হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন ৬৩ আইনজীবী
Published: 13th, January 2025 GMT
চট্টগ্রামে ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো ঘিরে হামলা-ভাঙচুর মামলার আসামি ৬৩ আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে আইনজীবীরা একসঙ্গে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সবার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরীসহ এক ডজনের বেশি সিনিয়র আইনজীবী।
৬৩ জনের জামিনের প্রতিবাদে আদালত চত্বরে মিছিল করেন শতাধিক আইনজীবী। তাদের ইসকনবিরোধী স্লোগান দিতে দেখা যায়। জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।
আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, চট্টগ্রাম আদালত এলাকার পাশেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় আমিও ব্যথিত। জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি। এ ঘটনা ঘিরে আরও তিনটি মামলা হয়। আলিফের ভাই বাদী হয়ে ভাঙচুরের মামলার আসামি ৬৩ আইনজীবীর জামিন শুনানি করতে জামিনের আবেদন করি। শুনানি শেষে মামলার পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। সুব্রত চৌধুরী অভিযোগ করেন, আইনজীবীদের যে মামলায় আসামি করা হয়েছে, এর সঙ্গে তারা সম্পৃক্ত নন। অনেকে সেই দিন কোর্টেও ছিলেন না। যিনি মামলা করেছেন তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন না। আলামতও মামলায় দিতে পারেননি। আমরা বিষয়গুলো আদালতের কাছে তুলে ধরেছি।
বাদীর আইনজীবী মুহাম্মদ শামসুল আলম বলেন, আদালত যাদের জামিন দিয়েছেন, তারাই ঘটনার দিন উস্কানিদাতা ছিলেন। বিস্ফোরক আইনের মামলায় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আসামিদের জামিনের নজির নেই। কিন্তু আজ আদালত এ মামলায় ৬৩ জন আসামির জামিন মঞ্জুর করেছেন। এ ধরনের আদেশে আমরা ক্ষুব্ধ।
রাষ্ট্রদ্রোহ মামলায় ২৫ নভেম্বর চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর হয়। এ ঘটনার জেরে তাঁর সমর্থকদের সঙ্গে পুলিশ ও পরে আইনজীবীদের সংর্ঘষ হয়। সেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সাইফুলের ভাই খানে আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় ভাঙচুরের অভিযোগে বিস্ফোরক আইনে একই থানায় আরেকটি মামলা করেন। সেখানে ৬৬ আইনজীবীকে আসামি করা হয়। তার মধ্যে ৬৩ জন আজ জামিন পেয়েছেন। তিনজন অসুস্থ থাকায় জামিন নিতে আসেননি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক