সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

এরশাদ উল্লাহর গণসংযোগে নিহতের ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ

ঝালকাঠিতে যুবলীগ নেতা গ্রেপ্তার

ওই পোস্টে বলা হয়েছে, সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে মনে করার কারণ নেই।

প্রতারকদের এ ধরনের মেসেজে সাড়া না দিতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/মাকসুদ/সাইফ 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

 সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস 

সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পিরোজপুর ইকোনমিক জোনের গেটের পশ্চিম পাশে একটি, পূর্ব পাশে একটি এবং ঝাউচর তানভীর পেপার মিলের বিপরীত পাশে একটি মোট তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া প্রায় ২০০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা এবং তিতাস গ্যাস সোনারগাঁ জোনের ম্যানেজার (প্রকৌশলী) রবিউল আওয়াল।

অভিযানে সহযোগিতা করে সোনারগাঁ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম।
কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানির স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে চুন বিনষ্ট করা হয়।

তিতাস কর্তৃপক্ষ জানায়,“সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”
 

সম্পর্কিত নিবন্ধ