যুবদলের সাবেক নেতার বাড়িতে গুলি, প্রাণ গেল বাবার
Published: 15th, January 2025 GMT
রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে যুবদলের সাবেক এক নেতার বাবা নিহত হয়েছেন। তাঁর ছেলে সালাহউদ্দিন মিন্টু পবা উপজেলার নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ভুগরইল গ্রামে তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘরের মধ্যে মিন্টুর বাবা মো. আলাউদ্দীন (৬০) আহত হন। গতকাল বুধবার অস্ত্রোপচারের সময় আলাউদ্দীনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দরজা ভেদ করে ঢোকা একটি গুলি আলাউদ্দিনের কোমরে লাগে। রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বেলা ৩টার দিকে অপারেশন থিয়েটারে তিনি মারা যান।
সালাহউদ্দিন মিন্টু জানান, তাদের এলাকার দুটি পক্ষ নিজেদের মধ্যে টাকা-পয়সা নিয়ে বিরোধ মীমাংসা করতে মঙ্গলবার রাতে রাজশাহী বিমানবন্দর থানায় বসেছিল। এক পক্ষে তাঁর কাছের ছোট ভাই থাকায় মিন্টুও গিয়েছিলেন। থানায় মীমাংসা শেষে তিনি বাড়ি ফেরেন। এর আধা ঘণ্টা পরই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
তিনি বলেন, ভুগরইল শিহাবের মোড় এলাকার মাদকাসক্ত ১০-১২ জন এসে গুলি ছুড়েছে। কয়েকজনকে চিনতেও পেরেছি।
বিমানবন্দর থানার ওসি ফারুক হোসেন বলেন, দুটি পক্ষ থানায় একটি আপস মীমাংসার জন্য বসেছিল। এর পর নাকি এক পক্ষ গিয়ে মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করেছে। ঘটনাস্থলটি শাহমখদুম থানা এলাকায় পড়ায় ওই থানার পুলিশ ব্যবস্থা নেবে। শাহমখদুম থানার ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় পরিবার হত্যা মামলা করেছে। তারা ব্যবস্থা নিচ্ছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত