ইলন মাস্কের টেসলার দাম কত পড়বে ভারতের বাজারে
Published: 25th, February 2025 GMT
ইলন মাস্ক ভারতে টেসলার কারখানা করতে যাচ্ছেন—এই জল্পনা এখন ভারত ও যুক্তরাষ্ট্রের আকাশে–বাতাসে; যদিও শুল্কের বিষয়টি রয়েই গেছে এবং সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পও তেমন একটা খুশি নন। ভারতের বাজারে টেসলার দাম কেমন পড়বে, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ভারতের বাজারে টেসলা নিয়ে এলে আমদানি শুল্কে ২০ শতাংশ ছাড় পাবেন মাস্ক। তারপরও বাজার–সংশ্লিষ্ট মানুষেরা বলছেন, তারপরও পরিবেশবান্ধব ওই মার্কিন গাড়ির দাম পড়বে ৩৫ থেকে ৪০ লাখ রুপি। ফলে মধ্যবিত্তের মধ্যে কতজন মাস্কের গাড়ি কিনতে পারবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে টেসলার সবচেয়ে সস্তা তিন নম্বর মডেলটির কারখানা পর্যায়ের দাম ৩৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩০ দশমিক ৪ লাখ রুপি। মাস্কের এই পরিবেশবান্ধব গাড়িটির ক্ষেত্রে আমদানি শুল্ক ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর সঙ্গে গাড়ি কেনার ক্ষেত্রে কিছু অতিরিক্ত খরচ আছে, যেমন রাস্তার কর ও বিমা। ফলে সবকিছু যোগ-বিয়োগ করে টেসলার সবচেয়ে সস্তা মডেলটির দাম দাঁড়াবে আনুমানিক ৪০ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা ৩৫ থেকে ৪০ লাখ রুপি।
ভারতের বাজারে অন্যান্য কোম্পানির বেশ কিছু বৈদ্যুতিক গাড়ি ইতিমধ্যে জনপ্রিয়তা কমেছে। মাহিন্দ্রার এসইভি ৯ই, হুন্ডাইয়ের ই-ক্রেটা ও মারুজি সুজ়ুকির ই-ভিটার মতো বৈদ্যুতিক গাড়ির মডেলগুলোর তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ বেশি হবে টেসলার গাড়ির দাম। ফলে মাস্কের ব্যাটারিচালিত গাড়ি ভারতের বাজারে এলে এসব কোম্পানির মার খাওয়ার সম্ভাবনা খুবই কম।
টেসলাকে নিয়ে প্রকাশিত রিপোর্টে এর কারণ ব্যাখ্যা করেছে মূল্যায়ন সংস্থা সিএলএসএ। সেখান বলা হয়েছে, ভারতের বাজারে পরিবেশবান্ধব ব্যাটারিচালিত গাড়ির বিক্রি এখনো চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় অনেকটাই কম। গত বছর ভারতের বাজারে মোট যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে ৪৩ লাখ। এর মধ্যে বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে মাত্র ৯৯ হাজার ১৬৫টি।
ভারতীয়রা পেট্রল, ডিজেল বা হাইব্রিড মডেলের যাত্রীবাহী গাড়ি বেশি পছন্দ করেন। মাস্কের গাড়ি দ্রুত ক্রেতাদের মন জয় করতে পারবে—এমনটা নয়, দামের কারণেই নয়। এর চাহিদা সম্ভবত সমাজের উচ্চ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকবে।
ইকোনমিক টাইমসের খবর, আগামী কয়েক মাসের মধ্যে ভারতের দিল্লি ও মুম্বাইতে ব্যাটারিচালিত গাড়ি নিয়ে হাজির হবে টেসলা। ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ শুরু করেছেন মাস্ক। ১৮ ফেব্রুয়ারি বহুজাতিক এই কোম্পানি লিঙ্কডইনে একটি চাকরির তালিকা পোস্ট করে। সেখানে মুম্বাই মেট্রোপলিটন এলাকার কনজ্যুমার এনগেজমেন্ট ম্যানেজার পদে নিয়োগের কথা বলা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না, মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, 'আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই-বাছাই না করে শেয়ার করে দেওয়া হয়। অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই।'
সিইসি বলেন, 'দয়া করে সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না। এই মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন। তথ্যটা যেন আগে যাচাই করে তারপরে শেয়ার করেন।'
আজ সোমবার রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সিইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ভুয়া সংবাদের প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ রোধে করণীয় সম্পর্কে তিনি এসব কথা বলেন।
থানা আনসার কোম্পানি/প্লাটুন সদস্যদের আনসার মৌলিক প্রশিক্ষণের (৪র্থ ধাপ) সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ দেখা মাত্রই নাগরিকদের যাচাইবাছাই করতে আহ্বান জানান সিইসি। নিশ্চিত হওয়ার আগে শেয়ার না করতে বলেন তিনি।
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আনসার ভিডিপির ভূমিকাকে মূল শক্তি বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, 'এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন। এবং আমাদের হিসেব করতে গেলে প্রথম এদেরকেই হিসেব করতে হয় যে, কতজন আনসার ভিডিপি সদস্য আমরা মোতায়েন করতে পারব। মূল কাজটা আঞ্জাম (সম্পাদন) দিতে হয় কিন্তু আনসার এবং ভিডিপির সদস্যদের।'
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। নির্বাচনকালীন জনগণের নিরাপত্তা, ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আনসার বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে জানান তিনি। নির্বাচনে দেশজুড়ে প্রায় ৬ লাখ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বপালন করবেন বলেন মহাপরিচালক।
অনুষ্ঠানে মহড়ায় ঢাকা মহানগর আনসারের চারটি জোনের অধীন প্রশিক্ষণপ্রাপ্ত ৩২০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা টহল, দায়িত্ব বণ্টন ও জরুরি প্রতিক্রিয়া অনুশীলনে অংশ নেন।
মহড়ায় ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদে পৌঁছে দেওয়া, ভোটারদের শৃঙ্খলাবদ্ধভাবে ভোট প্রদানে সহায়তা, জাল ভোট প্রতিরোধ, প্রিসাইডিং কর্মকর্তাদের নিরাপত্তা এবং সেনা, বিজিবি, র্যাব ও পুলিশের সঙ্গে দ্রুত সমন্বয়ের প্রস্তুতি নেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তারা।