সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
Published: 23rd, February 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বারদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে বিবাহিত বনান অবিবাহিতদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার সময় বারদী ইউনিয়নে ৭নং ওয়ার্ডে মিল্কী বাড়ির খেলার মাঠে এ প্রীতি অনুষ্ঠিত হয়ছে।
বারদী ইউনিয়ব ৭নং ওয়ার্ডের সমাজ সেবক হাবিবুর রহমান মিল্কীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো:ওয়াহিদুর রহমান মিল্কী।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আন্দবাজার মুজাহিদুল ইসলাম বকুল।বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ পৌরসভা গণঅধিকার পরিষদের আহবায়ক উলফত কবির মাষ্টার, আবু হানিফ,সামসুল ইসলাম,বারদী ৭ নং ওয়ার্ড যুবসমাজের আহবায়ক রিপন রায়হান,সদস্য সচিব আসলাম
বারদী ৭নং ওয়ার্ড যুবসমাজের আয়োজনে খেলায় অংশ গ্রহন করেন বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ।
খেলায় উভয় বিবাহিত একাদশ২ -১অবিবাহিতর একাদশ গোল করে। খেলা শেষ ০২ গোল করে বিবাহিত একাদশ জয় লাভ করেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন অতিথিরা তুলে দেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ফ টবল ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ
সংস্কার কমিশনের সুপারিশগুলোর আলোকে জাতীয় ঐক্য গঠনের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে গণঅধিকার পরিষদ। আজ সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। শুরুতে বক্তব্য দেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
তিনি বলেন, ‘২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সূচনা। সেই সংগ্রামের ধারাবাহিকতায় আজ আমরা একটি অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তনের মুখোমুখি। এই পরিবর্তনকে অর্থবহ করতে কেবল সংস্কার কমিশনের সুপারিশ যথেষ্ট নয়, বরং সব রাজনৈতিক দলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠন করতে হবে।’
কমিশনের সহসভাপতি বলেন, এই আলোচনা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজপথে ও রাজনৈতিক চর্চার মাধ্যমে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিবাদী শাসনের চাপে নিপীড়নের শিকার হয়েছে। ভবিষ্যতে কেউ যেন এমন দমন-পীড়ন চালাতে না পারে, সে লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।
তিনি বলেন, ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, সেটি আট মাসেরও বেশি সময় ধরে চলেছে। হামলা-মামলা ও গ্রেপ্তার সত্বেও আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। ব্যক্তি দল গোষ্ঠীর চেয়ে জাতীয় স্বার্থ ও রাষ্ট্রের স্বার্থকে আমরা যেন প্রাধান্য দেই এটিই আমাদের চাওয়া।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান।