নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অধিগ্রহণ করা শতকোটি টাকার সরকারি জমি দখল করে সাইনবোর্ড লাগিয়েছেন এক প্রভাবশালী ব্যক্তি। তিনি ভেকু দিয়ে মাটি কেটে আইল তৈরির কাজও শুরু করেন। 

জানা যায়, কাঁচপুর সেতু-সংলগ্ন সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গত ১৫ ডিসেম্বর সকালে স্থানীয় সাব্বির ভূঁইয়া এ জমির মালিকানা দাবি করে তা দখল করে নেন। খবর পেয়ে শিমরাইলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ  মজুমদার লোকজন পাঠিয়ে ওই ব্যক্তির চলমান কাজ বন্ধ করে দিয়েছেন। 

নারায়ণগঞ্জ সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মৌজায় ৩৫৯ শতাংশ জমির মধ্যে ৩১৩ শতাংশ জমি কাঁচপুর সেতুর জন্য অধিগ্রহণ করা। নারায়ণগঞ্জের ডিএম রোড উকিলপাড়া এলাকার মৃত আশরাফ উদ্দিন ভূঁইয়ার ছেলে সাব্বির ভূঁইয়া জমির মালিকানা দাবি করে সাইনবোর্ড লাগিয়ে ভেকু দিয়ে মাটি কাটার কাজ শুরু করেন। অধিগ্রহণ করা জমিটি কাঁচপুর সেতু-সংলগ্ন। জমিটি কেপিআইভুক্ত এলাকায় হওয়ায় কেউ যাতে ওই জমি অবৈধ দখল করতে না পারে সেজন্য সেখানে সওজের নিরাপত্তা রক্ষায় আনসার সদস্যরা রয়েছেন বলে জানা গেছে।  

অভিযুক্ত সাব্বির ভূঁইয়া বলেন, তাদের ৩৫৯ শতাংশ জমির মধ্যে সড়ক ও জনপথ বিভাগ ৩১৩ শতাংশ অধিগ্রহণ করেছে বলে শুনেছেন। অবশিষ্ট ৪৬ শতাংশ জমি তাদের রয়ে গেছে। তাই মাটি কাটার কাজ করতে গিয়েছেন। সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা প্রথমে তাদের মাটি কাটার কাজে বাধা দেন। পরে সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জ দপ্তরে গিয়ে উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্ল্যাহ মজুমদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের অধিগ্রহণ করা জমির কথা জানান। তারা লোকজন দিয়ে তাদের (সাব্বির) কাটা মাটি ও আইল সরিয়ে দেন। এ জমি নিয়ে ২০০৯ সালে আদালতের একটি নিষেধাজ্ঞা রয়েছে এবং উচ্চ আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি। 

মামলা চলমান ও নিষেধাজ্ঞা থাকা অবস্থায় কী করে জমির দখল নিতে গেলেন– এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি সাব্বির। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগী প্রকৌশলী আহসান উল্ল্যাহ মজুমদার বলেন, আদালতের বাইরে তাদের যাওয়ার কোনো সুযোগ নেই। নিষেধাজ্ঞার কোনো কাগজ তারা পাননি এবং সাব্বির ভূঁইয়াও দেখাতে পারেননি। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় কোনোভাবেই তিনি জমি দখল করতে পারেন না। 

সাব্বিরের জমি তাদের (সওজ) দখলে নেই দাবি করে এই প্রকৌশলী বলেন, তাদের অধিগ্রহণ করা জমি কারও দখল করার সুযোগ নেই এবং দখল করতেও দেবেন না। তিনি বলেন, সাব্বিরের জমি যদি থেকে থাকে তা সওজের জমির মধ্যে নেই। তাদের অধিগ্রহণ করা জমির সীমানার মধ্যেই তারা দখলে আছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ওই জমিতে থাকা এনডিআই কোম্পানির অফিস কক্ষ দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। লুট করে নেয় সব মালপত্র। সাব্বির যদি আদালতের নিষেধাজ্ঞার কাগজ দেখাতে পারেন সে ক্ষেত্রে তারা আদালতের আদেশের সম্মান অবশ্যই দেখাবেন। তারা বাধা দেওয়ার পর সাব্বির আর এ জমিতে আসেননি। জমি তাদের দখলেই রয়েছে। তবে তাঁর লাগানো সাইনবোর্ডটি এখনও রয়েছে বলে জানান তিনি।

এনডিআই কার্যালয়ে আগুন ও লুটপাটের বিষয়ে সাব্বির ভূঁইয়া বলেন, আগুন ও লুটপাটের বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি ওই সময়ে দেশের বাইরে ছিলেন। ২০ আগস্ট তিনি দেশে এসেছেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ স ইনব র ড চলম ন

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও শপথ গ্রহণ  

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীরসাহেব চরমোনাই এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়  ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান (৩০ জুলাই) বুধবার বিকেলে মোগড়াপাড়া গোহাট্রা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুহা আব্দুল লতিফ এর সভাপতিত্বে মুহা. জয়নাল আবেদিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (নারায়ণগঞ্জ -৩) সোনারগাঁও আসনের হাতচপাখা মার্কার পদপ্রার্থী মুহা ফারুক আহমাদ মুন্সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর হাজী মুহা আলী আহম্মদ মুন্সি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওঃ আবুল কালাম আজাদী।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়নের কমিটিকে সপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • সন্ত্রাসমুক্ত ও শান্তিময় দেশ গড়তে ইসলামী শক্তির বিকল্প নাই : মাসুম বিল্লাহ
  • না’গঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ সাধারণ সভা 
  • বিজয় মিছিলকে সফল করতে মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি 
  • শ্রীমতী ময়ূরী মন্ডলের আশু রোগমুক্তি কামনায় পূজা পরিষদের বিশেষ প্রার্থনা 
  • সাম্প্রদায়িক কোন উস্কানিতে পা দিবেন না : টিপু
  • সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
  • মাইলস্টোন স্কুলে হতাহতদের স্মরণে দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
  •  শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতা চান নাই : টিপু 
  • নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাথে গিয়াসউদ্দিনের মতবিনিময় সভা
  • সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও শপথ গ্রহণ