মোট ৬২টি ম্যাচের বাকি আছে একটি। গোল হয়েছে ১৯২টি। খেলা দেখতে মাঠে এসেছেন প্রায় ২৫ লাখ মানুষ। গত প্রায় এক মাসে ক্লাব বিশ্বকাপ অনেক প্রশ্নের জন্ম দিলেও উত্তর মিলেছে কমই।

তবে একটি প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে পাওয়া গেছে—পিএসজি এই মুহূর্তে বিশ্বসেরা ক্লাব। এমনকি যদি তারা চেলসির কাছে ফাইনালে হেরেও যায়, তবু বিশ্বসেরার অবস্থান থেকে পিএসজিকে সরানোর সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে অবিশ্বাস্য পারফরম্যান্সই সবার ওপরে তুলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের।

ক্লাব ফুটবলে পিএসজির দাপুটে অবস্থানের সর্বশেষ প্রমাণ ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের ৪–০ গোলে জয়ের ম্যাচটি। লুইস এনরিকের দলের সামনে সেদিন ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা দাঁড়াতেই পারেনি। সেই সঙ্গে এই ম্যাচটি ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দলগুলোর সঙ্গে পিএসজির পার্থক্যও যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

আরও পড়ুনরিয়ালকে চার গোলে বিধ্বস্ত করে ফাইনালে পিএসজি১০ জুলাই ২০২৫

 একটা সময় পর্যন্ত ইউরোপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় মরিয়া হয়ে ছিল পিএসজি। নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকে একসঙ্গে খেলিয়েও সুবিধা করতে পারেনি তারা। কিন্তু এই তিনজন ক্লাব ছাড়তেই এনরিকের হাত ধরে আমূল বদলে যায় ফরাসি ক্লাবটি। এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতে এখন এনরিকের দল অপেক্ষায় ক্লাব বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার।

পিএসজির এই বদলে যাওয়ার মূল নায়ক এনরিকে। বড় তারকারা ক্লাব ছাড়লেও হাল ছাড়েননি তিনি। উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস এবং খিচা কাভারাস্কেইয়ার মতো তারকাদের নিয়ে অবিশ্বাস্য এক দল গড়ে তুলেছেন। যারা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে উড়িয়ে দিয়েছিল ৫–০ গোলে। এরপর ক্লাব বিশ্বকাপেও চোখধাঁধানো পারফরম্যান্স দেখিয়ে উঠেছে ফাইনালে।

ক্লাব বিশ্বকাপে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪–০ গোলের জয় দিয়ে মিশন শুরু করেছিল পিএসজি। ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে অপ্রত্যাশিত হারলেও সেটি যে একটা অঘটন ছিল, তা প্রমাণ করেছে নিজেরাই। পরে শেষ ষোলোয় লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে পিএসজি জিতেছে ৪–০ গোলে। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে ২–০ গোলে এবং সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে পেয়েছে ৪–০ গোলের জয়।

ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলক নয়, পিএসজির এই বদলে যাওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে দলীয় ঐক্য। সাম্প্রতিক সময়ে দলগত নৈপুণ্যে সাফল্যের শিখরে পৌঁছানোর এমন দৃষ্টান্ত আর কোনো দলই দেখাতে পারেনি। তবে এটা তো কেবল শুরু। কে জানে, হয়তো এর মধ্য দিয়ে ইউরোপে পিএসজি–যুগের শুরুও হয়ে গেল।
এদিকে ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলার আগেই অপ্টা পাওয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে পিএসজি। মেটলাইফ স্টেডিয়ামে বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দাপুটে জয়ের পর লিভারপুলকে টপকে প্রথম স্থানে উঠে এসেছে প্যারিসের ক্লাবটি।

আরও পড়ুন‘ওদের সিদ্ধান্ত, আমার নয়’—রিয়ালকে খোঁচা হাকিমির১০ জুলাই ২০২৫

নভেম্বরের শেষ দিকে অপ্টা পাওয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। গত বুধবার পর্যন্ত তারা সেই অবস্থান বেশ ভালোভাবেই ধরে রাখে। তবে দুর্দান্ত ছন্দে থাকা পিএসজি শেষ পর্যন্ত দুইয়ে নামিয়ে দিয়েছে লিভারপুলকে। লিগ ‘আঁ’, ফ্রেঞ্চ কাপ, চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠাও পিএসজির শীর্ষে ওঠায় ভূমিকা রেখেছে।

পিএসজি ও লিভারপুলের পর এই তালিকায় তৃতীয় আর্সেনাল। গত মৌসুমটা ভুলে যাওয়ার মতো কাটালেও ৪ নম্বর স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। এরপর ৫ নম্বরে আছে লা লিগা ও কোপা দেল রে জেতা বার্সেলোনা। সিটির মতো শূন্য হাতে মৌসুম শেষ করা রিয়াল মাদ্রিদ আছে তালিকার ছয়ে। রিয়ালের পরের স্থানটি জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের এবং ৮ নম্বর স্থানটিতে ক্লাব বিশ্বকাপের অন্য ফাইনালিস্ট চেলসি অবস্থান করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প র অবস থ ন প এসজ র ফ ইন ল এনর ক ইউর প

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা