কক্সবাজারের টেকনাফ উপজেলায় মোট বনাঞ্চলের পরিমাণ ১৮ হাজার ২৫০ হেক্টর। পাহাড়ি এলাকা হওয়ায় এই বনে যে কোনো কাজ করা চ্যালেঞ্জিং। অথচ টেকনাফে এই বিশাল বনাঞ্চল পাহারার জন্য প্রহরী রয়েছেন মাত্র ৪১৫ জন। অর্থাৎ গড়ে ৪৫ হেক্টর বনাঞ্চল পাহারার দায়িত্ব পালন করেন মাত্র একজন। ফলে গাছ চুরিসহ বনকেন্দ্রিক নানা অপরাধ ঠেকানো দিন দিন কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই নতুন করে যোগ হয়েছে অপহরণ আতঙ্ক।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে, গত এক বছরে টেকনাফে অন্তত ১৮৭ জন অপহরণের শিকার হয়েছেন, যার মধ্যে অধিকাংশই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। এর মধ্যে আছেন বনরক্ষীরাও। ফলে বনরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, সেই বনরক্ষীরাই এখন আতঙ্কে দিন পার করছেন।  

সর্বশেষ গত ১০ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যংয়ের হরিকুলার বুড়াবনিয়া বনে মুখোশধারী অর্ধশতাধিক অস্ত্রধারী গুলিবর্ষণের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে। এতে ভয়ে সেখানকার প্রহরীরা বন ত্যাগ করেন। তার আগে ৩০ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সীমান্ত পরির্দশনের সময় টেকনাফের জাদিমুড়া বনে কাজ করতে যাওয়া ১৯ শ্রমিক অপহরণের শিকার হন। বন কর্মকর্তারা বলছেন, দায়িত্ব পালনের সময় প্রহরীদের কাছে আত্মরক্ষার হাতিয়ার বলতে থাকে শুধু লাঠি। অন্যদিকে সন্ত্রাসীরা সবাই সশস্ত্র। ফলে দায়িত্ব পালন করতে গিয়ে প্রহরীরা সন্ত্রাসীদের হামলা-মারধর-অপহরণের শিকার হন।  বনাঞ্চল রক্ষায় প্রহরীর সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলছেন তারা।

বন বিভাগ বলছে, টেকনাফে হোয়াইক্যং রেঞ্জে ৫ হাজার ৪২৭, শীলখালী রেঞ্জে ৬ হাজার ২০০ এবং টেকনাফ রেঞ্জে ৬ হাজার ৬২৪ হেক্টর বন আছে। ইউএসএইডের অর্থয়ানে নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের অধীনে এসব বনাঞ্চল পাহারায় দায়িত্ব পালন করছেন নারী-পুরুষসহ ৪১৫ প্রহরী। তাদের দেখভাল করে এনজিও সংস্থা কোডেক। এ বিষয়ে নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের সাইট সমন্বয়কারী শওকত আলী বলেন, ‘টেকনাফ উপজেলায় ৪১৫ নারী-পুরুষ প্রহরী বন রক্ষার দায়িত্ব পালন করেন। এর মধ্যে আমার অধীনে ২১৯ জন রয়েছেন। এটা সত্য, সম্প্রতি বন-পাহাড়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আমরা বন প্রহরীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কিছুদিন আগে বন থেকে ১৯ জনকে অপহরণ করা হয়েছিল। তার আগে গত বছর হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বন থেকে আমাদের তিন  প্রহরীকে ধরে নিয়ে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল সন্ত্রাসীরা। 

বন প্রহরীরা বলছেন, টেকনাফের হোয়াইক্যং, জাদিমুড়া, লেদা, মৌচনী, নেচার পার্ক, রাজারছড়া, বাহারছড়া ও শীলখালীর বেশ কয়েকটি স্থান থেকে বেশি অপহরণের ঘটনা ঘটে। এর মধ্য মাঠ পাড়া, শিয়াল্লাগুনা, বেতবনিয়া, হরবইন্ন্যার জোড়া, বরছড়া, বালুর মাঠ, পাহাড়ের টিএনটি, বড় ছংকলা অন্যতম। টেকনাফে বনের পাঁচটি বাগান পাহারার দায়িত্বে থাকা প্রহরীদের নেতা মোহাম্মদ উল্লাহ। তাঁর অধীনে ২১ প্রহরী রয়েছেন। তারা ২০০ হেক্টর গর্জন-সেগুনসহ বিভিন্ন বাগানের পাশাপাশি বন রক্ষার দায়িত্ব পালন করেন। মোহাম্মদ উল্লাহ বলেন, বনে ২০২২-২৩ সালে গড়া বাগান পরিষ্কারের কাজ চলমান রয়েছে। কিছুদিন আগে জাদুমুড়া বনে কাজ করতে যাওয়া ১৯ শ্রমিক অপহরণের শিকার হয়েছিলেন। এর পর থেকে বন প্রহরীরাও আতঙ্কের মধ্য রয়েছেন। 

বন রক্ষার দায়িত্ব পালন করে টেকনাফের কেরুনতলীর বাসিন্দা খুরশিদা বেগম ২০১২ সালে পেয়েছিলেন আন্তর্জাতিক ওয়াংগারি মাথাই পুরস্কার। ওই বছর পরিবেশ নিয়ে কর্মরত বিশ্বের ৫০০ জন নারীকে পেছনে ফেলে খুরশিদা এই স্বীকৃতি অর্জন করেন। তিনি ২০০৬ সালে ২৮ নারীকে নিয়ে দিনে ১০ টাকার বিনিময়ে বন প্রহরীর দায়িত্ব পালন শুরু করেছিলেন। এখন বনের বিষয়ে জানতে চাইলে খুরশিদা বেগম বলেন, ‘আগে আগরসহ পাঁচটি বাগান ২৮ নারী প্রহরী নিয়ে রক্ষা করেছি। কিন্তু এখন বনের অবস্থা খুব খারাপ। সরকারের উচিত বনকে নিরাপদ করে তুলতে অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান চালানো। প্রায়ই বনে অস্ত্রধারীদের দেখা যাচ্ছে।’

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘বলতে গেলে বন এখন প্রহরীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উচিত বনকে নিরাপদ করে তুলতে অভিযান চালানো। অন্যথায় বন রক্ষা করা কঠিন হয়ে পড়বে। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (টেকনাফ ও উখিয়া) মনিরুল ইসলাম বলেন, এটা সত্য, অপহরণের ভয়ে বন প্রহরীরা আতঙ্কে আছেন। আমাদের পক্ষ থেকে চেষ্টা রয়েছে প্রহরীরা কীভাবে নিরাপদে বন পাহারায় নিয়োজিত থাকতে পারেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অপহরণ র শ ক র ন র পদ আতঙ ক

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক

বাড়ির ভেতর ঢুকে বাবা-মাকে মারধরের পর এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় ঘটনাটি ঘটে। বিকেল ৫টার দিকে ভুক্তভোগীকে উদ্ধার ও মূল অভিযুক্ত আটক করে পুলিশ। 

অভিযুক্ত সঞ্চয় (২০) উপজেলার ফাঁসিতলা এলাকার মোঘলটুলী গ্রামের রাফিউল ইসলাম রাফির ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন ওই শিক্ষার্থী। কিছুক্ষণ পর সঞ্চয়সহ ১৫-২০ জন লাঠি নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল লুট করে। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা ওই শিক্ষার্থীর বাবা-মাকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে তারা শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। 

আরো পড়ুন:

ধামরাইয়ে চালক-হেলপারকে মারধর করে তেলবাহী ট্রাক ছিনতাই 

সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পুলিশ বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কামারদহ ফেলুপাড়া গ্রামে অভিযান চালিয়ে চাঁন মিয়ার বাড়ি থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত সঞ্চয়কে আটক ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করে পুলিশ। 

ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিচ্ছিলেন সঞ্চয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। 

ঘটনাটি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত সঞ্চয়কে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • বাচ্চাসহ ভালুকের বিচরণ, সতর্কতা
  • সুন্দরবনে হরিণ শিকারে যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
  • আগারগাঁওয়ে সেনা অভিযানে অপহৃত ৪ কিশোর উদ্ধার
  • গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক
  • অপহরণে বাঁধা দেওয়ায় যুবককে গুলি করে হত্যা, আটক ৩
  • অপহৃতকে ছেড়ে দিয়ে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ অপহরণকারী আটক
  • ছাড়া পেলেন অপহৃত কৃষক, এক অপহরণকারী অস্ত্রসহ গ্রেপ্তার