Samakal:
2025-11-03@17:06:04 GMT

ব্রাউজারে গোপন সুরক্ষা

Published: 27th, February 2025 GMT

ব্রাউজারে গোপন সুরক্ষা

­ইন্টারনেট নেভিগেট করার মূল হাতিয়ার ওয়েব ব্রাউজার, যা ডিজিটাল অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ। নিজের খোঁজের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং পরিষেবা নিমিষে উপস্থাপন করে ব্রাউজার।

সবাই যেভাবে ওয়েব ব্রাউজ করি, তার মধ্যে সবচেয়ে জরুরি গোপনীয় সুরক্ষা। মূলত এটি বিনামূল্যের ওপেন সোর্স ওয়েব ব্রাউজার, যা ক্রোমিয়াম বৈশিষ্ট্যে নির্মিত। সার্চ ইঞ্জিন, যা গুগল ক্রোমকে শক্তিশালী করে। সাহসী ব্রাউজার ব্যবহারকারীরা অনলাইনে ব্রাউজ করার সময় গোপনীয়তা, নিরাপত্তা এবং গতির প্রশ্নে আপস করতে নারাজ। ট্র্যাকিং কুকিজ ও অনুপ্রবেশকারী বিজ্ঞাপনের ওপর নির্ভর করার বদলে সাহসী ব্রাউজার ক্ষতিকারক সামগ্রী ব্লক করে। ব্যবহারকারীর ক্ষতিকারক ওয়েবসাইট থেকে সুরক্ষিত রাখতে বেনামি ব্রেভ লেজারের ওপর নির্ভর করে। সাহসী ব্রাউজার হিসেবে খ্যাত ব্রেভ ব্যবহারকারীদের দ্রুত ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করে, যা স্মার্ট ডিভাইসের জন্য সহজেই অপ্টিমাইজ সুবিধা দিয়ে থাকে। ব্রেভ ব্রাউজার মজিলার সহপ্রতিষ্ঠাতা এবং জাভাস্ক্রিপ্টের প্রণেতা ব্রেন্ডন ইচ এবং ব্রায়ান বন্ডি, খান একাডেমি এবং মজিলার আগে সহপ্রতিষ্ঠা করা হয়।

গবেষকদের মতে, ওয়েব ব্রাউজারের প্রতিযোগিতায় গুগল ক্রোম এখন অবধি এগিয়ে। তবে মাইক্রোসফটের সবশেষ অফার নতুন করে প্রতিযোগিতার আবহ সৃষ্টি করেছে। মাইক্রোসফট এডজ এখন ইন্টারনেটে তৃতীয় জনপ্রিয় ওয়েব ব্রাউজার। ব্রাউজারটি বিগত কয়েক মাসে গ্রাহকের আস্থায় ফিরেছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিএনপির প্রার্থীর তালিকায় নেই তারকারা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কয়েকজন জনপ্রিয় তারকার মনোনয়ন পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় তাদের নাম নেই।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

আরো পড়ুন:

শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?

মালয়েশিয়ায় পরীমণির দশ দিন

তবে আলোচনায় থাকা কোনো তারকা প্রার্থী চূড়ান্ত তালিকায় আসেননি। সংগীতশিল্পী বেবী নাজনীন (নীলফামারী–৪), মনির খান (ঝিনাইদহ–৩) ও রুমানা মোর্শেদ কনকচাঁপা (সিরাজগঞ্জ–১) মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

তাদের মধ্যে বেবী নাজনীন ও মনির খানের আসনে যথাক্রমে আবদুল গফুর সরকার ও মেহেদী হাসান মনোনয়ন পেয়েছেন। কনকচাঁপার আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।

২০১৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ–১ আসন থেকেই বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। তখন আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবারের নির্বাচনে আবারো লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

মনির খান ও কনকচাঁপা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতা। এছাড়া দলটির সাংস্কৃতিক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের নামও আলোচনায় ছিল।

উজ্জ্বল বলেন, “দল যদি মনে করে আমার প্রার্থী হওয়া দরকার, আমি প্রস্তুত।”

বিএনপির এ ঘোষণার মধ্য দিয়ে আপাতত স্পষ্ট—বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখগুলো এবারো দলীয় প্রার্থী তালিকার বাইরে থাকছেন।

ঢাকা/রাহাত/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ