রাঙামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি দোপ্পোয়াছড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে প্রায় ১০ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটে পাহাড়িকা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে শহরের রিজার্ভ বাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি রাঙামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি দোপ্পোয়াছড়ি এলাকায় পৌঁছালে ব্রেকফেল করে। এতে বাসটি সড়কের পাশের পাহাড়ে ধাক্কা লেগে সড়কের উপর উল্টে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
 
প্রত্যক্ষদর্শী মো.

নাজমুল হোসেন বলেন, “সাপছড়ি এলাকার ঢালু পথটি নামার সময়ই ড্রাইভার আমাদের সকলকে বলে যে গাড়ি ব্রেকফেল করেছে। এর একটু পরই গাড়িটি পাহাড়ের সাথে ধাক্কা লাগে এবং উল্টে যায়। আমরা অনেক কষ্টে গাড়ি থেকে বেরিয়ে আসি।”

রাঙামাটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী বলেন, “পাহাড়িকা পরিবহনের একটি আন্তঃজেলা বাস চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটিতে প্রায় ৪০ জনের মত যাত্রী ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে পড়ে যায়। এতে কয়েকজন আহত হয়। আমরা ফায়ার সার্ভিস এবং রেকারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।”

রাঙামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. এন্থনী চাকমা জানান, বাস দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত চার জন হাসপাতালে এসেছেন। তার মধ্যে তিন জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। অপর একজন কিছুটা বেশি আহত হয়েছেন। তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। তার এক্সরে করা হবে।

ঢাকা/শংকর/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক র

এছাড়াও পড়ুন:

কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম  কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত নিবন্ধ