ঢাল-তলোয়ারহীন বনপ্রহরীরা যেন নিধিরাম সর্দার
Published: 15th, January 2025 GMT
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মোট বনাঞ্চলের পরিমাণ ১৮ হাজার ২৫০ হেক্টর। পাহাড়ি এলাকা হওয়ায় এই বনে যে কোনো কাজ করা চ্যালেঞ্জিং। অথচ টেকনাফে এই বিশাল বনাঞ্চল পাহারার জন্য প্রহরী রয়েছেন মাত্র ৪১৫ জন। অর্থাৎ গড়ে ৪৫ হেক্টর বনাঞ্চল পাহারার দায়িত্ব পালন করেন মাত্র একজন। ফলে গাছ চুরিসহ বনকেন্দ্রিক নানা অপরাধ ঠেকানো দিন দিন কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই নতুন করে যোগ হয়েছে অপহরণ আতঙ্ক।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে, গত এক বছরে টেকনাফে অন্তত ১৮৭ জন অপহরণের শিকার হয়েছেন, যার মধ্যে অধিকাংশই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। এর মধ্যে আছেন বনরক্ষীরাও। ফলে বনরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, সেই বনরক্ষীরাই এখন আতঙ্কে দিন পার করছেন।
সর্বশেষ গত ১০ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যংয়ের হরিকুলার বুড়াবনিয়া বনে মুখোশধারী অর্ধশতাধিক অস্ত্রধারী গুলিবর্ষণের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে। এতে ভয়ে সেখানকার প্রহরীরা বন ত্যাগ করেন। তার আগে ৩০ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সীমান্ত পরির্দশনের সময় টেকনাফের জাদিমুড়া বনে কাজ করতে যাওয়া ১৯ শ্রমিক অপহরণের শিকার হন। বন কর্মকর্তারা বলছেন, দায়িত্ব পালনের সময় প্রহরীদের কাছে আত্মরক্ষার হাতিয়ার বলতে থাকে শুধু লাঠি। অন্যদিকে সন্ত্রাসীরা সবাই সশস্ত্র। ফলে দায়িত্ব পালন করতে গিয়ে প্রহরীরা সন্ত্রাসীদের হামলা-মারধর-অপহরণের শিকার হন। বনাঞ্চল রক্ষায় প্রহরীর সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলছেন তারা।
বন বিভাগ বলছে, টেকনাফে হোয়াইক্যং রেঞ্জে ৫ হাজার ৪২৭, শীলখালী রেঞ্জে ৬ হাজার ২০০ এবং টেকনাফ রেঞ্জে ৬ হাজার ৬২৪ হেক্টর বন আছে। ইউএসএইডের অর্থয়ানে নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের অধীনে এসব বনাঞ্চল পাহারায় দায়িত্ব পালন করছেন নারী-পুরুষসহ ৪১৫ প্রহরী। তাদের দেখভাল করে এনজিও সংস্থা কোডেক। এ বিষয়ে নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের সাইট সমন্বয়কারী শওকত আলী বলেন, ‘টেকনাফ উপজেলায় ৪১৫ নারী-পুরুষ প্রহরী বন রক্ষার দায়িত্ব পালন করেন। এর মধ্যে আমার অধীনে ২১৯ জন রয়েছেন। এটা সত্য, সম্প্রতি বন-পাহাড়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আমরা বন প্রহরীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কিছুদিন আগে বন থেকে ১৯ জনকে অপহরণ করা হয়েছিল। তার আগে গত বছর হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বন থেকে আমাদের তিন প্রহরীকে ধরে নিয়ে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল সন্ত্রাসীরা।
বন প্রহরীরা বলছেন, টেকনাফের হোয়াইক্যং, জাদিমুড়া, লেদা, মৌচনী, নেচার পার্ক, রাজারছড়া, বাহারছড়া ও শীলখালীর বেশ কয়েকটি স্থান থেকে বেশি অপহরণের ঘটনা ঘটে। এর মধ্য মাঠ পাড়া, শিয়াল্লাগুনা, বেতবনিয়া, হরবইন্ন্যার জোড়া, বরছড়া, বালুর মাঠ, পাহাড়ের টিএনটি, বড় ছংকলা অন্যতম। টেকনাফে বনের পাঁচটি বাগান পাহারার দায়িত্বে থাকা প্রহরীদের নেতা মোহাম্মদ উল্লাহ। তাঁর অধীনে ২১ প্রহরী রয়েছেন। তারা ২০০ হেক্টর গর্জন-সেগুনসহ বিভিন্ন বাগানের পাশাপাশি বন রক্ষার দায়িত্ব পালন করেন। মোহাম্মদ উল্লাহ বলেন, বনে ২০২২-২৩ সালে গড়া বাগান পরিষ্কারের কাজ চলমান রয়েছে। কিছুদিন আগে জাদুমুড়া বনে কাজ করতে যাওয়া ১৯ শ্রমিক অপহরণের শিকার হয়েছিলেন। এর পর থেকে বন প্রহরীরাও আতঙ্কের মধ্য রয়েছেন।
বন রক্ষার দায়িত্ব পালন করে টেকনাফের কেরুনতলীর বাসিন্দা খুরশিদা বেগম ২০১২ সালে পেয়েছিলেন আন্তর্জাতিক ওয়াংগারি মাথাই পুরস্কার। ওই বছর পরিবেশ নিয়ে কর্মরত বিশ্বের ৫০০ জন নারীকে পেছনে ফেলে খুরশিদা এই স্বীকৃতি অর্জন করেন। তিনি ২০০৬ সালে ২৮ নারীকে নিয়ে দিনে ১০ টাকার বিনিময়ে বন প্রহরীর দায়িত্ব পালন শুরু করেছিলেন। এখন বনের বিষয়ে জানতে চাইলে খুরশিদা বেগম বলেন, ‘আগে আগরসহ পাঁচটি বাগান ২৮ নারী প্রহরী নিয়ে রক্ষা করেছি। কিন্তু এখন বনের অবস্থা খুব খারাপ। সরকারের উচিত বনকে নিরাপদ করে তুলতে অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান চালানো। প্রায়ই বনে অস্ত্রধারীদের দেখা যাচ্ছে।’
টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘বলতে গেলে বন এখন প্রহরীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উচিত বনকে নিরাপদ করে তুলতে অভিযান চালানো। অন্যথায় বন রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (টেকনাফ ও উখিয়া) মনিরুল ইসলাম বলেন, এটা সত্য, অপহরণের ভয়ে বন প্রহরীরা আতঙ্কে আছেন। আমাদের পক্ষ থেকে চেষ্টা রয়েছে প্রহরীরা কীভাবে নিরাপদে বন পাহারায় নিয়োজিত থাকতে পারেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অপহরণ র শ ক র ন র পদ আতঙ ক
এছাড়াও পড়ুন:
৫ আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে অবরোধের হুঁশিয়ারি আপ বাংলাদেশের
জুলাই সনদ ও ঘোষণাপত্র জারির দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণজমায়েত থেকে এ ঘোষণা দেওয়া হয়। দাবি পূরণ না হলে ৬ আগস্ট থেকে দেশজুড়ে অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
‘৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবি’ শীর্ষক গণজমায়েতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা আপ বাংলাদেশের নেতা–কর্মীরা। জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পার হলেও জুলাই সনদ ও ঘোষণাপত্র জারি না হওয়াকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তাঁরা।
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আহতদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা দেখেছি, যারা জুলাইয়ের নেতৃত্বে ছিল, জুলাইয়ের পরে তাদের পকেট ভারী হয়েছে। আমি বলতে চাই, আপনাদের এই পকেটের হিসাব দিতে হবে।’
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে আলী আহসান বলেন, ‘আপনারা জুলাই ঘোষণাপত্র দিতে পারবেন কি পারবেন না, তা জানান; না পারলে আমরা আছি। যারা জীবন দিতে প্রস্তুত ছিলাম, বাংলাদেশের (সেই) ২০ কোটি জনগণ জুলাই ঘোষণাপত্র জারি করবে।’
আপ বাংলাদেশের আহ্বায়ক বলেন, ‘৩৬ জুলাইয়ের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না হয়, তাহলে ৬ আগস্ট থেকে দেশজুড়ে অবরোধ শুরু হবে। এ সরকারের কোনো হুমকি আমাদের দমিয়ে রাখতে পারবে না।’
গণজমায়েতে অংশ নিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বলেন, আপ বাংলাদেশের নেতারা এখনো কোনো প্রটোকল ছাড়া রাস্তাঘাটে হাঁটেন। কিন্তু তাঁরা যেদিন প্রটোকল নিতে শুরু করবেন, সেদিন থেকে তাঁদের বিরুদ্ধেও তিনি কথা বলা শুরু করবেন।
জুলাই সনদ ও ঘোষণাপত্র জারির আহ্বান জানিয়ে শরীফ ওসমান বলেন, এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোয় জুলাই শহীদেরা রাষ্ট্রদ্রোহী। তাঁদেরকে আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। আজকের মধ্যে সরকার দিনক্ষণ না জানালে আগামী ৩ তারিখ (আগস্ট) ইনকিলাব মঞ্চের উদ্যোগে কফিন মিছিল নিয়ে সচিবালয় অবরোধ করা হবে।
বিগত এক বছর থেকে একটি দুর্বল সরকার দেশ চালাচ্ছে উল্লেখ করে আপ বাংলাদেশের সদস্যসচিব আরেফিন মোহাম্মদ বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঘোষণাপত্রের জন্য আমাদের আবারও গণজমায়েত করতে হচ্ছে। এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে?’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, ‘আমরা যে মৌলিক সংস্কার চেয়েছিলাম, এখনো তার কিছুই হয়নি। এখনো শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত হয়নি। আমি উপদেষ্টাদের উদ্দেশে বলতে চাই, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করুন। আপনাদের কাছে আমাদের চাওয়া–পাওয়া খুব বেশি নেই।’
গণজমায়েতে র্যাপ গান পরিবেশন করেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আহনাফ তাহমিদ। স্বাগত বক্তব্য দেন জুলাই শহীদ ওসমান পাটোয়ারীর বাবা আবদুর রহমান। গণজমায়েতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমেদ, মুখপাত্র শাহরিন সুলতানা প্রমুখ।