ঢাকায় হার দিয়ে শুরু করেছিল চট্টগ্রাম কিংস। বিপিএল চট্টগ্রাম পর্বে যাওয়ার আগে টানা তিন ম্যাচে জিতেছে ওই চট্টগ্রাম। সোমবার সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়েছে তারা। চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চট্টগ্রাম। 

বিপিএলের সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ তোলে চট্টগ্রাম কিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া পারভেজ ইমন (৭) ব্যর্থ হয়ে ফিরে যান। তবে পাকিস্তানি ওপেনার উসমান খান ও ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক দ্বিতীয় উইকেট জুটিতে ৭৮ রান যোগ করেন। 

উসমান ফিরে যান ৩৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে আটটি চার ও একটি ছক্কার শট আসে। ক্লার্ক খেলেন ৩৩ বলে ৬০ রানের ইনিংস। তিনি তিনটি চার ও পাঁচটি ছক্কা তোলেন। তাদের দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে মিঠুন ও হায়দার আলী রানটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলেন। মিঠুন ১৯ বলে ২৮ ও হায়দার ১৮ বলে ৪২ রান করেন। চারটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। 

জবাবে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট পর্বে আগের দুই ম্যাচে জয় পাওয়া সিলেট স্ট্রাইকার্স। জর্জ মানসে ও জাকের আলী সেখান থেকে ভালো ব্যাটিং করে দলের হারের ব্যবধান ছোট করেন। মানকে ৩৭ বলে খেলেন ৫২ রানের ইনিংস। ২৩ বলে ৪৭ রানের হার না মানা ইনিংস খেলেন জাকের। তিনটি চার ও চারটি ছক্কা মারেন এই স্লগার। চট্টগ্রামের হয়ে পাকিস্তানি পেসার ওয়াসিম জুনিয়র ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

আরো পড়ুন:

যে আসন থেকে লড়বেন তারেক রহমান

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।

এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।”

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।”

বিএনপি মহাসচিব বলেন, “দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকেও লড়বেন তিনি।”

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ