যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলামকে দায়িত্ব পালন করতে না দিতে কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। চেয়ারম্যানের পক্ষের লোকজন এই তালা ভাঙতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেনের নেতৃত্বে ইউপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেখানে তাঁরা বলেন, স্বৈরাচার ফ্যাসিস্টের সহযোগী মোস্তাফিজুল ইসলামকে কোনোভাবেই চেয়ারম্যান হিসেবে তাঁরা মেনে নেবেন না। তাঁরা কোনো আওয়ামী লীগ নেতাকে এই চেয়ারে বসতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন।

এ সময় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সেনাবাহিনীসহ বিভিন্ন জায়গায় ফোন করেন। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে চেয়ারম্যানের পক্ষের লোকজন তালা খুলে দেওয়ার দাবি জানান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তালা খুলে না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় চেয়ারম্যানের পক্ষের লোকজন তালা ভেঙে ফেলেন। অন্য পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলামের পক্ষের মুজাহিদুল ইসলাম (৪৪), মাজাহারুল ইসলাম (৪২) ও গোলাম মোস্তফাকে (৪৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ব্যক্তিদের কারও মাথা ফেটে গেছে, কারও হাত–পা ভেঙে গেছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বলেন, চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম ৫ আগস্টের পরে ওই চেয়ারে বসে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপতৎপরতায় লিপ্ত আছেন। বিভিন্ন সময় তিনি বিএনপিসহ এই সরকারের নামে বিভিন্ন কথাবার্তা বলেন। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ছিল। সে কারণেই তাঁকে দায়িত্ব পালন করতে না দিতে এলাকার মানুষজন ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন। তিনি দাবি করেন, ওই তালা চেয়ারম্যান পক্ষের লোকজন ভেঙে ফেলতে গেলে তাঁদের কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

মোস্তাফিজুল ইসলাম বলেন, তিনি আওয়ামী লীগের কেশবপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। তারপরও দলীয় মনোনয়নে তিনি নির্বাচিত হননি। তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন। সরকার পরিবর্তনের পরে বিএনপির লোকজন তাঁকে কোনোভাবেই চেয়ারম্যান হিসেবে মেনে নিতে চান না। এ নিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তিনি অভিযোগ করেন, আজকের মারামারিতে তাঁর বাবাকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে।

সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চিংড়া বাজারে অবস্থিত। এই সংঘর্ষের সময় বাজারে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। তখন মানুষ ভয়ে দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকেন। এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে যশোরের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কেশবপুরের ইউএনও জাকির হোসেন বলেন, সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। একটি  গন্ডগোলও হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত।

এর আগে গত সপ্তাহে কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগসমর্থিত চেয়ারম্যান হওয়ায় সেখানেও বিএনপির কর্মীরা তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র ক শবপ র স ঘর ষ স গরদ উপজ ল

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক/স্নাতকোত্তরে আবেদন

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এ ব্যাংকটি ‘প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টেক্সটাইল প্রজেক্টস বিভাগে প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট পদে কতজনকে নিয়োগ দেবে, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, প্রকল্প মূল্যায়ন অথবা পর্যবেক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা। টেক্সটাইল উৎপাদন, যন্ত্রপাতি, খরচ বিশ্লেষণ এবং উৎপাদন ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা।

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: ৩৮ বছরের মধ্যে হতে হবে (১৪ মে ২০২৫ তারিখে)।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

আবেদন যেভাবে—

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা৮ ঘণ্টা আগেআরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত৩০ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ