নিপীড়ন-নির্যাতনের মুখে মিয়ানমার হইতে বাংলাদেশে আশ্রয় লওয়া রোহিঙ্গাদের জন্য জরুরি মার্কিন অনুদান বন্ধ-সংক্রান্ত সংবাদে মানবিক বোধসম্পন্ন মানুষমাত্রই উদ্বিগ্ন হইবে। আমাদের জন্য উদ্বেগ, তৎসহিত উৎকণ্ঠাও কম নহে। কারণ বাংলাদেশে বর্তমানে ১২ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয়প্রাপ্ত। উহাদের মধ্যে ২০১৭ সালে রাখাইনে গণহত্যা, ধর্ষণ-নিপীড়ন, অগ্নিসংযোগ পরিহারে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী প্রায় ৮ লক্ষ রোহিঙ্গার অধিকাংশই কক্সবাজার জেলার টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে থাকে। ২০১৭ সাল হইতে রোহিঙ্গাদের সহায়তাকল্পে যুক্তরাষ্ট্র ২৫০ কোটি ডলারের অধিক দিয়াছে, তন্মধ্যে বাংলাদেশে আসিয়াছে প্রায় ২১০ কোটি ডলার। এই বিপুল পরিমাণ অর্থের ঘাটতি পূরণ প্রায় অসম্ভব। কারণ, দারিদ্র্যের বিরুদ্ধে তীব্র সংগ্রামরত বাংলাদেশের যদ্রূপ রোহিঙ্গাদের জন্য সামান্য বাড়তি অর্থ ব্যয়ের সামর্থ্য নাই, তদ্রূপ বিদ্যমান বিশ্ব-বাস্তবতায় ইউরোপ বা অন্য কোনো উন্নত রাষ্ট্রও অগ্রসর হইবে বলিয়া মনে হয় না। এহেন পরিস্থিতিতে পরিবেশ-প্রতিবেশগতভাবে স্পর্শকাতর কক্সবাজার ও পার্শ্ববর্তী অঞ্চলের নাজুকতা যে বৃদ্ধি পাইতে পারে, তাহা অস্বীকার করা যায় না।
সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরূপে শপথ লইয়া ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে বিভিন্ন দেশে নূতন অনুদান ৯০ দিনের জন্য বন্ধ ঘোষণা করিয়াছেন, যাহার আওতায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএসএআইডির সহায়তাও রহিয়াছে। আমরা জানি, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য যেই সকল দেশ অনুদান প্রদান করে, উহাদের মধ্যে যুক্তরাষ্ট্র শীর্ষে। দেশটি রোহিঙ্গা বাবদ মোট অনুদানের প্রায় অর্ধেকই দিয়া থাকে। মার্কিন এই সহায়তা আসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে। ফলে এই অনুদান বন্ধ হইলে টেকনাফে শরণার্থী শিবিরে থাকা কয়েক লক্ষ রোহিঙ্গার খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হইতে পারে। তাহাদের স্বাস্থ্য-সুরক্ষাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহেও বিঘ্ন ঘটিতে পারে। শুধু উহাই নহে, রোহিঙ্গা শরণার্থীর কারণে টেকনাফের স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন ভোগান্তিতে পড়িয়াছেন বলিয়া অনুদানে তাহাদের জন্যও বরাদ্দ থাকে। অতএব অনুদান প্রবাহ হ্রাস পাইবার কারণে রোহিঙ্গা, তৎসহিত টেকনাফের স্থানীয় অধিবাসীদের জীবনও রুক্ষ হইয়া উঠিতে পারে।
মার্কিন সহায়তা বন্ধের এই ঘোষণা এমন সময়ে আসিল যখন সাম্প্রতিক বৎসরগুলিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা হ্রাস পাইতেছিল। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের নভেম্বরে বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি রোহিঙ্গাদের জনপ্রতি বরাদ্দ হ্রাস করিয়াছিল ৯ টাকা। অনেকের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের অনুদান হ্রাস পাইলে ডব্লিউএফপির বরাদ্দ আরও হ্রাস পাইতে পারে। এই আশঙ্কা অমূলক হইতে পারে না– রোহিঙ্গাদের সহায়তা হ্রাস পাইলে উহার বিরূপ প্রভাব পড়িবে আর্থ-সামাজিক অন্যান্য ক্ষেত্রে। রোহিঙ্গা শিবিরগুলি মিয়ানমার হইতে পাচারকৃত মাদক কারবারিদের আখড়ায় পরিণত হইবার মাত্রা আরও বৃদ্ধি পাইতে পারে। কক্সবাজারের রোহিঙ্গা শিবিবরগুলিতে মিয়ানমারভিত্তিক বিভিন্ন সশস্ত্র সংগঠনের যেই অপতৎপরতা, সেইখানেও যোগদানের হার বৃদ্ধি পাইতে পারে। এইদিকে রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হস্তে যাইবার কারণে নূতন করিয়া রোহিঙ্গা-ঢল সৃষ্টিরও আশঙ্কা করা হইতেছে। বিদ্যমান রোহিঙ্গাদের বরাদ্দই যেইখানে হ্রাস পাইতেছে; নূতনদের ভরণপোষণ হইবে কী প্রকারে? যদিও ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বার্তায় সহায়তা বন্ধের বিষয়টি তিন মাস কার্যকর থাকিবার ধারণা প্রদান করা হইয়াছে; বসিয়া থাকিবার অর্থ নাই। অন্তত ট্রাম্প প্রশাসনের চরিত্র এবং বিগত প্রথম মেয়াদের ট্র্যাক রেকর্ড এমন বার্তাই দেয়। তাই অবিলম্বে বিকল্প চিন্তা করাই বাংলাদেশের জন্য সমীচীন বলিয়া আমরা মনে করি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র হ ঙ গ দ র জন দ র জন য
এছাড়াও পড়ুন:
টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেড পাবেন
সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
এর ফলে প্রায় ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা পাবেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছিলেন হাইকোর্ট।
পরিপত্রে যা বলা হয়েছে
২০১৭ সালের ২১ সেপ্টেম্বর এক পরিপত্রে অর্থ মন্ত্রণালয় জানায়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী দুই বা তার চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে-স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে ইতোমধ্যে একটিমাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারীদের প্রদত্ত এসব আর্থিক সুবিধা কোনোক্রমেই ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগে দেওয়া হবে না। পরবর্তী সময়ে পরিপত্রের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সংক্ষুব্ধ সরকারি চাকরিজীবীরা।
মূল পে-স্কেলে যা বলা আছে
সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত। এসব পদোন্নতিবঞ্চিতদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার বহুল আলোচিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পুরোনো প্রথা বাতিল করে। একইসঙ্গে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রথা প্রবর্তন করে। নতুন স্কেল অনুযায়ী, কোনো কর্মচারী একই পদে ১০ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড পাবেন। এরমধ্যে একটি পাবেন চাকরির ১০ বছর পর (১১তম বছরে)। আর অপরটি ১৬ বছর পর অর্থাৎ ১৭তম বছরে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূল পে-স্কেলে এ বিধান করা হলেও এ সুবিধা কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে কোনো দিক-নির্দেশনা ছিল না। এ প্রেক্ষাপটে মূল পে-স্কেলে উল্লেখিত নিয়ম কার্যকর করতে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। মূল পে-স্কেল কার্যকর হওয়ার ৩ মাস পর গত বছরের সেপ্টেম্বরে এটি জারি করা হয়।