নইলে আহমেদাবাদে হবে ফাইনাল।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ