সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা: সতর্ক করল পুলিশ সদর দপ্তর
Published: 6th, November 2025 GMT
সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বার্তা পেয়ে কেউ যেন প্রতারণার ফাঁদে না পড়েন—সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি কিছু প্রতারক চক্র সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কর্মকর্তাদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে। এতে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানেই তা তাঁর ব্যবহৃত নম্বর—এমন ধারণা করার কোনো কারণ নেই। তাই কেউ যেন এ ধরনের মিথ্যা ও প্রতারণামূলক বার্তায় সাড়া না দেন। পুলিশ সদর দপ্তর আরও জানায়, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ
এছাড়াও পড়ুন:
কায়রোর যাচ্ছে ‘কাফফারা’
২০২২ সালের কথা। সেই সময় প্রথম সিনেমার শুটিং শুরু করেন তরুণ নির্মাতা তানভীর চৌধুরী। প্রথম লটে সাত দিন শুটিং করেন। পরে সম্পাদনাকক্ষে এসে দেখতে পারেন দৃশ্যগুলোর বেশ কিছু অংশ মনমতো হয়নি। বেশ কিছু জায়গায় কারিগরি সমস্যা রয়ে গেছে। শুরু হয় বিলম্ব। দীর্ঘ সময় নিয়ে দুই বছর পর পুনরায় শুটিং শেষ করেন। সেই ‘কাফফারা’ সিনেমাটি দিয়েই অবশেষে সুখবর এল। সিনেমাটি ৪৬তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে।
‘কাফফারা’ সিনেমার দৃশ্যে সহশিল্পীর সঙ্গে ফারহানা হামিদ। ছবি: পরিচালকের সৌজন্যে